টিলাগাঁও ইকো ভিলেজ রিসোর্ট (রুম ভাড়া ও বিস্তারিত তথ্য)

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার টিলাগাঁও গ্রামে গড়ে উঠা টিলাগাঁও ইকো রিসোর্টে -এর (Tilagaon Eco Resort) বিস্তারিত সব তথ্য চলুন জেনে নেওয়া যাক।

রিসোর্টের অবস্থান | Tilagaon Eco Village Location

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার টিলাগাঁও গ্রামে টিলাগাঁও রিসোর্টটি (Tilagaon Resort) অবস্থিত। শ্রীমঙ্গল থেকে সিএনজিতে (ভানুগাছ রোডে) ১২ কিলো দূরে বটেরতল।বটেরতল থেকে ৩ কিলো ভেতরে টিলাগাঁও ইকো ভিলেজ।

টিলাগাঁও রিসোর্টে যাওয়ার উপায়

বাস বা ট্রেনে প্রথমে শ্রীমঙ্গল আসতে হবে। সেখান থেকে সিএনজিতে করে ১৫ কিলো দূরে টিলাগাঁও রিসোর্ট। শ্রীমঙ্গল থেকে বটেরতল যাবার রাস্তাটা অসাধারণ।

গাড়ি ছাড়ার পরেই রাস্তার ২ ধারে চা বাগানের দেখা মিলবে। তার একটু পরেই লাউয়াছড়া বন।

বনের মধ্যে দিয়ে রাস্তা হওয়ায় রাস্তার ২ পাশে ঘন জঙ্গল আর উঁচু-নিচু কঠিন কঠিন বাক ঘুরেফিরে গাড়ি এগিয়ে যাবে।

হঠাৎ করেই শীতলতা অনুভব করতে থাকবেন। অনেকটা ডুয়ার্স এর জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা যেমন, তেমন অনুভূতি পাওয়া যাবে।

আঁকাবাঁকা রাস্তার দু পাশের সবুজের সমারোহের সম্মোহন কাটতে কাটতে পৌঁছে যাবেন টিলাগাঁও ইকো ভিলেজ রিসোর্ট।

শ্রীমঙ্গল থেকে গাড়িতে ২০ মিনিট সময় লাগে টিলাগাঁও ইকো ভিলেজ রিসোর্ট পৌঁছাতে।

লাউয়াছড়া বন পার হলে বটের তল নামে জায়গা পাওয়া যাবে। সেখানে থেকে ডানে মোড় নিলে ৩ কিলোমিটার দূরে রিসোর্টের অবস্থান।

  • বাস
    • রুটঃ ঢাকা – শ্রীমঙ্গল – লাউয়াছড়া বন – বটের তল – টিলাগাঁও
    • যেসব বাস চলেঃ এনা, হানিফ, শ্যামলি
      • ভাড়াঃ ৫৭০ টাকা (নন এসি)
  • ট্রেন
    • রুটঃ ঢাকা – শ্রীমঙ্গল – লাউয়াছড়া বন – বটের তল – টিলাগাঁও (ট্রেন থেকে শ্রীমঙ্গল নামলে)
    • রুটঃ ঢাকা – ভানুগাছ – টিলাগাঁও (ট্রেন থেকে ভানুগাছ নামলে)
    • যেসব ট্রেন চলেঃ পারাবত, জয়ন্তিকা, উপবন, কালনী
    • ভাড়া (ঢাকা – শ্রীমঙ্গল)
      • শোভন চেয়ারঃ ২৪০ টাকা
      • স্নিগ্ধাঃ ৪৬০ টাকা (এসি)
      • এসি সিটঃ ৫৫২ টাকা
    • ভাড়া (ঢাকা – ভানুগাছ)
      • শোভন চেয়ারঃ ২৫০ টাকা
      • স্নিগ্ধাঃ ৪৮৩ টাকা (এসি)

বিশেষ দ্রষ্টব্যঃ ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে। যাওয়ার পূর্বে তাই বর্তমান ভাড়া জেনে নিবেন।

Tilagaon Eco Village Resort with Private Swimming Pool View - টিলাগাঁও রিসোর্টের প্রাইভেট পুল ভিউ
টিলাগাঁও রিসোর্টের প্রাইভেট পুল ভিউ

রিসোর্টের পরিবেশ

নির্জন সবুজের অরণ্যর মাঝে মাটি এবং কাঠের তৈরি প্রতিটি কটেজ। বানরের বাঁদরামি আর শেয়ালের ডাক এখানটায় খুব অতি সাধারন ব্যাপার। ক্ষেতের টাটকা সবজি-ফল আর মাটির চুলায় রান্না করা দেশি মুরগি আলু ভর্তা ও ডাল দিয়ে ভাত। এখানে রাতের আবহ নিয়ে আসে ঝিঁ ঝিঁ পোকা আর শেয়ালের ডাক।

