সেন্টমার্টিন জাহাজ ভাড়া ও টিকেট বুকিং [সব তথ্য] (২০২৩)

সেন্টমার্টিন জাহাজ ভাড়া নিয়ে সবার মধ্যেই অনেক প্রশ্ন থাকে। এই পোস্টে সেন্টমার্টিনগামী সকল জাহাজের বিস্তারিত তথ্য দেওয়া থাকবে।

সেন্টমার্টিনের জাহাজ সম্পর্কিত কমন সব প্রশ্নের উত্তর

টেকনাফ থেকে সেন্টমার্টিনের জাহাজ চলাচল শুরু হয় কবে থেকে?

১৩ জানুয়ারি, ২০২৩ থেকে টেকনাফ থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে।

টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ ভাড়া?

টেকনাফ থেকে সুকান্ত বাবু জাহাজে সর্বনিম্ন ভাড়া ১০০০ টাকা। আরো জাহাজের ভাড়া জানতে পুরো পোস্টটি পড়ুন।

চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন জাহাজ ভাড়া?

সর্বনিম্ন ভাড়া ৪৫০০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৪৫,০০০ টাকা। (আসা-যাওয়া)

কক্সবাজার থেকে সেন্টমার্টিন জাহাজ ভাড়া?

সর্বনিম্ন ভাড়া ৩০০০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ২২,০০০ টাকা। (আসা-যাওয়া)

টেকনাফ থেকে জাহাজ ছাড়ে কখন?

জাহাজ টেকনাফ ঘাট থেকে সকাল ৯টায় ছাড়ে।

সেন্টমার্টিন থেকে টেকনাফের জাহাজ কখন ছাড়ে?

বিকাল ৩টায়।

কক্সবাজার থেকে কর্ণফুলী জাহাজ কখন ছাড়ে?

জোয়ার-ভাটার উপর নির্ভর করে ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে।

সেন্টমার্টিন থেকে কর্ণফুলী জাহাজ কখন ছাড়ে?

জোয়ার-ভাটার উপর নির্ভর করে বিকাল ৩.৩০টা থেকে সকাল ৫টার মধ্যে।

আসা-যাওয়ার জন্য কি আলাদা টিকেট কাটতে হয়?

জাহাজের টিকেট আপ-ডাউন একসাথে হিসেব করে দেওয়া হয়। আলাদা করে কাটতে হয় না। আপনি যাওয়ার দিন, কবে আসবে জানিয়ে দিলে আপনার জন্য সিট বরাদ্দ থাকবে। তবে আপনি চাইলে অন্যদিনও আসতে পারবেন কিন্তু সেক্ষেত্রে বসার সিট পাবেন কিনা তার নিশ্চয়তা থাকে না।

জাহাজে সিট না পেলে কি করবো?

টেকনাফের জাহাজে সিট না পেলেও দাঁড়িয়ে যাওয়া যায়।

টেকনাফ থেকে জাহাজ মিস হয়ে গেলে কি করবো?

টেকনাফ থেকে জাহাজ না পেলে ট্রলারে করে সেন্টমার্টিন যাওয়া যায়। তবে পানিভীতি থাকলে ট্রলারে ভ্রমণ না করাই উত্তম। ট্রলারের দুলনিতে সমস্যা হতে পারে।

