সাংগ্রাই হিল রিসোর্ট (রুম ভাড়া ও বিস্তারিত তথ্য)

সাজেকের রুইলুই পাড়ায় সাংগ্রাই হিল রিসোর্ট (Sangrai Hill Resort) অবস্থিত।

চলুন রিসোর্টটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

সাংগ্রাই অবস্থান

সাজেকে ভারতের লুসাই পাহাড় যে পাশে সাংগ্রাই হিল রিসোর্টটি সেই পাশে অবস্থিত। রিসোর্টের বারান্দা বা রুম থেকেই অপরূপ সূর্যোদয় দেখা যায়।

সাংগ্রাই রিসোর্টে যাওয়ার উপায়

ঢাকা বা দেশের যে কোন স্থান থেকে প্রথমে সাজেক যেতে হবে। সাজেকের রুইলুই পাড়ায় সাংগ্রাই হিল রিসোর্ট অবস্থিত।

সাজেক কিভাবে যাবেন এবং কি কি দেখবেন তা জানতে সাজেক ভ্রমণের বিস্তারিত গাইড পড়ে নিতে পারেন।

সাংগ্রাই হিল রিসোর্ট রুম ভিউ - Sangrai Hill Resort Room View
সাংগ্রাই হিল রিসোর্ট রুমের ভিউ

সুযোগ সুবিধা সমূহ

রুমঃ প্রতিটি রুম কাঠ+ছন দিয়ে দৃষ্টিনন্দন ভাবে তৈরী করা হয়েছে।

ওয়াশরুমঃ প্রতিটি কটেজে স্ট্যান্ডার্ড ওয়াশরুম (ইংলিশ/হাই কমোড) করা হয়েছে।

রিসোর্টে যেসব সুবিধা পাবেন,

  • বুকসেলফ (অবশ্যই বই থাকবে)
  • বিছানায় শুয়ে সূর্যোদয় দেখা
  • অসাধারন দৃশ্য সম্বলিত বারান্দা
  • হাই কমোডে বসে মেঘ বা বৃষ্টি দেখার সুযোগ!

রিসোর্ট ভাড়া

রিসোর্টটিতে ৫টি কটেজ রয়েছে। প্রতিটি কটেজে ২ জন থাকতে পারবে।

এক বেডে শেয়ার করে সর্বোচ্চ ৩জন থাকা যাবে। কোন অতিরিক্ত পেমেন্ট করতে হবে না।

শুক্র এবং শনিবার এবং সরকারি ছুটির দিনঃ ৫০০০ টাকা

রবি-বৃহস্পতিবারঃ ৪৫০০ টাকা

খাবার ব্যবস্থা

রিসোর্টে কোন খাবার ব্যবস্থা নেই। বাইরের রেস্টুরেন্টে খেতে হবে। এবং সাজেকে খাবারের ক্ষেত্রে প্রি-অর্ডার করতে হয়।

বি.দ্রঃ ছবি, রিসোর্ট সম্পর্কিত তথ্য এবং লেখা সাংগ্রাই ফেসবুক পেজ থেকে সংগৃহীত এবং সম্পাদিত।

আরো পড়ুন

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

Similar Posts