মেট্রোরেলের সময়সূচি ও ভাড়া তালিকা ২০২৪ (সব প্রশ্নের উত্তর)

শহরের ভেতর মানুষ চলাচলের জন্যে দ্রুত গতির আধুনিক রেল ব্যবস্থাই মেট্রোরেল। নিরবিচ্ছিন্নতার সুবিধার্থে এটি সাধারনত উড়াল বা পাতাল লাইন হয়ে থাকে।

এই আর্টিকেল থেকে আমরা মেট্রোরেলের সময়সূচি, ভাড়ার তালিকা এবং যত প্রশ্ন আছে সব তথ্য জেনে নিবো।

মেট্রোরেল স্টেশন সমূহ

মেট্রোরেলে মোট ১৭টি স্টেশন রয়েছে। স্টেশনগুলো হচ্ছে,

  • উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ
  • পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া
  • আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার
  • শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • সচিবালয়, মতিঝিল
  • কমলাপুর (এখনো চালু হয় নাই)

মেট্রোরেল সময়সূচি

উত্তরা উত্তর থেকে মতিঝিল

  • সকাল ৭.১০ মিনিট থেকে সকাল ৭.৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে
  • সকাল ৭.৩১ মিনিট থেকে সকাল ১১.৪৮ মিনিট পর্যন্ত ৮ মিনিট পর পর মেট্রোরেল চলবে
  • সকাল ১১.৪৯ মিনিট থেকে বিকাল ৩.১২ পর্যন্ত ১২ মিনিট পর পর মেট্রোরেল চলবে
  • বিকাল ৩.১৩ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ৮ মিনিট পর পর মেট্রোরেল চলবে

মতিঝিল থেকে উত্তরা উত্তর

  • সকাল ৭.৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে
  • সকাল ৮.০১ মিনিট থেকে দুপুর ১২.০৮ মিনিট পর্যন্ত ৮ মিনিট পর পর মেট্রোরেল চলবে
  • দুপুর ১২.০৯ মিনিট থেকে বিকাল ৩.৫২ মিনিট পর্যন্ত ১২ মিনিট পর পর মেট্রোরেল চলবে
  • বিকাল ৩.৫৩ মিনিট থেকে রাত ৮.৪০ মিনিট পর্যন্ত ৮ মিনিট পর পর মেট্রোরেল চলবে

মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ : শুক্রবার

  • নোট
    • উত্তরা উত্তর থেকে প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল ৭.১০ মিনিটে
    • মতিঝিল থেকে প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল ৭.৩০ মিনিটে
    • সকাল ৭.১০ মিনিট এবং ৭.২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুটি শুধুমাত্র MRT/Rapid পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।
    • রাত ৮টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে আসা মেট্রো ট্রেনে শুধুমাত্র MRT/Rapid পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।
    • সকল মেট্রোরেল স্টেশন হতে সকাল ৭.১৫ মিনিট থেকে রাত ৭.৫০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকেট ক্রয় করা, এমআরটি পাস ক্রয় এবং টপ আপ করা যায়।
    • রাত ৭.৫০ মিনিটের পর সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকেট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে।