এক নজরে সব জাহাজের ভাড়া

জাহাজের নামনিচতলাদোতলাবিজনেস ক্লাস
কেয়ারী সিন্দাবাদ১১০০ টাকা১২৫০ টাকা১৩৫০ টাকা
কেয়ারী ক্রুজ এন্ড ডাইন১৪০০ টাকা১৬০০ টাকা২০০০ টাকা
এম ভি পারিজাত১২০০ টাকা১৫০০ টাকা১৭০০ টাকা
এমভি রাজহংস১৫০০ টাকা১৭০০ টাকা৩০০০ টাকা (কেবিন)
আটলান্টিক ক্রুজ১৩০০ টাকা১৪০০/১৬০০/১৮০০২০০০ টাকা
এস টি সুকান্ত বাবু১০০০ টাকা১১০০ টাকা৩০০০ টাকা (কেবিন)
এম ভি বে ক্রুজার ১৪০০ টাকা১৫০০ টাকা১৮০০ টাকা
গ্রীণ লাইন (এসি)
এম ভি ফারহান ২ –– 
কর্ণফুলী এক্সপ্রেস৩০০০ – ২২,০০০ টাকা –– 
এমভি বার আউলিয়া৩০০০-২২,০০০ টাকা
বে-ওয়ান৪৫০০ – ৪৫,০০০ টাকা –– 

শীপ টিকেটের জন্য নক করুন

জাহাজের সময়সূচী

জাহাজের নামসেন্টমার্টিনের উদ্দেশ্যে ছাড়বেসেন্টমার্টিন থেকে ছাড়বে
কর্ণফুলী এক্সপ্রেস (কক্সবাজার)ভোর ৫টা থেকে ১০টার মধ্যে (জোয়ার-ভাটার উপর নির্ভরশীল)বিকাল ৩টা থেকে ৪.৩০টার মধ্যে
এম ভি বে ওয়ান (চট্টগ্রাম)রাত ১০টাসকাল ৭/৮টা

আরো পড়ুনঃ সেন্টমার্টিন ভ্রমণ গাইড – খরচ, থাকা, খাওয়া, যাতায়াত বিস্তারিত (২০২৩)

কক্সবাজার থেকে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ

কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডাব্লিউ জেটি ঘাট (এয়ারপোর্ট রোড) থেকে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জোয়ার-ভাটার উপর নির্ভর করে জাহাজ সাধারনত ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে ছাড়ে। সময়ের ব্যাপারে তাই আগে থেকে জেনে নিবেন। এছাড়াও সময় পরিবর্তিত হলে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে জানানো হয়ে থাকে।

সেন্টমার্টিন থেকে ফেরার সময় কক্সবাজার পৌঁছাতে রাত ১১/১২টা বাজতে পারে। সেজন্য একইদিনে বাসে উঠলে রাতের শেষ বাসের টিকেট করা উত্তম।

কর্ণফুলী এক্সপ্রেস ভাড়া

সিটের নামমূল্য (ওয়ান-ওয়ে)মূল্য (আপ-ডাউন)
ইকোনমি ক্লাস চেয়ার
(ল্যাভেন্ডার/মেরিগ্লোড) (Lavender/Marigold)
১৬০০/-৩০০০/-
ওপেন ডেক চেয়ার (Open Deck Chair)১৯০০/-৩৭০০/-
বিজনেস ক্লাস চেয়ার
(গ্লাডিওলাস) (Gladiolus)
২১০০/-৪০০০/-
লিলাক লাউঞ্জ ( Lilac Lounge)২১০০/-৪০০০/-
ভিআইপি/ক্রিসান্থেমাম লাউঞ্জ (Chrysanthemum Lounge)২৩০০/-৪৫০০/-
সিঙ্গেল কেবিন (Single Cabin) (১ জন, One Person)৪০০০/-৭৫০০/-
টুইন কেবিন (Twin Cabin) (২ জন, Two Person)৬৫০০/-১২,০০০/-
ভিআইপি কেবিন (VIP Cabin) (২জন, Two Person)১০,০০০/-১৮,০০০/-
ভিভিআইপি কেবিন (VVIP Cabin) (২ জন, Two Person)১২,০০০/-২২,০০০/-

শীপ টিকেটের জন্য নক করুন

জাহাজের বিবরন

এমভি কর্ণফুলি এক্সপ্রেস সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল ক্রুজ জাহাজ।

জাহাজটিতে বিলাসবহুল কক্ষ, জমকালো সুযোগ-সুবিধা, ছাদে পার্টি স্পেস, বিভিন্ন ক্যাটাগরির বসার ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

