কক্সবাজার হোটেল ভাড়া কত 2024 (সুইমিংপুলসহ কম খরচে)

বাংলাদেশের অন্যতম পর্যটন শহর কক্সবাজারে রয়েছে ৫০০ এরও অধিক হোটেল, মোটেল এবং রিসোর্ট। ১ তারকা থেকে শুরু করে ৫ তারকা সব মানের হোটেলে-রিসোর্টই এখানে পাবেন। মানভেদে হোটেল ভাড়া ৩০০/৪০০ টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত রয়েছে। এই আর্টিকেল থেকে আমরা কক্সবাজার হোটেল ভাড়া 2024 সম্পর্কে জেনে নিবো।

কক্সবাজার হোটেল ভাড়া 2024

কক্সবাজারে বিভিন্ন মানের হোটেল, মোটেল এবং রিসোর্ট রয়েছে। অফসিজন-অনসিজন অনুযায়ী প্রতিটি হোটেলের ভাড়া উঠা নামা করে। ২০২৪ সালে কক্সবাজারের সেরা কয়েকটি হোটেলের র‍্যাক রেট তুলে ধরা হলো।

হোটেল নামভাড়া
সায়মান বিচ রিসোর্ট১২,৫০০ থেকে ৪৮,০০০ টাকা
মারমেইড বিচ রিসোর্ট১৬,৭০০ থেকে ৫৭,০০০ টাকা
জলতরঙ্গ৮৯২৫ থেকে ৫০,০০০ টাকা
সি পার্ল বিচ রিসোর্ট (রয়্যাল টিউলিপ)১৩,৩০০ থেকে ৪৬,৩০০ টাকা
হোটেল সি ক্রাউন৫০০০ থেকে ৫০,০০০ টাকা
হোটেল ওশান প্যারাডাইস১২,০০০ থেকে ৯০,০০০ টাকা
হোটেল বিচ ভিউ৪৫০০ থেকে ১৩,০০০ টাকা
হোটেল রিগ্যাল প্যালেস৪৫০০ থেকে ১৩,০০০ টাকা
হোটেল বিচ পার্ক৪৫০০ থেকে ১৩,০০০ টাকা
বসতী বে হোটেল৪৫০০ থেকে ১৩,০০০ টাকা
সেইলর বিচ রিসোর্ট৪৫০০ থেকে ১৩,০০০ টাকা

এখানে উল্লেখিত ভাড়া র‍্যাক রেট। এই ভাড়ার উপর সিজনভেদে ৭০% পর্যন্ত ছাড় পাওয়া যায়। হোটেল বুক করার জন্য ওয়াটসএপ বাটনে ক্লিক করুন।

কক্সবাজার হোটেল ভাড়া 2023
সায়মান হোটেল ইনফিনিটি সিভিউ রুম

৪ তারকা মানের হোটেল তালিকা

কক্সবাজারে ৪ তারকা মানের অনেক হোটেল রয়েছে। এগুলোর ভাড়া সিজনভেদে ৫৫০০ থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত হয়।

  • সায়মান বিচ রিসোর্ট
  • মারমেইড বিচ রিসোর্ট
  • জলতরঙ্গ
  • সি পার্ল বিচ রিসোর্ট (রয়্যাল টিউলিপ)

৩ তারকা মানের হোটেল তালিকা

কক্সবাজারে ৩ তারকা মানের অনেক হোটেল রয়েছে। এগুলোর ভাড়া সিজনভেদে ৪০০০ থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত হয়।

  • হোটেল সি প্যালেস
  • হোটেল সি ক্রাউন
  • লং বিচ হোটেল
  • সিগ্যাল হোটেল
  • ওশান প্যারাডাইস

কক্সবাজার হোটেল কম খরচে

কক্সবাজারে কম খরচে থাকার মত অনেক হোটেল রয়েছে। এগুলোর ভাড়া সিজনভেদে ১৫০০ থেকে ১০হাজার টাকা পর্যন্ত হয়।

