যমুনা ফিউচার পার্ক (সময়, যাওয়ার উপায় সব তথ্য)

যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার সবচেয়ে বৃহৎ শপিংমল। ৪,১০০,০০০ বর্গফুট আয়তনের এই শপিংমলে রয়েছে মোবাইল মার্কেট, দেশি-বিদেশি বিভিন্ন প্রোডাক্টের দোকান, ফুড কোর্ট, এমিউজমেন্ট পার্কসহ আরো অনেক কিছু। ২০১৩ সালে শপিংমলটি সর্ব ধারনের জন্য খুলে দেওয়া হয়। সারাদেশের মানুষ এখানে শপিং-এর পাশাপাশি ঘুরে দেখতেও আসে।

যমুনা ফিউচার পার্ক কিভাবে যাবো

বাসে যেতে চাইলে, ঢাকা শহরের যেকোন স্থান থেকে বসুন্ধরা আবাসিক গামী বাসে উঠতে হবে। বসুন্ধরা গেট বাসস্ট্যান্ডে নামলে পেয়ে যাবেন যমুনা ফিউচার পার্ক।

এছাড়া সিএনজি/উবার নিয়ে সরাসরি যমুনা ফিউচার যাওয়া যায়।

গুলিস্থান থেকে যমুনা ফিউচার পার্ক যেতে কুড়িল বিশ্বরোডগামী যেকোন বাসে উঠতে হবে। কুড়িল বিশ্বরোডের আগে বসুন্ধরা গেট বাসস্টপেজে নামলে যমুনা ফিউচার পেয়ে যাবেন।

যমুন ফিউচার পার্ক ফিচার ইমেজ

যমুনা ফিউচার পার্ক লোকেশন

ঢাকার বারিধারায় যমুনা ফিউচার পার্ক অবস্থিত। শপিং মলটির পাশেই বসুন্ধরা আবাসিকের গেট। গুগল ম্যাপ

যমুনা ফিউচার পার্কের সময়সূচী

যমুনা ফিউচার পার্ক সাপ্তাহিক বন্ধ বুধবার। এছাড়া সপ্তাহের বাকি ৬ দিন খোলা থাকে। শপিং মলটি খোলে সকাল ১০টায় এবং বন্ধ হয় রাত ৯টায়।

যোগাযোগ

  • যমুনা ফিউচার পার্ক ঠিকানা ক-২৪৪, প্রগতি সরণি, বারিধারা।
  • ওয়েবসাইটঃ https://www.jamunafuturepark.com/
  • ইমেইলঃ info@jamunafuturepark.com
  • ফোনঃ ৮৮৫১৫২৮, ৮৮৫১৫২৯
যমুন ফিউচার পার্ক

সাধারন জিজ্ঞাসা

যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন

বুধবার।

যমুনা ফিউচার পার্ক বিশ্বের কত নাম্বার

১২ তম।

যমুনা ফিউচার পার্কে কয়টি রাইড আছে

৬টি। রোলার কোস্টার, স্কাইড্রপ, ম্যাজিক উইন্ডমিল, পাইরেট শিপ, টাওয়ার চ্যালেঞ্জার ও ফ্লাইং ডিসকো।

যমুনা ফিউচার পার্ক সাপ্তাহিক বন্ধ

বুধবার।

যমুনা ফিউচার পার্ক কত বড়

৪,১০০,০০০ বর্গফুট।

যমুনা ফিউচার পার্ক কত সালে চালু হয়

৬ সেপ্টেম্বর, ২০১৩

যমুনা ফিউচার পার্কের প্রতিষ্ঠাতা কে

যমুনা গ্রুপ

যমুনা ফিউচার পার্ক কত তলা

৮ তলা।

যমুনা ফিউচার পার্কের মালিক কে

যমুনা গ্রুপ

যমুনা ফিউচার পার্ক কয়টা পর্যন্ত খোলা থাকে

রাত ৯টা।

যমুনা ফিউচার পার্ক কবে বন্ধ থাকে

বুধবার সাপ্তাহিক বন্ধ।

যমুনা ফিউচার পার্ক রাইড

৬টি আউটডোর রাইড রয়েছে।

যমুনা ফিউচার পার্ক কি কি পাওয়া যায়

দেশে বিদেশে বিভিন্ন ব্র্যান্ডের সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়।

যমুনা ফিউচার পার্ক মোবাইল মার্কেট

মোবাইল মার্কেট রয়েছে। এখানে সব ধরনের মোবাইল পাওয়া যায়।

Image taken by Owen Baley and Bangladesh News from flickr

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

Similar Posts