জাহাজটির ধারন ক্ষমতা ৬০০ এর অধিক। জাহাজটি ঘন্টায় ১২ নটিক্যাল মাইল বেগে ছুটতে পারে।

জাহাজটিতে রয়েছে ১৭টি কেবিন/ভিআইপি কেবিন এবং ৩ ক্যাটাগরির ৫০০ আসন ব্যবস্থা।

জাহাজের অন্যান্য সুবিধাসমূহ,

  • নামাজের স্থান
  • রেস্টুরেন্ট
  • প্রজেক্টর
  • রুফটপ পার্টি স্পেস
  • কর্পোরেট অনুষ্ঠান আয়োজনের সুবিধা

প্রয়োজনীয় তথ্য

  • ৫ বছরের কম বয়সী বাচ্চাদের টিকেট ফ্রি। ৫+ বয়সী বাচ্চাদের জন্য পূর্ণ টিকেট নিতে হবে।
  • সিঙ্গেল কেবিন ছাড়া অন্যান্য কেবিনে ২ জন থাকতে পারবেন। ২ জনের বেশি হলে জনপ্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে।
  • ভ্রমণ সময়ের ২৪ ঘন্টার মধ্যে টিকেট বাতিল বা ফেরত প্রদান করা যাবে না।

এম.ভি বার আউলিয়া জাহাজ

এমভি বারো আউলিয়া জাহাজ

এম.ভি বারো আউলিয়া জাহাজটি কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে সম্প্রতি চলাচল করা শুরু করেছে।

ডেকের নামসিট ক্যাটাগরিমূল্য (ওয়ান-ওয়ে)মূল্য (রিটার্ন)মূল্য (আপ-ডাউন)
সান ডেকভিভিআইপি কেবিন (এটাচ ওয়াশরুম, ১ম তলা-পিছনে)১২,০০০/-১০,০০০/-২২,০০০/-
ভিআইপি কেবিন (কমন ওয়াশরুম, ১ম তলা-পিছনে)৯০০০/-৮০০০/-১৭,০০০/-
সিট (১ম তলা-সামনে)১৮০০/-১৭০০/-৩৫০০/-
মোজারাত লাউঞ্জডিলাক্স কেবিন (কমন ওয়াশরুম, ২য় তলা-মাঝখানে)৫৫০০/-৫০০০/-১০,৫০০/-
মোজারাত চেয়ার (২য় তলা-মাঝখানে)১৬০০/-১৪০০/-৩০০০/-
বাঙ্কার বেড (২ জন) (২য় তলা-সামনে)৪৫০০/-৩৫০০/-৮০০০/-
ফ্যামিলি বাঙ্কার কেবিনবাঙ্কার বেড (৪ জন) (কমন ওয়াশরুম, ২য় তলা-সামনে) ৮০০০/-৬০০০/-১৪,০০০/-
মেইন ডেকমেইন ডেক (৩য় তলা-সামনে)১৭০০/-১৫০০/-৩২০০/-
প্যানারোমাবিজনেস চেয়ার (৩য় তলা-মাঝখানে)১৭০০/-১৫০০/-৩২০০/-
রিভেরাবিজনেস চেয়ার (৩য় তলা-পিছনে)১৭০০/-১৫০০/-৩২০০/-

শীপ টিকেটের জন্য নক করুন

জাহাজের বিবরণ

কক্সবাজার থেকে কর্নফুলী ক্রুজ লাইনের তত্ত্বাবধানে জাহাজটি চলাচল শুরু করছে।

জাহাজটি সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রিত। জাহাজে ২৫টি কেবিন রয়েছে। এছাড়া তৃতীয় ও দ্বিতীয় শ্রেণির পাশাপাশি ৮০০টি আসন রয়েছে।

২০০২ সালে এমভি বার আউলিয়া জাহাজটি চীন থেকে আমদানি করা হয়েছিলো।

টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ

  • কেয়ারী সিন্দাবাদ
  • কেয়ারী ক্রুজ এন্ড ডাইন
  • এম ভি পারিজাত
  • এম ভি রাজহংস
  • এস টি সুকান্ত বাবু
  • এম ভি বে ক্রুজার