  • হোটেল রিগ্যাল প্যালেস
  • হোটেল বিচ ভিউ
  • সেইলর বিচ রিসোর্ট
  • বসতী বে রিসোর্ট
  • ওয়ার্ল্ড বিচ রিসোর্ট

৫০০ টাকায় কক্সবাজার হোটেল

কক্সবাজারের কলাতলী থেকে লাবনী বিচ যাওয়ার পথে হাতের ডান সাইডে অনেক হোটেল রয়েছে। মেইন রাস্তার বাদে ভিতরে ৩/৪টা গলি রয়েছে। যার প্রতিটিতেই অনেক হোটেল রয়েছে। ৫০০ টাকায় কক্সবাজার হোটেল ভাড়া করতে চাইলে অফসিজনে এই গলির ভিতরের হোটেল/এপার্টমেন্টগুলো দেখতে পারেন। হোটেলে এক রুমে ৪ জন এবং এপার্টমেন্টে ১ ফ্ল্যাটে ৬-১০ জন পর্যন্ত থাকা যায়।

সুইমিংপুল আছে এমন হোটেল তালিকা

কক্সবাজারে বিশাল সমুদ্র সৈকত থাকলেও অনেকে চান হোটেলের সুইমিং পুলে নিশ্চিত মনে সাঁতার কেটে বেড়াতে। তাদের কথা চিন্তা করে কক্সবাজারের যেসব হোটেলে সুইমিংপুল রয়েছে তা তুলে ধরা হলো। কক্সবাজারে মাত্র ১৯টি হোটেলে সুইমিংপুল রয়েছে। এরমধ্যে জামান হোটেলে সবচেয়ে কম খরচে থাকা যায়।

  • সায়মান বিচ রিসোর্ট
  • মারমেইড বিচ রিসোর্ট
  • জলতরঙ্গ
  • সি পার্ল বিচ রিসোর্ট (রয়্যাল টিউলিপ)
  • ওশান প্যারাডাইস
  • সি গার্ল
  • প্রাসাদ প্যারাডাইস
  • হোটেল কক্স টুডে
  • লং বিচ হোটেল
  • বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ
  • নিসর্গ হোটেল
  • হোটেল সি প্যালেস
  • ইনানী বিচ রিসোর্ট এন্ড স্পা
  • গ্রেস কক্স স্মার্ট হোটেল
  • হোটেল স্যুট সাদাফ
  • হোটেল কল্লোল
  • মাউই রিসোর্ট
  • হোটেল সি মুন
  • হোটেল লং বে
  • জামান সি হাইট

কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া

কক্সবাজার কলাতলীতে বিভিন্ন মানের অনেক হোটেল রয়েছে। কলাতলী সমুদ্র সৈকত তুলনামূলক নিরাপদ হওয়ায় এখন পর্যটকরা এই বিচের আশেপাশের হোটেলে থাকতেই বেশি পছন্দ করে। মান ভেদে এখানের হোটেলগুলোর ভাড়া ১০০০ থেকে ৯০ হাজার পর্যন্ত হয়ে থাকে। উল্লেখ করার মত কয়েকটি হোটেল হচ্ছে, ওয়ার্ল্ড বিচ রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন, ওশ্যান প্যারাডাইস, সি মুন, সি ক্রাউন, সায়মান বিচ রিসোর্ট ইত্যাদি।

জলতরঙ্গ হোটেল কক্সবাজার ভাড়া

আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তৈরি করা হোটেল জলতরঙ্গ। হোটেলটি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর ভাড়া ৮৯২৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। তবে সিজনভেদে ডিসকাউন্টে সর্বনিম্ন ৫৫০০ টাকাতেও থাকা যায়।

নিসর্গ হোটেল কক্সবাজার ভাড়া

কক্সবাজার শহর থেকে কিছুটা দূরে মেরিন ড্রাইভ সড়কের উপর নিসর্গ হোটেল অবস্থিত। রুফটপ সুইমিংপুলের কারনে হোটেলটি বেশ জনপ্রিয়। রিসোর্টের রেগুলার রুম ভাড়া ৪৫০০ থেকে ২০হাজার টাকা পর্যন্ত রয়েছে। তবে সিজনভেদে ডিসকাউন্ট অফারে সর্বনিম্ন ৩৫০০ টাকাতেও রুম পাওয়া যায়।

