রমজানে মেট্রোরেলের সময়সূচি ২০২৪
রমজান মাসে মেট্রোরেলের সময়সূচি তে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এই আর্টিকেল থেকে চলুন মেট্রোরেলের পরিবর্তিত সময়সূচি ও নিয়ম সম্পর্কে জেনে নেই।
উত্তরা উত্তর থেকে মতিঝিল
- সকাল ৭.১০ মিনিট থেকে সকাল ৭.৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে
- সকাল ৭.৩১ মিনিট থেকে সকাল ১১.৩৬ মিনিট পর্যন্ত ৮ মিনিট পর পর মেট্রোরেল চলবে
- সকাল ১১.৩৭ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত ১২ মিনিট পর পর মেট্রোরেল চলবে
- দুপুর ২.০১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ৮ মিনিট পর পর মেট্রোরেল চলবে
মতিঝিল থেকে উত্তরা উত্তর
- সকাল ৭.৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে
- সকাল ৮.০১ মিনিট থেকে দুপুর ১২.০৮ মিনিট পর্যন্ত ৮ মিনিট পর পর মেট্রোরেল চলবে
- দুপুর ১২.০৯ মিনিট থেকে দুপুর ২.৪০ মিনিট পর্যন্ত ১২ মিনিট পর পর মেট্রোরেল চলবে
- দুপুর ২.৪১ মিনিট থেকে রাত ৮.৪০ মিনিট পর্যন্ত ৮ মিনিট পর পর মেট্রোরেল চলবে
সাপ্তাহিক বন্ধ : শুক্রবার
ঈদুল-উল-ফিতর এর দিন মেট্রোরেল বন্ধ থাকবে
সাধারন সময়ে মেট্রোরেলের সময়সূচি ও ভাড়ার তালিকা জানতে এই পোস্টটি পড়ুন।
নোট
- সকাল ৭.১০ মিনিট এবং ৭.২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুটি শুধুমাত্র MRT/Rapid পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।
- রাত ৮ টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনসমূহে শুধুমাত্র MRT/Rapid পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।
- রাত ৭.৫০ মিনিটের পর সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকেট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে।
- মেট্রো স্টেশনের পেইড এরিয়াতে শুধু রমজান মাসে ৭৫ মিনিট পর্যন্ত থাকা যাবে। এর বেশি সময় হলে ১০০ টাকা জরিমানা দিতে হবে। রমজান ব্যতীত এই সময় ৬০ মিনিট।
- রমজান মাসে ইফতার করার জন্য মেট্রো স্টেশন এবং মেট্রো রেলে সর্বোচ্চ ২৫০ মি.লি. পানির বোতল সাথে বহন করা যাবে। তবে পানি যেন না পড়ে সেই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এবং পানির বোতল নির্দিষ্ট স্থান ব্যতীত যততত্র ফেলা যাবে না।
- ইফতারের সময়সূচি মেট্রো ট্রেনের কোচের অভ্যন্তরে Gangway Door, ট্রেনের ভিতরে LCD Saloon Display, স্টেশনের LCD থেকে প্রদর্শন করা হবে।
- কোনভাবেই প্ল্যাটফর্ম, কনকোর্স, মেট্রো ট্রেনের ভিতর কোনো খাবার গ্রহণ করা যাবে না।
- ১৬ রমজান থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত অতিরিক্ত ১০টি মেট্রো ট্রেন পরিচালনা করার কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।