ব্যাকইয়ার্ড রিট্রিট রিসোর্ট (রুম ভাড়া ও বিস্তারিত তথ্য)

শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে ব্যাকইয়ার্ড রিট্রিট রিসোর্ট (Backyard Retreat Resort) হতে পারে অন্যতম পছন্দনীয় গন্তব্য। চলুন রিসোর্টের বিস্তারিত সব তথ্য জেনে নেওয়া যাক।

রিসোর্টের অবস্থান

মৌলভীবাজার জেলার অন্যতম বড় চা বাগান নুরজাহান টি স্টেটে রিসোর্টটি অবস্থিত।

ব্যাকইয়ার্ড রিট্রিট রিসোর্টে যাওয়ার উপায়

বাস বা ট্রেনে প্রথমে শ্রীমঙ্গল আসতে হবে। শ্রীমঙ্গল থেকে রিসোর্টের নিজস্ব পিক এন্ড ড্রপ সার্ভিস রয়েছে।

ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলে শ্রীমঙ্গল থেকে প্রায় ৯-১০ কিলো ড্রাইভে করে সহজেই রিসোর্টে পৌঁছে যেতে পারবেন।

  • বাস
    • রুটঃ ঢাকা – শ্রীমঙ্গল
    • যেসব বাস চলেঃ এনা, হানিফ, শ্যামলি
      • ভাড়াঃ ৫৭০ টাকা (নন এসি)
  • ট্রেন
    • রুটঃ ঢাকা – শ্রীমঙ্গল
    • যেসব ট্রেন চলেঃ পারাবত, জয়ন্তিকা, উপবন, কালনী
    • ভাড়া (ঢাকা – শ্রীমঙ্গল)
      • শোভন চেয়ারঃ ২৪০ টাকা
      • স্নিগ্ধাঃ ৪৬০ টাকা (এসি)
      • এসি সিটঃ ৫৫২ টাকা

বিশেষ দ্রষ্টব্যঃ ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে। যাওয়ার পূর্বে তাই বর্তমান ভাড়া জেনে নিবেন।

রিসোর্টের পরিবেশ

নুরজাহান চা বাগান শ্রীমঙ্গলের অন্যতম সুন্দর চা বাগান। নির্জন সবুজ চা বাগানের মাঝে গড়ে উঠে রিসোর্টটি আপনাকে দিবো ভিন্ন এক প্রশান্তি।

রিসোর্ট সুযোগ সুবিধা

  • ফ্রি পিক এন্ড ড্রপ সার্ভিস
  • সুইমিংপুল (পুল ভিলা)
  • প্রিমিয়াম রুম
  • রেস্টুরেন্ট
  • ওয়ারড্রোব/ক্লোজেট
  • রুমে চা/কফি মেকার
  • নির্জন প্রকৃতি
  • পাখির কিচির মিচির
  • চা বাগান

রিসোর্ট ভাড়া

রুমের নামরুমের ক্যাপাসিটিভাড়া
প্রিমিয়াম পুল ভিলা২ জন১২,০০০ টাকা
সুপেরিয়র ভিলা২ জন৯০০০ টাকা

ডিসকাউন্ট,

  • উইকডে – ৪৫%
  • উইকএন্ড – ৩৫%

বি.দ্র. ভাড়া এবং ডিসকাউন্ট যেকোন সময় পরিবর্তন হতে পারে। বুকিং এর সময় অবশ্যই ফোন করে জেনে নিবেন।

বুকিং নাম্বার

ফোনঃ 01799-013108

ইমেইলঃ contact@backyardretreatbd.com

রুমের বিস্তারিত

প্রিমিয়াম পুল ভিলা

ব্যাকইয়ার্ড রিট্রিট রিসোর্ট প্রিমিয়াম পুল ভিলা Backyard Retreat Resort Premium Pool Villa
  • শ্রীমঙ্গল থেকে ফ্রি পিক এন্ড ড্রপ
  • কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট (সকালের নাস্তা)
  • কুইন বেড
  • প্রাইভেট পুল
  • এসি রুম
  • চা এবং কফি
  • আনলিমিটেড লেমন জুস

সুপেরিয়র ভিলা

ব্যাকইয়ার্ড রিট্রিট রিসোর্ট সুপেরিয়র ভিলা Backyard Retreat Resort Superior Villa
  • শ্রীমঙ্গল থেকে ফ্রি পিক এন্ড ড্রপ
  • কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট (সকালের নাস্তা)
  • কুইন বেড
  • নিজস্ব বারান্দা
  • বারান্দায় ঝুলানো হ্যামক
  • এসি রুম
  • চা এবং কফি
  • আনলিমিটেড লেমন জুস

রিসোর্ট প্যাকেজ

প্যাকেজের নামফুল বোর্ড (লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট)ব্রেকফাস্ট+হাফ ডে সাইট সিয়িংফুল বোর্ড + হাফ ডে সাইট সিয়িং
প্রিমিয়াম পুল ভিলা কাপল প্যাকেজ (উইক-ডে)৮৪০০ টাকা৮৮০০ টাকা১০,৬০০ টাকা
প্রিমিয়াম পুল ভিলা কাপল প্যাকেজ (উইকএন্ড)৯৬০০ টাকা১০,০০০ টাকা১১,৮০০ টাকা
সুপেরিয়র ভিলা কাপল প্যাকেজ (উইক-ডে)৬৭৫০ টাকা৭১৫০ টাকা৮৯৫০ টাকা
সুপেরিয়র ভিলা কাপল প্যাকেজ (উইকএন্ড)৭৬৫০ টাকা৮০৫০ টাকা৯৮৫০ টাকা

খাবার ব্যবস্থা

রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে।

বি.দ্র. ছবি, রিসোর্ট সম্পর্কিত তথ্য এবং লেখা ব্যাকইয়ার্ড রিট্রিট ফেসবুক পেজ থেকে সংগৃহীত এবং সম্পাদিত।

আরো পড়ুন

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

Similar Posts