মানা বে ওয়াটার পার্ক টিকেট মূল্যসহ সব তথ্য

আন্তর্জাতিক মানের ওয়াটার এমিউজমেন্ট পার্ক মানা বে ওয়াটার পার্ক। মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় ৬০ হাজার স্কয়ার মিটার জায়গা জুড়ে পার্কটি তৈরি করা হয়েছে। এখানে সব বয়সের মানুষের জন্য রয়েছে দারুন সব আয়োজন। চলুন জেনে নেওয়া যাক ওয়াটার পার্কটির বিস্তারিত সব তথ্য।

যাওয়ার উপায়

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে মানাবে ওয়াটার পার্ক অবস্থিত। ঢাকা থেকে মানাবে পার্ক এর দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। ঢাকা থেকে গেলে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের মেঘনা ব্রিজের পরে এর অবস্থান।

দেশের যেকোন স্থান থেকে বাস বা নিজস্ব পরিবহনে চলে যেতে পারেন পার্কটিতে।

গুগল ম্যাপ

ওয়াটার পার্ক টিকেট

মানাবে ওয়াটার পার্ক টিকেট মূল্য তালিকা।

  • বড়দের টিকেটঃ ৬০০০ টাকা (উচ্চতা ৪ ফুটের উপরে)
  • শিশুদের টিকেটঃ ৩০০০ টাকা (৩ থেকে ৪ ফুট উচ্চতা)
  • শিশুদের টিকেটঃ ফ্রি (উচ্চতা ৩ ফুটের নিচে)

এই টাকায় ওয়াটার পার্কে প্রবেশ সহ দিনব্যাপি আনলিমিটেড ১৭টি রাইড এক্সপ্লোর করতে পারবেন।

মানা বে ওয়াটার পার্ক টিকেট

টিকেট কাটার উপায়

মানাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকেট কাটতে পারবেনঃ manabay.com

এছাড়া সরাসরি মানাবে পার্কে গিয়ে অথবা গুলশান অফিস থেকে অগ্রিম টিকেট কেনা যাবে।

মানা বে ওয়াটার পার্ক সময়সূচি

  • মানা বে ওয়াটার পার্ক প্রতিদিন খোলা থাকে।
  • শুক্র-শনি ও সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৮টা।
  • রবি-বৃহস্পতি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা।

মানাবে পার্ক রাইড সমূহ

  • ওয়াটার স্লাইড ট্যুর
  • ওয়েভ পুল
  • ফ্লো রাইডার
  • ভলকানো শো (আগ্নেয়গিরি শো)
  • লেজি রিভার এবং অন্যান্য

পার্কটিতে মোট ১৭টি রাইড রয়েছে।

খাবার ব্যবস্থা

পার্কের ভিতর রেস্টুরেন্ট আছে। সেখান থেকে খাবার কিনে খেতে পারবেন। টিকেট প্রাইসের সাথে খাবার অন্তর্ভুক্ত নয়।

যোগাযোগ

  • ফোনঃ  09606-889999
  • কর্পোরেট অফার বা যেকোন জিজ্ঞাসার জন্য ইমেইল করুনঃ info@manabay.com
  • ওয়েবসাইটঃ manabay.com
  • ফেসবুক পেজ: মানা বে
  • হেডঅফিসঃ ১৫ তলা, সানমার টাওয়ার, গুলশান-২, ঢাকা

আরো পড়ুন

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

Similar Posts