রমজান মাসে মেট্রোরেলের সময়সূচি ও নিয়ম সম্পর্কে জেনে নিতে এই আর্টিকেলটি পড়ুন।

মেট্রোরেল ভাড়ার তালিকা

মেট্রোরেল ভাড়া তালিকা ২০২৪
  • উত্তরা নর্থ থেকে উত্তরা সেন্টার ২০ টাকা, উত্তরা সাউথ ২০ টাকা, পল্লবী ৩০ টাকা, মিরপুর-১১ নম্বর ৩০ টাকা, মিরপুর-১০ নম্বর ৪০ টাকা, কাজীপাড়া ৪০ টাকা, শেওড়াপাড়া ৫০ টাকা এবং আগারগাঁও ৬০ টাকা।
  • উত্তরা সেন্টার থেকে উত্তরা নর্থ ২০ টাকা, উত্তরা সাউথ ২০ টাকা, পল্লবী ২০ টাকা, মিরপুর-১১ নম্বর ৩০ টাকা, মিরপুর-১০ নম্বর ৩০ টাকা, কাজীপাড়া ৪০ টাকা, শেওড়াপাড়া ৪০ টাকা এবং আগারগাঁও ৫০ টাকা।
  • উত্তরা সাউথ থেকে উত্তরা সেন্টার ২০ টাকা, উত্তরা নর্থ ২০ টাকা, পল্লবী ২০ টাকা, মিরপুর-১১ নম্বর ২০ টাকা, মিরপুর-১০ নম্বর ৩০ টাকা, কাজীপাড়া ৩০ টাকা, শেওড়াপাড়া ৪০ টাকা এবং আগারগাঁও ৪০ টাকা।
  • পল্লবী থেকে উত্তরা সাউথ ২০ টাকা, উত্তরা সেন্টার ২০ টাকা, উত্তরা নর্থ ৩০ টাকা, মিরপুর-১১ নম্বর ২০ টাকা, মিরপুর-১০ নম্বর ২০ টাকা, কাজীপাড়া ২০ টাকা, শেওড়াপাড়া ৩০ টাকা এবং আগারগাঁও ৩০ টাকা।
  • মিরপুর-১১ নম্বর থেকে পল্লবী ২০ টাকা, উত্তরা সাউথ ২০ টাকা, উত্তরা সেন্টার ৩০ টাকা, উত্তরা নর্থ ৩০ টাকা, মিরপুর-১০ নম্বর ২০ টাকা, কাজীপাড়া ২০ টাকা, শেওড়াপাড়া ৩০ টাকা এবং আগারগাঁও ৩০ টাকা।
  • মিরপুর-১০ নম্বর থেকে মিরপুর-১১ নম্বর ২০ টাকা, পল্লবী ২০ টাকা, উত্তরা সাউথ ৩০ টাকা, উত্তরা সেন্টার ৩০ টাকা, উত্তরা নর্থ ৪০ টাকা, কাজীপাড়া ২০ টাকা, শেওড়াপাড়া ২০ টাকা এবং আগারগাঁও ২০ টাকা।
  • কাজীপাড়া থেকে মিরপুর-১০ নম্বর ২০ টাকা, মিরপুর-১১ নম্বর ২০ টাকা, পল্লবী ২০ টাকা, উত্তরা সাউথ ৩০ টাকা, উত্তরা সেন্টার ৪০ টাকা, উত্তরা নর্থ ৪০ টাকা, শেওড়াপাড়া ২০ টাকা এবং আগারগাঁও ২০ টাকা।
  • শেওড়াপাড়া থেকে কাজীপাড়া ২০ টাকা, মিরপুর-১০ নম্বর ২০ টাকা, মিরপুর-১১ নম্বর ২০ টাকা, পল্লবী ৩০ টাকা, উত্তরা সাউথ ৪০ টাকা, উত্তরা সেন্টার ৪০ টাকা, উত্তরা নর্থ ৫০ টাকা এবং আগারগাঁও ২০ টাকা।
  • আগারগাঁও থেকে শেওড়াপাড়া ২০ টাকা, কাজীপাড়া ২০ টাকা, মিরপুর-১০ নম্বর ২০ টাকা, মিরপুর-১১ নম্বর ৩০ টাকা, পল্লবী ৩০ টাকা, উত্তরা সাউথ ৪০ টাকা, উত্তরা সেন্টার ৫০ টাকা এবং উত্তরা নর্থ ৬০ টাকা।

মেট্রোরেলে টিকেট কাটার নিয়ম

মেট্রোরেল স্টেশনের টিকেট বিক্রয় কাউন্টার অথবা অটোমেটিক মেশিন কাউন্টার থেকে খুব সহজে টিকেট কাটা যায়।

মেট্রোরেলে জরিমানা

  • টিকেট কেটে বা MRT or Rapid Pass দিয়ে এন্ট্রি গেইট থেকে ঢুকলে সময় গণনা শুরু হবে। এরপর ১ ঘন্টা বা ৬০ মিনিটের বেশী সময় পেইড জোনে থাকলে জরিমানা হবে। তাই অযথা সময় নষ্ট করা যাবেনা।
  • SJT (Single Journey Ticket) কার্ড হারিয়ে ফেললে জরিমানা ১২০ টাকা। অর্থাৎ টিকেট কেটে মেট্রেরেলের পেইড জোনে প্রবেশের পর অসাবধানতা বশত কার্ড হারিয়ে ফেললে ১২০ টাকা জরিমানা দিতে হবে।
  • MRT / Rapid Pass এন্ট্রি করে এক্সিট ঠিকভাবে না করে বের হয়ে গেলে জরিমানা হবে। এক্ষেত্রে একই দিনের মধ্যে EFO (Excess Fare Office) থেকে ঠিক করিয়ে নিলে এন্ট্রি অবস্থান সময় অনুযায়ী ৭৮/৯৬ টাকা জরিমানা হবে। আর যদি পরের দিন এক্সিট করেন তাহলে ১২০ টাকা জরিমানা করা হবে।
  • MRT pass দিয়ে এন্ট্রি করে একই স্টেশনে ৫ মিনিট অতিবাহিত হওয়ার পরে এক্সিট করলে ৬০ টাকা কাটবে। যদি ট্রেন না পাওয়া যায় বা বিশেষ প্রয়োজনে ভ্রমণ না করে চলে আসেন তাহলে যথোপযুক্ত প্রমাণ দেখিয়ে EFO কাউন্টার ইনচার্জের কাছে থেকে কার্ড আপডেট করে নিতে হবে। তখন এক্সিট করলে কোন টাকা কাটবেনা। কার্ড আপডেট না করে এক্সিট হলে আর টাকা কেটে নিলে এরপর তর্ক করে লাভ হবেনা। তাই আগেই EFO কাউন্টারে জানাতে হবে।
  • অনেক সময় ট্রেন শিডিউল বিপর্যয় হতে পারে তখন পিজি এক্সিট গেটে এক্সিট এক্সামশন মোড করা থাকে। তখন গেট দিয়ে পাঞ্চ করে বের হলে অতিরিক্ত টাকা কাটার কথা না। যদি টাকা কাটে তাহলে EFO অফিসে অভিযোগ করে সমাধান চেয়ে নিতে হবে। এসবক্ষেত্রে এক্সিট গেইটের ডিসপ্লেতে খেয়াল করতে হবে, কত টাকা কেটেছে।
  • SJT (Single Journey Ticket) এর ক্ষেত্রে ভাড়ার অতিরিক্ত ভ্রমণ করলে বাকি টাকা জরিমানা দিতে হবে।
  • একটা MRT or Rapid Pass দিয়ে শুধুমাত্র একজন যেতে পারবেন। যদি কারো এক পাসের বিপরীতে একাধিক জনের এন্ট্রি পাওয়া যায় তাহলে কার্ডধারী ব্যতীত বাকি সবার জন্য ১২০ টাকা করে জরিমানা দিতে হবে।

