তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সময়

বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga) যার উচ্চতা ৮৫৮৬ মিটার। ভারতের সিকিম রাজ্য এবং নেপাল জুড়ে এই পর্বতমালা অবস্থিত। খালি চোখে এই পর্বতমালার দেখা মিলে বাংলাদেশের উত্তরের কয়েকটি জেলা থেকে। এরমধ্যে সবচেয়ে ভালোভাবে দেখা যায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থেকে। তেঁতুলিয়া থেকে এর দূরত্ব মাত্র ১৬০ কিলোমিটার।

তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সময়

অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আকাশ মেঘহীন ও কুয়াশামুক্ত থাকলে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তেঁতুলিয়া ছাড়া পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীর বিভিন্ন স্থান থেকেও খালি চোখে দেখা মিলে বরফের চাদরে মোড়ানো কাঞ্চনজঙ্ঘা।

তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সময়

যাওয়ার উপায় (Kanchenjunga from Bangladesh)

কাঞ্চনজঙ্ঘা কয়েকটি জেলা থেকে দেখা গেলেও এরমধ্যে তেঁতুলিয়া সবচেয়ে বেশি জনপ্রিয়। এখানে তাই তেঁতুলিয়া যাওয়ার উপায় বর্ণনা করা হলো।

বাস

ঢাকা থেকে সরাসরি তেঁতুলিয়া যাওয়ার দুটি বাস রয়েছে হানিফ ও বাবুল পরিবহন। নন-এসি বাস ভাড়া ১১৫০ টাকা। নিউ ঢাকা এক্সপ্রেস বাস বাংলাবান্ধা যায়। নন-এসি ভাড়া ৮৫০ টাকা।

এছাড়া পঞ্চগড় হয়ে তেঁতুলিয়া যাওয়া যায়। পঞ্চগড় যাওয়ার নন-এসি বাস ভাড়া ১০০০-১১০০ টাকা। এসি বাস ভাড়া ১৩০০-১৯০০ টাকা। এই রুটে শ্যামলী, হানিফ, নাবিল সহ বিভিন্ন পরিবহন ঢাকার গাবতলী, সায়েদাবাদ, আবদুল্লাহপুর থেকে ছেড়ে যায়।

ট্রেন

ঢাকা থেকে পঞ্চগড় ট্রেনে যাওয়া যায়। অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় রেলস্টেশনের নাম B Sirajul Islam নির্বাচন করতে হবে। এই রুটে তিনটি ট্রেন চলে,

  • একতা এক্সপ্রেস
  • দ্রুতযান এক্সপ্রেস
  • পঞ্চগড় এক্সপ্রেস

৩টি ট্রেনই প্রতিদিন চলে এবং ভাড়া একই। ট্রেনের ভাড়া; শোভন চেয়ার ৫৫০ টাকা, স্নিগ্ধা ১০৫৩ টাকা, এসি সিট ১২৬০ টাকা (কেবিন, দিনের বেলা), এসি বার্থ ১৮৯২ টাকা (কেবিন, রাতের বেলা)।

পঞ্চগড় থেকে তেঁতুলিয়া

ঢাকা ছাড়াও দেশের যেকোন স্থান থেকে প্রথমে পঞ্চগড় এসে সেখান থেকে তেঁতুলিয়া যেতে পারেন।

পঞ্চগড় থেকে সারাদিন তেঁতুলিয়া যাওয়ার লোকাল বাস পাওয়া যায়। ভাড়া ৫০ থেকে ৬০ টাকা। এছাড়া পঞ্চগড় রেলস্টেশন এবং চৌরঙ্গী মোড় থেকে প্রাইভেট কার এবং মাইক্রো রিজার্ভ করা যায়। সারাদিনের জন্য ভাড়া নিবে ২০০০ থেকে ৩৫০০ টাকা।

বি.দ্র. ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে। যাওয়ার পূর্বে বর্তমান ভাড়া জেনে নিবেন।

থাকার ব্যবস্থা

তেঁতুলিয়া ডাকবাংলোয় থাকা যায়। এজন্য তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে অনুমতি গ্রহণ করতে হবে। রুম ভাড়া ৮০০ টাকা।

বন বিভাগের রেস্ট হাউজ অথবা বাংলাবান্ধা স্থলবন্দরে জেলা পরিষদের ডাকবাংলাতেও অনুমতি গ্রহণ সাপেক্ষে রাত্রিযাপন করা যায়। অনুমতি নিতে হবে তেঁতুলিয়া বন বিভাগ বা জেলা সদর থেকে।

ইকো মহানন্দা কটেজ। এখানে ১৫০০ থেকে ৫০০০ টাকায় নন-এসি, এসি বিভিন্ন ক্যাটাগরির রুম পেয়ে যাবেন। বন্ধু-বান্ধব কিংবা পরিবার নিয়ে থাকার জন্য কটেজটি বেশ ভালো। বিশালাকার, পরিচ্ছন ও পরিপাটি রুম। বুকিং করতে ক্লিক করুন নিচের ওয়াটসএপ বাটনে।

সরকারি আবাসন ছাড়া তেঁতুলিয়ায় কাজী ব্রাদার্স ও সীমান্ত পাড় আবাসিক হোটেল রয়েছে। নন-এসি ও এসি রুম ভাড়া ৫০০ থেকে ১৫০০ এর মধ্যে।  

পঞ্চগড়েও বেশ কয়েকটি মধ্যম মানের আবাসিক হোটেল রয়েছে। যেগুলো নন এসি ৫০০-৮০০ টাকা, এসি ১০০০-১৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

আরো যা যা দেখতে পারেন

আকাশ পরিষ্কার থাকার উপর কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে কিনা নির্ভর করছে। তেঁতুলিয়ায় গিয়ে কাঞ্চনজঙ্ঘার দেখা না মিললেও আরো যেসব জায়গা ঘুরে দেখতে পারেন।

  • বাংলাবান্ধা জিরো পয়েন্ট
  • মহানন্দা নদী
  • সমতল চা বাগান
  • মির্জাপুর শাহী জামে মসজিদ
  • রকস মিউজিয়াম

ভ্রমণ প্ল্যান

ঢাকা থেকে রাতের বাসে বা ট্রেনে পঞ্চগড় গিয়ে সারাদিনে ঘুরে আবার সেদিন রাতের বাস বা ট্রেনে করে ঢাকা ফিরে আসা যায়। তবে চাইলে এক রাত থেকে পঞ্চগড়ের আশপাশে ঘুরে দেখতে পারেন বিশেষ করে সমতলের চা বাগান। ভালো লাগবে।

তথ্যসূত্রঃ বাংলা উইকিপিডিয়া

আরো পড়ুন

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

Similar Posts