বালু নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ

০১ অক্টোবর, ২০১৬। বেরাইদের বালু নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে গিয়েছিলাম। নৌকা বাইচ হওয়ার কথা ২২সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পরে সেটা পিছিয়ে ১ তারিখ করা হয়। আমার আগে থেকেই নৌকা বাইচের উপর আগ্রহ থাকায় দেখতে চলে গেলাম।

দুপুরবেলা বাসা থেকে বের হওয়ার সময় আকাশ মেঘলা দেখে সানগ্লাস না নিয়েই বের হলাম এবং দিনের সবচেয়ে বড় ভুলটি করলাম। যাইহোক বাসে করে বাড্ডা নতুন বাজার গিয়ে দেখি বেরাইদে যাওয়ার লেগুনা নেই। অনেক মানুষের ভিড়। এমনিতে মানুষ খুঁজে পায় না লেগুনাগুলো কিন্তু আজকে নৌকা বাইচ থাকায় ব্যবসা রমরমা। একটা লেগুনা আসায় দৌড়ে গিয়ে কোনরকমে লেগুনায় বসলাম। ২০ টাকা ভাড়া নিলো ঘাট পর্যন্ত এমনিতে মনে হয় ১০/১৫ টাকা।

লেগুনা যখন ঘাটের কাছে নামিয়ে দিলো তখন তো চোখ ছানাবড়া। ঘাটে মানুষ আর মানুষ। আর এত গরম বলার বাইরে। গরমে অতিষ্ঠ হয়ে ছায়ার সন্ধানে করতে লাগলাম। কিন্তু কোথাও কোন ছায়া নেই। আর নৌকাবাইচ দেখার মত অবস্থাও নেই। এত মানুষ ঘাটের কাছেই যাওয়া যাচ্ছে না। নদীর ওইপারে এক চরে যেতে পারলে দেখা যেত কিন্তু সেটাও সম্ভব না। অগত্যা কোন রকমে একটা জায়গায় দাঁড়িয়েই নৌকা বাইচ দেখলাম।

নৌকা বাইচ দেখে মন ভরলো না। ভেবে ছিলাম অনেক অনেক নৌকা হবে। তেমন কিছু না। আর এত ছোট নদীতে পাশাপাশি অনেকগুলো নৌকা চলাচলও করতে পারবে না। ৩০ মিনিটের মত থেকে চ্যাম্পিয়ান কে হয় তা দেখেই ঘাট থেকে বের হয়ে পড়লাম।

ঘাট থেকে নতুন বাজার পর্যন্ত যাওয়ার জন্য এবার ইঞ্জিন চালিত রিকশা নিলাম। বেরাইদে যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর। শরৎকাল হওয়ায় দুইপাশেই ছিলো কাশফুল। রোদের তাপ কমে যাওয়ায় ভালোই লাগছিলো পরিবেশটা। বিকেলে ঘুরতে আসার জন্য বেশ ভালো জায়গা। মজার ব্যাপার হলো এই বেরাইদের বয়স নাকি ৪০০ বছরেরও বেশি। শুনে বেশ অবাক হলাম!

নৌকা বাইচ তো আর দেখা যাবে না তবে বালুর নদীর পাড়ে বিকেল বা কাশফুল দেখার জন্য বেরাইদে যেতে পারেন। ভালো লাগবে।

যাওয়ার উপায়

ঢাকার যেকোন জায়গা থেকে প্রথমে বাড্ডা নতুন বাজার আসতে হবে। এখান থেকে বেরাইদে যাওয়ার জন্য লেগুনা/অটো রিকশা পাওয়া যায়। চাইলে প্রাইভেট কার/বাইক/সাইকেল নিয়েও ঘুরে আসা সম্ভব।

খরচ

লেগুনা ভাড়া – ১০/১৫ টাকা
রিকশা ভাড়া ঘাট পর্যন্ত – ৫০ টাকা

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

Similar Posts

Leave a Reply