এমআরটি (MRT Pass) কি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃক ইস্যুকৃত NFC সুবিধা সম্বলিত অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট আইসি কার্ড। এই কার্ড মেট্রোরেলে ভ্রমণের টিকেট হিসেবে ব্যবহৃত হয়।

এমআরটি (MRT Pass) কিভাবে নিতে হয়

  • সকল মেট্রোরেল স্টেশন থেকে MRT Pass নেওয়া যায়।
  • প্রথমে একটি ফর্ম পূরণ করতে হয় যেটি সকল মেট্রো স্টেশনে পাওয়া যায়। এছাড়া চাইলে ডিএমটিসিএল-এর ওয়েবসাইট (dmtcl.gov.bd) থেকে ফর্ম ডাউনলোড করে নিয়ে আগেই পূরণ করে ফেলতে পারেন (এটির খুব একটা প্রয়োজন নেই)।
  • ফর্ম পূরণ করে নির্দিষ্ট কাউন্টারে জমা দিলে সাথে সাথে এমআরটি পাস কার্ড দিয়ে দিবে।
  • নিবন্ধন করতে আপনার নাম, পিতা-মাতার নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল আইডি লাগবে।
  • সকাল ৭.১৫ থেকে রাত ৭.৪৫ মিনিট পর্যন্ত এমআরটি পাস ক্রয় করা যাবে।
  • কার্ড নিতে ৫০০ টাকা খরচ হবে। যার মধ্যে ২০০ টাকা কার্ডের মূল্য। যা কার্ড ফেরত দিলে আপনাকে দিয়ে দেওয়া হবে। এবং ৩০০ টাকা আপনি ভ্রমণের জন্য ব্যবহার করতে পারবেন।

এমআরটি (MRT Pass) রিচার্জ কিভাবে করে

  • সকল মেট্রো স্টেশনের টিকেট কাউন্টার অথবা টিকেট বিক্রয় মেশিন দিয়ে এমআরটি পাস রিচার্জ করা যাবে।
  • কার্ডে একবারে ২০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
  • একটি কার্ডে সর্বোচ্চ ১০হাজার টাকা ব্যালেন্স রাখা যাবে।

Rapid Pass কি

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) কর্তৃক ইস্যুকৃত NFC সুবিধা সম্বলিত অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট আইসি কার্ড। মেট্রোরেলের টিকেট হিসেবে ব্যবহারের পাশাপাশি বাস র‍্যাপিড ট্রানজিট, রেলওয়ে বিভিন্ন সার্ভিস সহ অনেক কাজে এই কার্ড ব্যবহার করা যাবে।

Rapid Pass কিভাবে নিতে হয়

  • ডাচ বাংলা ব্যাংকের নির্দিষ্ট শাখা এবং উপ-শাখা থেকে র‍্যাপিড পাস ক্রয় করা যায়।
  • এছাড়া দিয়াবাড়ি এবং আগারগাঁও এর ডিবিবিএল বুথ থেকেও র‍্যাপিড পাস ক্রয় করা যাবে।
  • এমআরটি পাসের মত এটিও ফর্ম পূরণ করে জমা দিলে সাথে সাথে র‍্যাপিড পাস দিয়ে দিবে।
  • নিবন্ধন করতে আপনার নাম, পিতা-মাতার নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল আইডি লাগবে।
  • কার্ড নিতে ৪০০ টাকা খরচ হবে। যার মধ্যে ২০০ টাকা কার্ডের মূল্য। যা কার্ড ফেরত দিলে আপনাকে দিয়ে দেওয়া হবে। এবং ২০০ টাকা আপনি ভ্রমণের জন্য ব্যবহার করতে পারবেন।