সেন্টমার্টিন ট্যুর প্যাকেজের জন্য এই পোস্টটি পড়ুন

টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ সময়সূচি

টেকনাফ-সেন্টমার্টিন-টেকনাফ রুটে প্রতিদিন কেয়ারী সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ এন্ড ডাইন, এম ভি পারিজাত, এম ভি রাজহংস, এস টি সুকান্ত বাবু, এম ভি বে ক্রুজ জাহাজ চলাচল করবে।

  • টেকনাফ থেকে প্রতিদিন সকাল ৯টায় জাহাজ ছেড়ে যায়। শুধু বে ক্রুজ ১০টায় ছাড়ে।
  • সেন্টমার্টিন থেকে ফিরে আসার সময় বিকেল ৩টায় ছাড়ে।

টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ ভাড়া ২০২৩

  • কেয়ারি সিন্দবাদ জাহাজ ভাড়া মেইন ডেক ১১০০ টাকা, ওপেন ডেক ১২৫০ টাকা, ব্রিজ ডেক ১৩৫০ টাকা
  • কেয়ারি ক্রুজ এন্ড ডাইন জাহাজ ভাড়া এক্সক্লুসিভ লাউঞ্জ ১৪০০ টাকা, কোরাল লাউঞ্জ ১৬০০ টাকা, পার্ল লাউঞ্জ ২০০০ টাকা
  • আটলান্টিক ক্রুজ জাহাজ ভাড়া মেইন ডেক ১৩০০ টাকা, ওপেন ডেক ১৪০০ টাকা, রয়েল লাউঞ্জ ১৬০০ টাকা, লাক্সারি ১৮০০ টাকা, সুপার লাক্সারি ২০০০ টাকা
  • এস টি শহীদ সুকান্ত বাবু জাহাজ ভাড়া মেইন ডেক ১০০০ টাকা, ওপেন ডেক ১১০০ টাকা, কেবিন ৩০০০ টাকা
  • এম ভি বে ক্রুজ জাহাজ ভাড়া রজনীগন্ধা ১৪০০ টাকা, হাসনাহেনা ১৫০০ টাকা, কৃষ্ণচুড়া ১৮০০ টাকা
  • এম.ভি পারিজাত জাহাজ ভাড়া মেইন ডেক ১২০০ টাকা, ওপেন ডেক ১৫০০ টাকা, বিজনেস ক্লাস ১৭০০ টাকা, কেবিন ৩,০০০ টাকা
  • এম.ভি রাজহংস জাহাজ ভাড়া বিজনেস ক্লাস ১৫০০ টাকা, ১৭০০ টাকা, কেবিন ৩০০০ টাকা
  • শিশু পলিসিঃ চার বছর পর্যন্ত বাচ্চারা ফ্রি যেতে পারবে। ৫ বছর বয়স হলে ফুল টিকেট কাটতে হবে।

কেয়ারি সিন্দাবাদ

কেয়ারি সিন্দবাদ জাহাজ

টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কেয়ারী সিন্দাবাদ জাহাজ (Keari Sindabad)। নন-এসটি জাহাজটির ভাড়া অন্য জাহাজের থেকে সবচেয়ে কম। এই জাহাজের ওপেন ডেক সবার পছন্দের। এই জাহাজের আসন সংখ্যা ৩৪৬টি। জাহাজে ক্যান্টিন রয়েছে।

আমার ব্যক্তিগত পছন্দের জাহাজ। এই জাহাজের ওপেন ডেকে সিট পেলে আমি এটাতেই যাই।

সিটের নামমূল্য (আপ-ডাউন)মূল্য (শুধু যাওয়া)মূল্য (শুধু আসা)অবস্থান
মেইন ডেক১১০০ টাকা৬০০ টাকা৫০০ টাকানিচতলা
ওপেন ডেক১২৫০ টাকা৬৭৫ টাকা৫৭৫ টাকাদোতলা
ব্রিজ ডেক১৩৫০ টাকা৭২৫ টাকা৬২৫ টাকাদোতলা