রিসোর্টে রয়েছে লাভ শেইপের একটি পুকুর। পূর্ণিমায় সেই পুকুরে চাঁদের ছায়া পরে। চাঁদের আলোতে আলোকিত হয় দুরের চা বাগান পর্যন্ত। সে চাঁদের আলোয় ভেসে যেতে বাধ্য যে কেউ। অবাক হয়ে দেখতে হবে বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে ছোট্ট এই টিলাগাঁও ইকো ভিলেজ কি সুন্দর।

রিসোর্ট সুযোগ সুবিধা

রুমঃ প্রতিটি রুম মাটি+কাঠ+ছন দিয়ে দৃষ্টিনন্দন ভাবে তৈরী করা।

রুমে রয়েছে বাশের তৈরী খাট, সোফা, ড্রেসিং টেবিল, টি টেবিল, আলমারি সহ প্রয়োজনীয় সব এমিনিটিজ।

ওয়াশরুমঃ প্রতিটি কটেজে স্ট্যান্ডার্ড ওয়াশরুম (ইংলিশ/হাই কমোড) করা হয়েছে।

রিসোর্টের সুবিধা সমূহ,

  • সুইমিং পুল (কমন) এবং সুইমিং পুল (প্রাইভেট ভিলা)
  • লেক ভিউ ওপেন রেস্টুরেন্ট
  • হ্যামক
  • গাছগাছালিতে ভরপুর টিলা বেষ্টিত খোলামেলা পরিবেশ
  • লাভ শেপের পুকুর ( দারুন সব ছবি তোলা যাবে)
  • মাটির ঘর
  • পাখির কিচির মিচির
  • কাছেই চা বাগান
  • ব্যাকপ্যাকার্স ট্রাভেলার্সদের জন্য তাঁবু সুবিধা

রিসোর্ট ভাড়া | Tilagaon Eco Village Price

রিসোর্টটিতে রয়েছে ৫টি মাটির ঘর, ৪টি এসি ভিলা এবং একটি প্রাইভেট পুল ভিলা।

সাথে আছে একটি কমন সুইমিংপুল এবং একটি লেক ভিউ ওপেন রেস্টুরেন্ট।

প্রতিটি কটেজে ২ জন করে থাকতে পারবে।

অতিরিক্ত ম্যাট্রেস নিলে আরো ২ জন থাকতে পারবে। মানে, এক রুমে ৪ জন।

কটেজের রেগুলার ভাড়া,

মাড হাউজঃ ৫৫০০ টাকা

এসি ভিলাঃ ৭০০০ টাকা

প্রাইভেট পুল ভিলাঃ ১১০০০ টাকা (সর্বোচ্চ ৩জন থাকতে পারবে)

বিভিন্ন সময় ডিসকাউন্ট অফার থাকে। বুকিং করার সময় কোন ডিসকাউন্ট রয়েছে কিনা জেনে নিবেন।

প্রতিটি কটেজের সাথে কমপ্লিমেন্টারি পাবেন,

  • ওয়েলকাম ড্রিংক্স
  • সুইমিংপুল
  • সকালের নাস্তা
  • মিনারেল ওয়াটার

রিসোর্টে খাবার ব্যবস্থা

রিসোর্টের নিজস্ব রান্নাঘর রয়েছে। প্রি-অর্ডারের ভিত্তিতে খাবার পাওয়া যাবে। খাবারে গ্রামীণ স্বাদ রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়ে থাকে।

  • সকালের নাস্তা
    • ভুনা খিচুড়ি, ডিম ভাজি, চাটনি, চা = ১২০ টাকা
    • পরোটা, ডিম ভাজি, সবজি, চা – ৮০ টাকা
  • দুপুরের খাবার
    • সাদা ভাত, বেগুন ভর্তা, আলু ভর্তা, সবজি, ডাল, গরু/খাসি/হাঁসের মাংস = ৩৫০ টাকা
    • সাদা ভাত, বেগুন ভর্তা, আলু ভর্তা, সবজি, ডাল, মুরগী/রুই মাছ/পাবদা মাছ = ৩০০ টাকা
  • রাতের খাবার
    • সাদা ভাত, লাউ চিংড়ি, সবজি, ডাল, মুরগী/গরু/রুই মাছ/পাবদা মাছ = ৩০০ টাকা
    • বারবিকিউ(১/৪), পরোটা(৩ পিস), সবজি/বুটের ডাল, সালাদ, সফট ড্রিংকস = ৩০০ টাকা
  • খাবারের মেন্যু এবং মূল্য পরিবর্তন হতে পারে। বুকিং এর সময় জেনে নিবেন।

বি.দ্র. ছবি, রিসোর্ট সম্পর্কিত তথ্য এবং লেখা টিলাগাঁও ফেসবুক পেজ থেকে সংগৃহীত এবং সম্পাদিত।

আরো পড়ুন

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

Similar Posts