র‍্যাপিড পাস (Rapid Pass) রিচার্জ কিভাবে করে

  • সকল মেট্রো স্টেশনের টিকেট কাউন্টার অথবা টিকেট বিক্রয় মেশিন দিয়ে র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে।
  • ডাচ বাংলা ব্যাংক থেকে র‍্যাপিড পাসে রিচার্জ করা যাবে।
  • কার্ডে একবারে ২০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
  • একটি কার্ডে সর্বোচ্চ ১০হাজার টাকা ব্যালেন্স রাখা যাবে।

বিশেষ দ্রষ্টব্য

  • এমআরটি বা র‍্যাপিড কার্ড নেওয়ার সময় অবশ্যই সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করবেন। কার্ড রিফান্ড, ক্ষতিগ্রস্থ কার্ড পুনঃপ্রদান, হারানো কার্ড পুনঃপ্রদান, হারানো কার্ড ফেরত এবং হারানো কার্ডে রিচার্জ করা টাকাও এই তথ্য দিয়ে ফেরত পাওয়া যায়।
  • এমআরটি বা র‍্যাপিড কার্ডের মেয়াদ লাইফটাইম।
  • এমআরটি বা র‍্যাপিড কার্ডের ব্যালেন্সের মেয়াদ ১০ বছর।
  • কার্ডে অপার্যপ্ত ব্যালান্স থাকলেও কার্ড ব্যবহারকারী প্রতিবার রিচার্জে একবার কার্ড ব্যবহার করতে পারবেন। তবে পরবর্তী রিচার্জে ঐ পরিমাণ টাকা কেটে নেওয়া হবে।

MRT Pass এবং Rapid Pass নিয়ে সাধারন প্রশ্ন-উত্তর

  • দুটো কার্ডের সুবিধা প্রায় একই। কার্ড ইস্যুকারী কর্তৃপক্ষ ব্যতীত তেমন কোন পার্থক্য নেই।
  • কার্ড ব্যবহারকারীরা ভাড়ার উপর ১০% ছাড় পাবে।
  • একজন ব্যক্তি একাধিক কার্ড ক্রয় করতে পারবে। তবে একটি এনআইডি দিয়ে একটি করে কার্ড ক্রয় করাই শ্রেয়।
  • একটি কার্ড দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তি ভ্রমণ করতে পারবে।

মেট্রোরেল নিয়ে সাধারন প্রশ্ন-উত্তর

মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ কবে?

শুক্রবার।

কত বছর পর্যন্ত বিনা ভাড়ায় ভ্রমণ করা যাবে?

৯০ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত অভিভাবকের সাথে বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবে।

কারা বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবে?

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবেন। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রার টিকেটে ১৫% ছাড় পাবেন।

ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে কী বলা হয়?

ম্যাস র‍্যাপিড ট্রানজিট।

মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী?

কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম।

ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ কবে উদ্বোধন করা হয়?

২৬ জুন ২০১৬।

প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য কত ছিল?

২০ দশমিক ১০ কিলোমিটার।

ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের বর্তমান দৈর্ঘ্য কত?

২১ দশমিক ২৬ কিলোমিটার।

ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী?

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী?

দিল্লি মেট্রোরেল করপোরেশন।

মেট্রোরেলের নির্মাণকাজ পরিচালনা করছে কোন কোন প্রতিষ্ঠান?

থাইল্যান্ডের প্রতিষ্ঠান ইতালিয়ান- থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ও চায়নার সিনোহাইড্রো করপোরেশন।

মেট্রোরেলের স্টেশনসংখ্যা প্রথমে কত ছিল?

১৬টি

১৩ সংশোধিত প্রকল্পে স্টেশনসংখ্যা কতটি করা হয়?

১৭টি

মেট্রোরেল প্রকল্প প্রথমে কোন পর্যন্ত ছিলো?

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত।

সংশোধিত প্রকল্পে (এমআরটি লাইন-৬) মেট্রোরেল কোন স্টেশন পর্যন্ত করা হয়?

উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত ।

মেট্রোরেল প্রকল্পের নতুন করে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত কিলোমিটার?

১ দশমিক ১৬ কিলোমিটার।

মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে কোন প্রতিষ্ঠান?

জাইকা (৭৫%) ও বাংলাদেশ সরকার।

মেট্রোরেলের কোচগুলো/রেলগুলো কোন দেশ থেকে এসেছে?

জাপান

মেট্রোরেলের প্রথম নারী চালকের নাম কী?

মরিয়ম আফিজা।

মেট্রোরেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া কত টাকা?

