লালবাগ কেল্লা ভ্রমণ গাইড
লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত। প্রথমে কেল্লার নাম ছিলো আওরঙ্গবাদ দূর্গ বা আওরঙ্গবাদ কেল্লা। পরিবর্তিতে নাম পরিবর্তন হয়ে লালবাগ কেল্লা নামে পরিচিত হয়। চলুন জেনে নেওয়া যাক লালবাগ কেল্লা সম্পর্কে বিস্তারিত সব তথ্য।
ইতিহাস
১৬৭৮ সালে সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ শাহজাদা আজম লালবাগ কেল্লা নিমার্ণ শুরু করেন। কিন্তু কেল্লার কাজ সমাপ্ত হওয়ার পূর্বেই তিনি দিল্লি চলে যান। পরবর্তীতে সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় কেল্লা নির্মান শুরু করেন। ১৬৮৪ সালে শায়েস্তা খাঁ’র কন্ন্যা ইরান দুখত রাহমাত বানুর যিনি পরী বিবি নামে পরিচিত মৃত্যু ঘটলে ১৬৮৪ খ্রিষ্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।
অবস্থান
পুরান ঢাকার লালবাগে লালবাগ কেল্লা অবস্থিত।
লালবাগ কেল্লা সময়সূচি
লালবাগ কেল্লার পরিদর্শনের সময় বছরে দুইবার পরিবর্তিত হয়। গ্রীষ্মকাল ও শীতকালে।
এছাড়া লালবাগ কেল্লা রবিবার বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। এছাড়া সরকারি বিশেষ ছুটির দিনগুলোতে কেল্লা বন্ধ থাকে।
এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস (গ্রীষ্মকাল)
- রবিবার – সাপ্তাহিক বন্ধ
- সোমবার – দুপুর ২ঃ৩০ থেকে বিকেল ৬ টা পর্যন্ত
- শুক্রবার – সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা (দুপুর ১২ঃ৩০ থেকে ২টা পর্যন্ত বন্ধ থাকে)
- সপ্তাহের অন্যান্য দিন – সকাল ১০টা থেকে বিকেল ৬ টা (দুপুর ১ঃ০০ থেকে ১ঃ৩০ পর্যন্ত বন্ধ থাকে)
অক্টোবর থেকে মার্চ (শীতকাল)
- রবিবার – সাপ্তাহিক বন্ধ
- সোমবার – দুপুর ২ঃ৩০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত
- শুক্রবার – সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা (দুপুর ১২ঃ৩০ থেকে ২টা পর্যন্ত বন্ধ থাকে)
- সপ্তাহের অন্যান্য দিন – সকাল ৯টা থেকে বিকেল ৫ টা (মাঝে দুপুর ১ঃ০০ থেকে ১ঃ৩০ পর্যন্ত বন্ধ থাকে)
প্রবেশমূল্য
লালবাগ কেল্লা প্রবেশের টিকেট মূল্য,
- বড়দের জন্য ২০ টাকা
- বিদেশী দর্শনার্থীদের জন্য ২০০ টাকা
- ৫ বছরের নিচের বাচ্চাদের কোন টিকেট প্রয়োজন নেই
লালবাগ কেল্লা যাওয়ার উপায়
ঢাকার যেকোন স্থান থেকে লালবাগ কেল্লা যাওয়া যায়। এখানে কয়েকটি রুট উল্লেখ করে দেওয়া হলো।
রুট-১ঃ ঢাকার যেকোন স্থান থেকে প্রথমে গুলিস্তান গোলাপ শাহ মাজার। সেখান থেকে লেগুনা বা রিকশায় চড়ে লালবাগ কেল্লা।
রুট-২ঃ ঢাকার যেকোন জায়গা থেকে নিউমার্কেট, নীলক্ষেত, শাহবাগ, টিএসসি অথবা আজিমপুর এসে সেখান থেকে রিকশায় লালবাগ কেল্লা।
রুট-৩ঃ সদরঘাট থেকে বাবুবাজার ব্রিজ হয়ে লালবাগ কেল্লা।
এছাড়া ঢাকার যেকোন জায়গা থেকে সিএনজি রিজার্ভ করে সরাসরি লালবাগ কেল্লা যাওয়া যাবে।
কি কি দেখার আছে
- জাদুঘর
- দেওয়ান-ই-আম
- পরীবিবির সমাধি
- বাগান
Image by Hasan Chandan
আরো পড়ুন