আমার সম্পর্কে

আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ। ২০১৬ সালে বাংলাদেশ ঘুরে দেখার ইচ্ছা জাগে। সেই থেকে যখনই সুযোগ পেয়েছি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছি। কখনো গ্রাম দেখতে, কখনো ফুল/ফলের বাগান দেখতে, কখনো বর্ডার দেখতে, কখনো জমিদার বাড়ি দেখতে, কখনোবা শুধুই নদী দেখতে।

যত দেখছি, ততই নতুন করে নিজেকে আবিষ্কার করছি।

২০১৯ সালে দেশের প্রায় ৫০টি জেলায় পদধূলি দেওয়ার পর মনে হলো এবার ভ্রমণ গল্পগুলো লেখা যাক। তাই এই ব্লগের সূচনা।

২০২২ সালে মনে হলো আমার নিজের ভ্রমণ স্মৃতির পাশাপাশি ভ্রমণ গাইড, হোটেল ও রিসোর্ট এবং বিভিন্ন ভ্রমণ টিপস নিয়েও লেখালেখি করি। এতে করে আরো যেসব ভ্রমণপিপাসু মানুষ রয়েছে তারা উপকৃত হবে।

২০২৩ সাল, আলহামদুলিল্লাহ দেশের ৬৪ জেলায় একবার হলেও যাওয়ার সুযোগ হয়েছে।

ভ্রমণের জয় হোক।