ডিঙ্গি হোম স্টে
হোটেল বা রিসোর্ট ভাড়া করার ক্ষেত্রে আমাদের দেশে সোলো ট্রাভেলারদের জন্য তেমন কোন সুযোগ সুবিধা নেই।
একা হলেও দেখা যায় ২/৪ জনের বিশাল রুম ভাড়া করতে হয়। এতে করে ট্যুরের খরচ বেড়ে যায়।
ডিঙ্গি হোম স্টে তে সুবিধা হচ্ছে কেউ একা থাকতে চাইলে এখানে পুরো রুম নিতে হবে না। একজনের খরচ দিয়ে রুম শেয়ার করে থাকা যাবে।
চলুন জেনে নেওয়া যাক ডিঙ্গিতে আরো কি কি সুযোগ সুবিধা থাকছে।
ডিঙ্গি হোম স্টে তে কাদের জন্য
- ব্যাচেলর, বন্ধু বা পরিবার সবার জন্যই। (নিজেরা রান্নার সুবিধা থাকছে)
- যারা কোলাহলমুক্ত নির্জনে সময় কাটাতে চান।
- যারা ঘন্টার পর ঘন্টা পানি আর পাহাড় দেখে সময় পাড় করে দিতে পারবেন।
ডিঙ্গি হোম স্টে তে যেসব সার্ভিস পাবেন
- উডেন কটেজে চাকমা স্টাইলে বানানো রুমে থাকার ব্যবস্থা।
- পোর্টেবল সুইমিং পুল। নিজেরা ফুলিয়ে নিতে পারবেন।
- বাতাসে ফুলানো কায়াক টাইপের বোট।
- নিজেরা রান্না করার ব্যবস্থা। অথবা বাজার করে দিলে রান্না করে দেওয়া হবে।
- বাচ্চাদের খাবার গরম করার ব্যবস্থা।
- ফ্রিজ ব্যবহারের সুযোগ।
- অনপেমেন্ট বাঙ্গালী ও পাহাড়ী উভয় ধরনের খাবার ব্যবস্থা। তবে খরচ কোন ভাবেই বাইরের হোটেলের চেয়ে বেশি হবে না।
- কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ডিনারও কমপ্লিমেন্টারি হিসেবে যুক্ত করার কাজ চলছে।
- বাইক ও কার পার্কিং।
- স্পিডবোট সার্ভিস বা যেকোন বোট সার্ভিস।
- চট্টগ্রামের যেকোন জায়গা থেকে পিক এবং ড্রপ।
- লোকাল ট্যুরের জন্য গাড়ি ও সিএনজি সার্ভিস।
ডিঙ্গি হোম স্টে বৈশিষ্ট্য সমুহ
- লোকেশন রাঙ্গামাটি শহরে পৌরসভার ভেতরে লিচু বাগান।
- গুগল লোকেশন
- এটি পুরোপুরিভাবে হোম স্টে। আপনি স্থানীয় (বাঙ্গালী মুসলিম) সম্ভ্রান্ত পরিবারের সাথে থাকার সুযোগ পাবেন সাথে প্রাইভেসিও থাকছে।
- সারাদিন রাঙ্গামাটির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে নিজের মত একান্ত কিছু সময় কাটাতে পারবেন।
- ডিঙ্গি অন্ধকার উপভোগের জায়গা। রাতে আলো যতটা কম রাখা যায় সে চেষ্টা করা হয়।
- নির্জনতাকে উপভোগ করার জন্য ডিঙ্গি হোম স্টে তৈরি করা হয়েছে। তাই রাতে উচ্চমাত্রার শব্দ করা যাবে না।
খরচ ও রুম ক্যাটাগরি
- ডিঙ্গিতে দুইটি রুম।
- কেউ যদি পুরো রুম নিতে চায় তাহলে রুমের ভাড়া,
- রুম ১ – ৩০০০ টাকা। দুই বেডে ৩ জন থাকতে পারবে।
- রুম ২ – ২০০০ টাকা। এক বেডে ২ জন থাকতে পারবে।
- কেউ পুরো ডিঙ্গি ভাড়া নিতে চাইলে খরচ পড়বে ৫০০০ টাকা। তখন ৫ জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে।
- সলো ট্রাভেলারদের জন্য,
- জনপ্রতি ৫০০ টাকায় রুম শেয়ার করে থাকতে পারবে।
- এক রুমে ৬-৮ জন রাখা হতে পারে।
- বেড ক্যাপাসিটি শেষ হয়ে গেলে যারা ফ্লোরিং করে থাকতে চান তারা ৩০০ টাকায় থাকতে পারবেন।
যোগাযোগ
- ফেসবুক পেজঃ Dingi Homestay – Rangamati
আরো পড়ুন: