জিন্দা পার্ক

ঢাকার অদূরে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য অন্যতম স্থান হতে পারে জিন্দা পার্ক। চলুন পার্কের বিস্তারিত সব তথ্য জেনে নেওয়া যাক।

পার্কের অবস্থান

ঢাকা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে ৩০০ ফিট হাইওয়ের ঢাকা সিটি বাইপাস মোড় থেকে ৪ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জে জিন্দা পার্ক অবস্থিত।

জিন্দা পার্ক যাওয়ার উপায়

রুটঃ কুড়িল বিশ্বরোড -> বিআরটিসি বাস/লোকাল সিএনজি/লোকাল প্রাইভেট কার/রিজার্ভ সিএনজি বা অটোরিক্সায় করে কাঞ্চন ব্রিজের আগে ঢাকা সিটি বাইপাস মোড় -> মোড় থেকে অটোরিক্সায় জিন্দা পার্ক

জিন্দা পার্ক যেতে ঢাকার যেকোন স্থান থেকে প্রথমে কুড়িল বিশ্বরোড ৩০০ ফিট হাইওয়েতে আসতে হবে। কুড়িল রেল লাইনের পাশে বিআরটিসির কাউন্টার থেকে বাস করে কাঞ্চন ব্রিজ। বাস থেকে কাঞ্চন ব্রিজের আগে বাম পাশে ঢাকা সিটি বাইপাস মোড়ে নামতে হবে। বাইপাস মোড় থেকে অটোরিক্সা করে সরাসরি জিন্দা পার্ক যাওয়া যায়।

বিআরটিসির বাস ছাড়াও লোকাল সিএনজি/প্রাইভেট কার/অটো রিক্সাতে একইভাবে ঢাকা সিটি বাইপাস মোড় পর্যন্ত যেতে পারবেন। সেখান থেকে আবার অটোরিক্সা ভাড়া করে জিন্দা পার্ক। এছাড়া চাইলে রিজার্ভ করেও সরাসরি জিন্দা পার্ক পর্যন্ত যাওয়া যাবে।

রুটঃ কাঁচপুর ব্রিজ -> ভুলতা -> মহানগর বাইপাস -> জিন্দা পার্ক

৩০০ ফিট ছাড়াও ঢাকা থেকে কাঁচপুর ব্রিজ হয়ে জিন্দা পার্ক যাওয়া যায়। এজন্য প্রথমে ভুলতার বাসে করে ভুলতা নামতে হবে। ভুলতা থেকে জিন্দা পার্ক ১২ কিলোমিটার। চাইলে সিএনজি বা অটো রিজার্ভ করে জিন্দা পার্ক যাওয়া যাবে। অথবা লোকাল সিএনজি/প্রাইভেট কার/অটো দিয়ে কাঞ্চন ব্রিজ ঢাকা সিটি বাইপাস মোড় এসে সেখান থেকে অন্য লোকাল অটোতে করে জিন্দা পার্ক যাওয়া যাবে।

ব্যক্তিগত গাড়ি নিয়ে খুব সহজেই ৩০০ ফিট হয়ে একইভাবে জিন্দাপার্ক পৌঁছে যেতে পারবেন।

জিন্দা পার্ক

জিন্দা পার্ক সময়সূচি

সপ্তাহের প্রতিদিনই জিন্দা পার্ক খোলা থাকে। সকাল ৭টা থেকে মাগরিবের সময় পর্যন্ত।

জিন্দা পার্ক প্রবেশমূল্য

  • ঈদ সহ যেকোন বন্ধের দিন ১৫০ টাকা।
  • এছাড়া অন্যান্য দিন ১০০ টাকা।
  • ৫ বছরের নিচের বাচ্চাদের জন্য ৫০ টাকা।

পার্কের পরিবেশ

চারিদিকে সবুজে ঘেরা নির্মল পরিবেশ আপনাকে দিবে ভিন্ন এক প্রশান্তি। অসংখ্য গাছ, ফুল, ফল ও পাখির আনাগোনা আপনাকে বিমোহিত করবেই।

  • ১৫০ একরের বিশাল এলাকা জুড়ে অবস্থিত
  • ২৫০ প্রজাতির দশ হাজারের বেশী গাছ রয়েছে
  • ৫ টি জলাধার
  • ট্রি হাউজ (গাছের উপর ঘর)
  • শান বাঁধানো পুকুর
  • সুন্দর স্থাপত্যশৈলীর লাইব্রেরী

যোগাযোগ

  • ফোনঃ  01716-260908, 01715-025083, 01721-266610
  • ওয়েবসাইটঃ zindapark .com

খাবার ব্যবস্থা

  • পার্কের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এখানে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা পাওয়া যায়।
  • বাহির থেকে খাবার নিয়ে প্রবেশ করা নিষেধ।

আরো পড়ুন

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

Similar Posts