সর্বনিম্ন ভাড়া ২০ এবং সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।

মেট্রোরেলের প্রতি কিলোমিটার প্রতি ভাড়া কত টাকা নির্ধারণ করা হয়েছে?

৫ টাকা।

মেট্রোরেলের প্রতিটি প্লাটফর্মের দৈর্ঘ্য কত?

১৮০ মিটার।।

মেট্রোরেলের স্টেশনগুলো কত তলা বিশিষ্ট?

৩ তলা।

মেট্রোরেলের প্রতিটি ট্রেন সর্বোচ্চ কত যাত্রী নিতে সক্ষম?

২৩০৮ জন।

মেট্রোরেলের সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘন্টায় কত কিলোমিটার?

১০০ কিলোমিটার।

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের স্মারক নোট চালু করেছে?

৫০ টাকা।

মেট্রোরেল ব্যবহার করে যেসব জায়গায় অতি সহজে যেতে পারবেন

  • মিরপুর স্টেডিয়াম, সুইমিং কমপ্লেক্স, ইনডোর স্টেডিয়াম যেতে মিরপুর ১০ স্টেশন।
  • আইডিবি (বিসিএস কম্পিউটার সিটি), লায়ন্স চক্ষু হাসপাতাল, পাসপোর্ট হেড অফিস, নির্বাচন কমিশন অফিস, প্রবীণ হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল যাওয়ার জন্য আগারগাঁও স্টেশন।
  • পঙ্গু হাসপাতাল (নিটোর) যেতে আগারগাঁও স্টেশন।
  • চন্দ্রিমা উদ্যান, মিলিটারি মিউজিয়াম, নভোথিয়েটার যেতে বিজয় সরণি স্টেশন।
  • বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র/চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, সামরিক জাদুঘর, চন্দ্রিমা উদ্যান/জিয়া উদ্যান ও সংসদ ভবন যেতে বিজয় সরণি স্টেশন।
  • বসুন্ধরা সিটি শপিং মল ও হাতিরঝিল যেতে কারওয়ান বাজার স্টেশন।
  • বারডেম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘর যেতে শাহবাগ স্টেশন।
  • রমনা পার্ক যেতে শাহবাগ স্টেশন।
  • নিউমার্কেট ও নীলক্ষেত যেতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।
  • ঢাকা মেডিকেল কলেজ যেতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।
  • বইমেলায় যেতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।
  • গুলিস্তানের যাওয়ার জন্য বাংলাদেশ সচিবালয় স্টেশন।
  • বাণিজ্য মেলা যেতে পল্লবী স্টেশনে নেমে বাসে করে কুড়িল বিশ্বরোড, সেখান থেকে বাসে। এছাড়া ফার্মগেট স্টেশন নেমে এক্সপ্রেসওয়ে দিয়েও যাওয়া যাবে।

উত্তরা উত্তর থেকে মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
উত্তরা উত্তর থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত২০টাকা
উত্তরা উত্তর থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত২০টাকা
উত্তরা উত্তর থেকে পল্লবী স্টেশন পর্যন্ত৩০টাকা
উত্তরা উত্তর থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত৩০টাকা
উত্তরা উত্তর থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত৪০টাকা
উত্তরা উত্তর থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত৪০টাকা
উত্তরা উত্তর থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত৫০টাকা
উত্তরা উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত৬০টাকা
উত্তরা উত্তর থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত৬০টাকা
উত্তরা উত্তর থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত৭০টাকা
উত্তরা উত্তর থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত৮০টাকা
উত্তরা উত্তর থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত৮০টাকা
উত্তরা উত্তর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত৯০টাকা
উত্তরা উত্তর থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত৯০টাকা
উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত১০০টাকা
উত্তরা উত্তর থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত১০০টাকা

উত্তরা সেন্টার থেকে মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
উত্তরা সেন্টার থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত২০টাকা
উত্তরা সেন্টার থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত২০টাকা
উত্তরা সেন্টার থেকে পল্লবী স্টেশন পর্যন্ত২০টাকা
উত্তরা সেন্টার থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত৩০টাকা
উত্তরা সেন্টার থেকে মিরপুর-১০ স্টেশন পর্যন্ত৩০টাকা
উত্তরা সেন্টার থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত৪০টাকা
উত্তরা সেন্টার থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত৪০টাকা
উত্তরা সেন্টার থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত৫০টাকা
উত্তরা সেন্টার থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত৬০টাকা
উত্তরা সেন্টার থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত৬০টাকা
উত্তরা সেন্টার থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত৭০টাকা
উত্তরা সেন্টার থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত৮০টাকা
উত্তরা সেন্টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত৮০টাকা
উত্তরা সেন্টার থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত৯০টাকা
উত্তরা সেন্টার থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত৯০টাকা
উত্তরা সেন্টার থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত১০০টাকা