শীপ টিকেটের জন্য নক করুন

কেয়ারি ক্রুজ এন্ড ডাইন

কেয়ারি ক্রুজ এন্ড ডাইন জাহাজ

কেয়ারি ক্রুজ এন্ড ডাইন জাহাজ (Keari Cruise and Dine) সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।

সিটের নামমূল্য (আপ-ডাউন)মূল্য (শুধু যাওয়া)মূল্য (শুধু আসা)অবস্থান
মেইন ডেক (এক্সক্লুসিভ লাউঞ্জ)১৪০০ টাকা৭৫০ টাকা৬৫০ টাকানিচতলা
ওপেন ডেক (কোরাল লাউঞ্জ)১৬০০ টাকা৮৫০ টাকা৭৫০ টাকাদোতলা
ব্রিজ ডেক (পার্ল লাউঞ্জ)২০০০ টাকা১০৫০ টাকা৯৫০ টাকাদোতলা

শীপ টিকেটের জন্য নক করুন

এম ভি পারিজাত

এমভি পারিজাত জাহাজ

পারিজাত জাহাজটি বে-অব-বেঙ্গল ট্যুরিমজের পরিচালনাধীন একটি জাহাজ।

সিটের নামমূল্য (আপ-ডাউন)অবস্থান
মেইন ডেক১২০০ টাকানিচতলা
ওপেন ডেক১৫০০ টাকাদোতলা
বিজনেস ক্লাস১৭০০ টাকাদোতলা
কেবিন৩০০০ টাকাদোতলা

শীপ টিকেটের জন্য নক করুন

এম ভি রাজহংস

এমভি রাজহংস জাহাজ

সিটের নামমূল্য (আপ-ডাউন)
বিজনেস ক্লাস১৫০০ টাকা
ভিআইপি১৭০০ টাকা
কেবিন৩০০০ টাকা

শীপ টিকেটের জন্য নক করুন

দ্যা আটলান্টিক ক্রুজ (পূর্বনাম এল সি টি কুতুবদিয়া)

টেকনাফ-সেন্টমার্টিন রুটের সবচেয়ে বড় জাহাজ দ্যা আটলান্টিক ক্রজ (The Atlantic Cruise)। জাহাজটিতে এসি এবং নন-এসি দুই ধরনের সিটের ব্যবস্থা রয়েছে।

আটলান্টিক ক্রুজ জাহাজ
সিটের নামমূল্য (আপ-ডাউন)অবস্থান
মেইন ডেক১৩০০ টাকানিচতলা
ওপেন ডেক১৪০০ টাকাদোতলা
রয়েল লাউঞ্জ১৬০০ টাকাদোতলা
লাক্সারি১৮০০ টাকাদোতলা
সুপার লাক্সারি২০০০ টাকাদোতলা

শীপ টিকেটের জন্য নক করুন

এম ভি ফারহান

এমভি ফারহান জাহাজ
সিটের নামমূল্য (আপ-ডাউন)অবস্থান
ইকোনমিনিচতলা
বিজনেসদোতলা

এস.টি শহীদ সুকান্ত বাবু

এসটি সুকান্ত বাবু জাহাজ

Farhan Express Tourism পরিচালনাধীন সুকান্ত বাবু (ST Sukanto Babu) জাহাজ আকারে অন্যান্য জাহাজের চেয়ে তুলনামূলকভাবে ছোট।

সিটের নামমূল্য (আপ-ডাউন)অবস্থান
মেইন ডেক১০০০ টাকানিচতলা
ওপেন ডেক১১০০ টাকাদোতলা
কেবিন৩০০০ টাকাদোতলা