কক্সবাজার হোটেল সায়মন ভাড়া

৪ তারকা মানের হোটেলগুলোর মধ্যে সায়মান সবচেয়ে বেশি জনপ্রিয়। কলাতলীতে অবস্থিত এই হোটেলের রেগুলার ভাড়া ১২৫০০ থেকে ৪৮০০০ টাকা পর্যন্ত। সিজনভেদে ডিসকাউন্ট অফারে সর্বনিম্ন ৭০০০ টাকাতে রুম পাওয়া যায়।

কক্সবাজার হোটেল সি প্যালেস

সুগন্ধা বিচের কাছে অবস্থিত হোটেল সি প্যালেসের রুম ভাড়া ৪০০০ থেকে ৬০০০ টাকার মধ্যে। তবে সিজনভেদে এই ভাড়া আরো বাড়তে পারে।

কক্সবাজার হোটেল কল্লোল

লাবনী পয়েন্টের কল্লোল হোটেলের রুম ভাড়া ৩২৫০ টাকা থেকে ৬০০০ টাকার মধ্যে।

কক্সবাজার হোটেল সিগাল

কক্সবাজারে ঝাউবন এরিয়ায় সিগ্যাল হোটেল অবস্থিত। হোটেলের রেগুলার ভাড়া ৯৫০০ থেকে ৬৩ হাজার টাকা। সিজনভেদে ৬০% পর্যন্ত ডিসকাউন্ট থাকে।

কক্সবাজার হোটেল জামান

কম খরচে একমাত্র জামান হোটেলেই সুইমিংপুল সুবিধা রয়েছে। ২৫০০ থেকে রুম ভাড়া শুরু। সিজনভেদে রুম ভাড়ায় পরিবর্তন হয়ে থাকে।

কক্সবাজার দর্শনীয় স্থান

  • কলাতলী, সুগন্ধা, লাবনী সমুদ্র সৈকত
  • হিমছড়ি
  • ইনানী
  • পাটুয়ারটেক
  • রামু বৌদ্ধ মন্দির
  • রেডিয়েন্ট ফিশ একুরিয়াম
  • মিনি বান্দরবান
  • মহেশখালী (দেশের একমাত্র পাহাড় সম্বলিত দ্বীপ)

ঢাকা থেকে কক্সবাজার বাস ভাড়া

  • ঢাকা থেকে নন-এসি বাস ভাড়া ৮০০ টাকা। 
  • মান ভেদে এসি বাস ভাড়া ১০০০ থেকে ২৫০০ টাকা।

কক্সবাজার

সমুদ্রপ্রেমী সকলের অন্যতম পছন্দের স্থান কক্সবাজার। নিরাপদ সমুদ্র সৈকত থাকায় শিশু থেকে বুড়ো সকল বয়সী মানুষ এখানে এসে গা ভিজাতে পারে। দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশাপাশি কক্সবাজারে রয়েছে দ্বীপ, পাহাড়, মেরিন ড্রাইভ। প্রিয় মানুষের হাতে হাত রেখে বালুকা বেলায় হাঁটতে হাঁটতে সূর্যাস্ত দেখার জন্যও কক্সবাজার জনপ্রিয়।

ঢাকা থেকে কক্সবাজার যেতে বাসে ৮-৯ ঘন্টা সময় লাগে। প্লেনে সময় লাগে ৪৫ মিনিট। এছাড়া ডিসেম্বর মাস থেকে ট্রেন চলাচলও শুরু হবে।

শীতকালে কক্সবাজার ভ্রমণে গেলে অধিকাংশ পর্যটক দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ঘুরতে যায়। সেন্টমার্টিনের সেরা ১০ টি রিসোর্ট সম্পর্কে জানতে পোস্টটি পড়ুন।

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

Similar Posts