উত্তরা দক্ষিণ থেকে মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
উত্তরা দক্ষিণ থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত২০টাকা
উত্তরা দক্ষিণ থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত২০টাকা
উত্তরা দক্ষিণ থেকে পল্লবী স্টেশন পর্যন্ত২০টাকা
উত্তরা দক্ষিণ থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত২০টাকা
উত্তরা দক্ষিণ থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত৩০টাকা
উত্তরা দক্ষিণ থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত৩০টাকা
উত্তরা দক্ষিণ থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত৪০টাকা
উত্তরা দক্ষিণ থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত৪০টাকা
উত্তরা দক্ষিণ থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত৫০টাকা
উত্তরা দক্ষিণ থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত৬০টাকা
উত্তরা দক্ষিণ থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত৬০টাকা
উত্তরা দক্ষিণ থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত৭০টাকা
উত্তরা দক্ষিণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত৭০টাকা
উত্তরা দক্ষিণ থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত৮০টাকা
উত্তরা দক্ষিণ থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত৯০টাকা
উত্তরা দক্ষিণ থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত৯০টাকা

পল্লবী থেকে মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
পল্লবী থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত৩০টাকা
পল্লবী থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত২০টাকা
পল্লবী থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত২০টাকা
পল্লবী থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত২০টাকা
পল্লবী থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত২০টাকা
পল্লবী থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত২০টাকা
পল্লবী থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত৩০টাকা
পল্লবী থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত৩০টাকা
পল্লবী থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত৪০টাকা
পল্লবী থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত৫০টাকা
পল্লবী থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত৫০টাকা
পল্লবী থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত৬০টাকা
পল্লবী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত৬০টাকা
পল্লবী থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত৭০টাকা
পল্লবী থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত৮০টাকা
পল্লবী থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত৮০টাকা

মিরপুর ১১ থেকে মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
মিরপুর -১১ থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত৩০ টাকা
মিরপুর-১১ থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত৩০ টাকা
মিরপুর -১১ থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত২০ টাকা
মিরপুর -১১ থেকে পল্লবী স্টেশন পর্যন্ত২০ টাকা
মিরপুর -১১ থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত২০ টাকা
মিরপুর -১১ থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত২০ টাকা
মিরপুর -১১ থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত২০ টাকা
মিরপুর -১১ থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত৩০ টাকা
মিরপুর -১১ থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত৪০ টাকা
মিরপুর -১১ থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত৪০ টাকা
মিরপুর -১১ থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত৫০ টাকা
মিরপুর -১১ থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত৫০ টাকা
মিরপুর -১১ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত৬০টাকা
মিরপুর -১১ থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত৭০ টাকা
মিরপুর -১১ থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ৭০ টাকা
মিরপুর -১১ থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত৮০ টাকা

মিরপুর-১০ থেকে মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
মিরপুর-১০ থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত৪০টাকা
মিরপুর-১০ থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত৩০টাকা
মিরপুর-১০ থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত৩০টাকা
মিরপুর-১০ থেকে পল্লবী স্টেশন পর্যন্ত২০টাকা
মিরপুর-১০ থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত২০টাকা
মিরপুর-১০ থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত২০টাকা
মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত২০টাকা
মিরপুর-১০ থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত২০টাকা
মিরপুর-১০ থেকে  বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত৩০টাকা
মিরপুর-১০ থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত৩০টাকা
মিরপুর-১০ থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত৪০টাকা
মিরপুর-১০ থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত৫০টাকা
মিরপুর-১০ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত৫০টাকা
মিরপুর-১০ থেকে  বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত৬০টাকা
মিরপুর-১০ থেকে  মতিঝিল স্টেশন পর্যন্ত৬০টাকা
মিরপুর-১০ থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত৭০টাকা

কাজীপাড়া থেকে মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
কাজীপাড়া থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত৪০টাকা
কাজীপাড়া থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত৪০টাকা
কাজীপাড়া থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত৩০টাকা
কাজীপাড়া থেকে  পল্লবী স্টেশন পর্যন্ত২০টাকা
কাজীপাড়া থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত২০টাকা
কাজীপাড়া থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত২০টাকা
কাজীপাড়া থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত২০টাকা
কাজীপাড়া থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত২০টাকা
কাজীপাড়া থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত২০টাকা
কাজীপাড়া থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত৩০টাকা
কাজীপাড়া থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত৪০টাকা
কাজীপাড়া থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত৪০টাকা
কাজীপাড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত৫০টাকা
কাজীপাড়া থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত৫০টাকা
কাজীপাড়া থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত৬০টাকা
কাজীপাড়া থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত৭০টাকা