শীপ টিকেটের জন্য নক করুন

বে ক্রুজ

এমভি বেক্রুজ জাহাজ

টেকনাফ-সেন্টমার্টিন রুটের জাহাজগুলোর মধ্যে দ্রুতগামীর জাহাজ হচ্ছে এমভি বে ক্রুজ জাহাজ (MV Bay Cruiser-1)। জাহাজটি সম্পূর্ণরুপে শীতাতপ নিয়ন্ত্রিত।

সিটের নামমূল্য (আপ-ডাউন)অবস্থান
রজনীগন্ধা১৪০০ টাকানিচতলা (মাঝখান থেকে পেছনের অংশ)
হাসনাহেনা১৫০০ টাকানিচতলা (মাঝখান থেকে সামনের অংশ)
কৃষ্ণচূড়া১৮০০ টাকাদোতলা

শীপ টিকেটের জন্য নক করুন

গ্রিন লাইন

এমভি গ্রীন লাইন জাহাজ

গ্রিন লাইন (Green Line) পরিবহনের জাহাজ এটি। বে ক্রুজের মত এই জাহাজটিও দ্রুত চলে। সম্পূর্ণ জাহাজটি শীতাতপ নিয়ন্ত্রিত।

সিটের নামমূল্য (আপ-ডাউন)অবস্থান
ইকোনমিনিচতলা
বিজনেসদোতলা

বুকিং ঠিকানা

গ্রীন লাইন জাহাজের টিকেট যেকোন গ্রীন লাইনের কাউন্টার থেকে নিতে পারবেন।

ঢাকা অফিস
Rajarbagh
9/2 Outer Circular Road,
Momenbagh, Rajarbagh.
+880-2-8315380
+880-2-9339623
+880-2-8331302

Kallayanpur – 1
4 South Kallayanpur,
Sohrab Petrol Pump
+880-2-9008694
+88-01730060080

Kallayanpur – 2
9 South Kallayanpur,
Khaleq Petrol Pump.
+880-2-8032957

Kalabagan
69 Sheikh Rasel Square, Kalabagan, Panthapath.
+880-2-9133145
+88-01730060006
+880-2-9112287

Arambagh
167/1 Eden Complex, Arambagh, Motijheel.
+880-2-7192301
+88-01730060009

Fakirapool
12 Fakirapool, Hotel Estern.
+880-2-7191900

Sayedabad
35/9 Brammanchiran, Golapbagh
+8804478660011

Uttara
House # 4, Road #12, Sector #6,
House Building
+88-01970060075

Badda
Kha/195, Middle Badda
Opposite of Lion Eye Hospital, Gulshan.
+88-01970060074

NADDA
Abid Ali Market, Opposite of Jamuna Future Park
Nadda, Gulshan.
+88-04478660021

চট্টগ্রাম থেকে বে-ওয়ান জাহাজ ভাড়া

এম ভি বে ওয়ান জাহাজ

বে-ওয়ান (Bay One) জাহাজ চট্টগ্রামের ওয়াটার বাস টার্মিনাল পতেঙ্গা ১৫ নাম্বার ঘাট থেকে ছেড়ে যায়।

জাহাজ সময়সূচি

  • চট্টগ্রাম থেকে ছাড়বে রাত ১০ টায়। সেন্টমার্টিন পৌঁছাবে পরদিন সকাল ৭/৮ টায়।
  • সেন্টমার্টিন থেকে ছাড়বে সকাল ৯ টায়। চট্টগ্রাম পৌঁছাবে রাত ৭/৮ টায়।

