ট্রাভেলারহিমেল ওয়েবসাইটের সূচনা ও লক্ষ্য-উদ্দেশ্য

আমার নাম সামিউল হাসান হিমেল। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। যখনই সুযোগ পেয়েছি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে চলে গিয়েছি। ২০১৬ সালে প্রথম সংকল্প করি বাংলাদেশের সবগুলো (৬৪ জেলা) জেলায় একবার হলেও যাবো। আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৭ বছর পর ২০২৩ সালে সেই ইচ্ছাপূরণ হয়। বাংলাদেশের প্রতিটি জেলায় একবার হলেও যাওয়া হয়।

২০১৯ সালে প্রথম যখন ট্রাভেলারহিমেল ওয়েবসাইটটি তৈরি করি তখন লক্ষ্য ছিলো, আমার দেশ ঘোরার গল্পগুলো এখানে আর্টিকেল আকারে পাবলিশ করবো।

কিন্তু ঘুরতে গিয়ে আবিষ্কার করি বাংলাদেশ ভ্রমণ নিয়ে বিভিন্ন তথ্য কোথাও গোছানো নেই। প্রতিটি জেলা ঘুরতে যাওয়ার পূর্বে দীর্ঘ সময় ব্যয় হতো সেই জেলা সম্পর্কে তথ্য বের করতে। তারপরও দেখা যেত, সম্পূর্ণ তথ্য পেতাম না। তথ্যের এই অপ্রতুলতা দূর করার জন্য সাইটে “ভ্রমণের স্মৃতিকথার” পাশাপাশি ভ্রমণ গাইড, ভ্রমণ তথ্য এসব নিয়েও লেখা শুরু করি।

যেকোন জায়গায় যাওয়ার পূর্বে আমার লেখা যেকোন ট্রাভেল গাইড পড়লে সে জায়গা সম্পর্কে ৯০% তথ্য জানা হয়ে যাবে।

বর্তমানে ট্রাভেলারহিমেল ওয়েবসাইটটি ভ্রমণপ্রিয় মানুষের বাংলাদেশ ভ্রমণ বা বিদেশ ভ্রমণ-কে তথ্য দিয়ে আরো সহজ করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।