শেওড়াপাড়া থেকে মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
শেওড়াপাড়া থেকে উত্তরা উত্তর  স্টেশন পর্যন্ত৫০টাকা
শেওড়াপাড়া থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত৪০টাকা
শেওড়াপাড়া থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত৪০টাকা
শেওড়াপাড়া থেকে পল্লবী স্টেশন পর্যন্ত৩০টাকা
শেওড়াপাড়া থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত২০টাকা
শেওড়াপাড়া থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত২০টাকা
শেওড়াপাড়া থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত২০টাকা
শেওড়াপাড়া থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত২০টাকা
শেওড়াপাড়া থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত২০টাকা
শেওড়াপাড়া থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত২০টাকা
শেওড়াপাড়া থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত৩০টাকা
শেওড়াপাড়া থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত৪০টাকা
শেওড়াপাড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত৪০টাকা
শেওড়াপাড়া থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত৫০টাকা
শেওড়াপাড়া থেকে  মতিঝিল স্টেশন পর্যন্ত৫০টাকা
শেওড়াপাড়া থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত৬০টাকা

আগারগাঁও থেকে মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত৬০টাকা
আগারগাঁও থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত৫০টাকা
আগারগাঁও থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত৪০টাকা
আগারগাঁও থেকে পল্লবী স্টেশন পর্যন্ত৩০টাকা
আগারগাঁও থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত৩০টাকা
আগারগাঁও থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত২০টাকা
আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত২০টাকা
আগারগাঁও থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত২০টাকা
আগারগাঁও থেকে  বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত২০টাকা
আগারগাঁও থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত২০টাকা
আগারগাঁও থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত২০টাকা
আগারগাঁও থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত৩০টাকা
আগারগাঁও থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত৩০টাকা
আগারগাঁও থেকে  বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত৪০টাকা
আগারগাঁও থেকে  মতিঝিল স্টেশন পর্যন্ত৫০টাকা

বিজয় সরণি থেকে মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
বিজয় সরণি থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত৬০টাকা
বিজয় সরণি থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত৬০টাকা
বিজয় সরণি থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত৫০টাকা
বিজয় সরণি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত৪০টাকা
বিজয় সরণি থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত৪০টাকা
বিজয় সরণি থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত৩০টাকা
বিজয় সরণি থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত২০টাকা
বিজয় সরণি থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত২০টাকা
বিজয় সরণি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত২০টাকা
বিজয় সরণি থেকে  ফার্মগেট স্টেশন পর্যন্ত২০টাকা
বিজয় সরণি থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত২০টাকা
বিজয় সরণি থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত২০টাকা
বিজয় সরণি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত৩০টাকা
বিজয় সরণি থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত৪০টাকা
বিজয় সরণি থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত৪০টাকা
বিজয় সরণি থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত৫০টাকা

ফার্মগেট থেকে মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
ফার্মগেট থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত৭০টাকা
ফার্মগেট থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত৬০টাকা
ফার্মগেট থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত৬০টাকা
ফার্মগেট থেকে পল্লবী স্টেশন পর্যন্ত৫০টাকা
ফার্মগেট থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত৪০টাকা
ফার্মগেট থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত৩০টাকা
ফার্মগেট থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত৩০টাকা
ফার্মগেট থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত২০টাকা
ফার্মগেট থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত২০টাকা
ফার্মগেট থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত২০টাকা
ফার্মগেট থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত২০টাকা
ফার্মগেট থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত২০টাকা
ফার্মগেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত২০টাকা
ফার্মগেট থেকে  বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত৩০টাকা
ফার্মগেট থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত৩০টাকা
ফার্মগেট থেকে  কমলাপুর স্টেশন পর্যন্ত৪০টাকা

কারওয়ান বাজার মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
কারওয়ান বাজার থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত৮০টাকা
কারওয়ান বাজার থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত৭০টাকা
কারওয়ান বাজার থেকে  উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত৬০টাকা
কারওয়ান বাজার থেকে পল্লবী স্টেশন পর্যন্ত৫০টাকা
কারওয়ান বাজার থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত৫০টাকা
কারওয়ান বাজার থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত৪০টাকা
কারওয়ান বাজার থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত৪০টাকা
কারওয়ান বাজার থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত৩০টাকা
কারওয়ান বাজার থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত২০টাকা
কারওয়ান বাজার থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত২০টাকা
কারওয়ান বাজার থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত২০টাকা
কারওয়ান বাজার থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত২০টাকা
কারওয়ান বাজার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত২০টাকা
কারওয়ান বাজার থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত২০টাকা
কারওয়ান বাজার থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত৩০টাকা
কারওয়ান বাজার থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত৩০টাকা