টিকেটের মূল্য তালিকা

সিটের নামমূল্য (আপ-ডাউন)মুল্য (ওয়ান ওয়ে)
ইকনোমি ক্লাস চেয়ার
ডেক ই এবং এফ
২য় এবং ৩য় তলা
৪৫০০/-২৫০০/-
বিজনেস ক্লাস চেয়ার
ডেক ডি
৪র্থ তলা
৬০০০/-৩৩০০/-
ওপেন ডেক চেয়ার
ডেক এ
৭ম তলা
৬৩০০/-৩৫০০/-
বাঙ্কার বেড (১জন)
ডেক বি
৫ম তলা
৬৫০০/-৩৭০০/-
ভিআইপি প্রেসিডেন্সিয়াল সুইট(২জন)
ডেক বি
৬ষ্ঠ তলা
৩২,০০০/-১৭,৫০০/-
রয়্যাল সুইট (২জন)
ডেক এ
৭ম তলা
৩৪,০০০/-১৯,০০০/-
ভিভিআইপি কেবিন (২জন)
ডেক এ
৭ম তলা
৪০,০০০/-২২,০০০/-
ফ্যামিলি বাংকার বেড (৪জন)
ডেক এ
৭ম তলা
৩০,০০০/-১৬,০০০/-
ভিআইপি প্রেসিন্ডেন্সিয়াল প্লাস(৪জন)
ডেক বি
৬ষ্ঠ তলা
৪০,০০০/-২২,০০০/-
দ্যা এম্পেরর’স কেবিন (২জন)
ডেক এ
৭ম তলা
৪৫,০০০/-২৫,০০০/-

শীপ টিকেটের জন্য নক করুন

জাহাজের বিবরন

পাঁচ তারকা মানের বে-ওয়ান জাহাজটির পূর্ব নাম ছিল “সালভিয়া মারু।” বাংলাদেশে আসার পর এর নাম পরিবর্তন করে রাখা হয় “ক্রুজ শিপ বে ওয়ান।” কেবিন এবং বিভিন্ন ক্যাটাগরির আসন সহ জাহাজটিতে প্রায় ২০০০ বসার ব্যবস্থা রয়েছে।

জাপানের কোবেইতে অবস্থিত মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ বে ওয়ান ক্রুজ জাহাজ তৈরি করেছে।

এটি সর্বোচ্চ ২৪ নটিক্যাল মাইল প্রতি ঘন্টা এবং গড়ে ১৬.১ নটিক্যাল মাইল প্রতি ঘন্টার গতি অর্জন করতে পারে। তবে এই জাহাজটি বাংলাদেশের উপকূলীয় সমুদ্র-তীরবর্তী রুট ধরে ঘণ্টায় ১৮ থেকে ২০ নটিক্যাল মাইল বেগে চলাচল করবে।

জাহাজটির সুযোগ-সুবিধা সমূহ

  • প্রেসিডেন্সিয়াল সুইট
  • বাংকার বেড কেবিন
  • টুইন বেড কেবিন
  • সুইমিংপুল
  • কনফারেন্স হল
  • আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট

প্রয়োজনীয় তথ্য

  • ৫ বছরের নিচের বাচ্চাদের জন্য টিকেট লাগবে না।
  • কেবিনে ২ জনের বেশি যাত্রী হলে অতিরিক্ত যাত্রীদের জন্য আলাদা টিকেট কাটতে হবে।

ট্রলারে সেন্টমার্টিন যাওয়ার উপায়

টেকনাফ থেকে সকালের জাহাজ মিস করলে ট্রলারে করেও সেন্টমার্টিন যাওয়া যায়। টেকনাফ শহরের লামার বাজার ঘাট থেকে জোয়ারের সময় বড় ট্রলার ছেড়ে যায়। জোয়ারের সময় নিয়মিত পরিবর্তন হয়। সকাল ৯টা থেকে ১টার মধ্যে। টেকনাফ নেমে প্রথমে ট্রলার ছাড়ার সময় জেনে নিতে হবে। ট্রলার ভাড়া জনপ্রতি ২২০-৩৫০ টাকার মধ্যে থাকে।

অতি সাহসী না হলে ট্রলারে ভ্রমণ করা উচিত নয়। সমুদ্রের ঢেউয়ের কারনে ট্রলারে অনেক দুলনির সৃষ্টি হয় এতে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারে। পরিবার নিয়ে ট্রলারে ভ্রমণ না করাই শ্রেয়।

আরো পড়ুনঃ সেন্টমার্টিন সেরা রিসোর্ট

Spread the love