শাহবাগ থেকে মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
শাহবাগ থেকে  উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত৮০টাকা
শাহবাগ থেকে  উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত৮০টাকা
শাহবাগ থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত৭০টাকা
শাহবাগ থেকে পল্লবী স্টেশন পর্যন্ত৬০টাকা
শাহবাগ থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত৫০টাকা
শাহবাগ থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত৫০টাকা
শাহবাগ থেকে  কাজীপাড়া স্টেশন পর্যন্ত৪০টাকা
শাহবাগ থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত৪০টাকা
শাহবাগ থেকে  আগারগাঁও স্টেশন পর্যন্ত৩০টাকা
শাহবাগ থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত২০টাকা
শাহবাগ থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত২০টাকা
শাহবাগ থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত২০টাকা
শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত২০টাকা
শাহবাগ থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত২০টাকা
শাহবাগ থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত২০টাকা
শাহবাগ থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত৩০টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত৯০টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত৮০টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত৭০টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পল্লবী স্টেশন পর্যন্ত৬০টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত৬০টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত৫০টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত৫০টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত৪০টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত৩০টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত৩০টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত২০টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত২০টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত২০টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত২০টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত২০টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত২০টাকা

বাংলাদেশ সচিবালয় থেকে মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
বাংলাদেশ সচিবালয় থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত৯০টাকা
বাংলাদেশ সচিবালয় থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত৯০টাকা
বাংলাদেশ সচিবালয় থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত৮০টাকা
বাংলাদেশ সচিবালয় থেকে পল্লবী স্টেশন পর্যন্ত৭০টাকা
বাংলাদেশ সচিবালয় থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত৭০টাকা
বাংলাদেশ সচিবালয় থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত৬০টাকা
বাংলাদেশ সচিবালয় থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত৫০টাকা
বাংলাদেশ সচিবালয় থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত৫০টাকা
বাংলাদেশ সচিবালয় থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত৪০টাকা
বাংলাদেশ সচিবালয় থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত৪০টাকা
বাংলাদেশ সচিবালয় থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত৩০টাকা
বাংলাদেশ সচিবালয় থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত২০টাকা
বাংলাদেশ সচিবালয় থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত২০টাকা
বাংলাদেশ সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত২০টাকা
বাংলাদেশ সচিবালয় থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত২০টাকা
বাংলাদেশ সচিবালয় থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত২০টাকা

মতিঝিল থেকে মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত১০০টাকা
মতিঝিল থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত৯০টাকা
মতিঝিল থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত৯০টাকা
মতিঝিল থেকে পল্লবী স্টেশন পর্যন্ত৮০টাকা
মতিঝিল থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত৭০টাকা
মতিঝিল থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত৬০টাকা
মতিঝিল থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত৬০টাকা
মতিঝিল থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত৫০টাকা
মতিঝিল থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত৫০টাকা
মতিঝিল থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত৪০টাকা
মতিঝিল থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত৩০টাকা
মতিঝিল থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত৩০টাকা
মতিঝিল থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত২০টাকা
মতিঝিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত২০টাকা
মতিঝিল থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত২০টাকা
মতিঝিল থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত২০টাকা

কমলাপুর মেট্রোরেলে সকল স্টেশনের ভাড়া

স্টেশনভাড়া
কমলাপুর থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত১০০টাকা
কমলাপুর থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত১০০টাকা
কমলাপুর থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত৯০টাকা
কমলাপুর থেকে পল্লবী স্টেশন পর্যন্ত৮০টাকা
কমলাপুর থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত৮০টাকা
কমলাপুর থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত৭০টাকা
কমলাপুর থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত৭০টাকা
কমলাপুর থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত৬০টাকা
কমলাপুর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত৫০টাকা
কমলাপুর থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত৫০টাকা
কমলাপুর থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত৪০টাকা
কমলাপুর থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত৩০টাকা
কমলাপুর থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত৩০টাকা
কমলাপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত২০টাকা
কমলাপুর থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত২০টাকা
কমলাপুর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত২০টাকা
শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

Similar Posts