বর্ষনমুখর দিনে আড়াইহাজার ভ্রমণ
পরিচিত বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন ব্যতীত জীবনের প্রথম একা কোথাও ঘুরতে যাই আড়াইহাজার উপজেলা, নারায়নগঞ্জ। বেড়াই বাংলাদেশ আয়োজিত ইভেন্টটিতে কি কি দেখলাম চলুন জানা যাক।
সকাল ৬.১০ মিনিটে এল্যার্ম বাজার পর চিন্তা করলাম। এত সকালে উঠে যাবো কি, যাবো না। সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম। আমি কাউকে চিনিও না। শেষ পর্যন্ত যাওয়ার সিদ্ধান্তটা যে কতটা সঠিক ছিলো তা গেলে বুঝতাম না।
কি কি মিস করতাম যদি না যেতাম
- আড়াইহাজার যাওয়ার পথে দুপাশের রাস্তার সৌন্দর্য উপভোগ করা
- শাহিনুর ভাইয়ের বাসায় মাইক্রো সিঙ্গারা, এন্টিক চা
- শাহিনুর ভাইয়ের বন্ধু রকির সাথে সেলফি তোলা
- শাহিনুর ভাইয়ের বাগান দেখা
- শাহিনুর ভাইয়ের পাখিশালা দেখা
- চৌদ্দার চরে(মেঘনা নদীর একটি চর) ঠাডা(বজ্রপাত) পড়ার ভয়ে সবাই নৌকায় জড়সড় হয়ে বসে থাকা
- ঠান্ডা বৃষ্টির পানিতে মেঘনার গরম পানিতে গোসল
- নাম ভুলে যাওয়া ভাইয়ের, “বস্তার মুখ খোলা” কৌতুক শোনা
- সন্ধ্যায় আশরাফ ভাইয়ের বাগান বাড়িতে মুড়ি বানানী, এন্টিক আলু পুরি খাওয়া।
- ফিরতি পথে আশরাফ ভাইয়ের দেওয়া চা পাতা নিয়ে আসা
- এবং অতি অবশ্যই অসাধারন কিছু মানুষের সাথে পরিচয় হওয়া
বর্ষণমুখর দিন উপভোগের ষোলআনা পূর্ণ হয়েছিলো সেদিন।
যাওয়ার উপায় শাহীনুর ভাইয়ের লেখা তুলে দিলাম
রুট ১
সায়েদাবাদ থেকে অভিলাস পরিবহন বাস ছাড়ে। ভাড়া ৬৫ টাকা। এটা মদন পুর দিয়ে আসবে । অথবা গুলিস্তান থেকে দোয়েল /সদেশ পরিবহন এ মদনপুর ৪৫ টাকা নেমে আড়াইহাজার এর সি এন জি ৫০ টাকা।
রুট ২
কলাবাগান থেকে মেঘলা পরিবহন বাস ছাড়ে। ভুলতা/গাউসিয়া। ভাড়া ৬৫ টাকা। গাউসিয়া নেমে একটু সামনে এসে লোকাল সি এন জি তে আড়াইহাজার বাজার । ভাড়া ৩০ টাকা।গাউসিয়াতে ফ্লাইওভার এর কাজ চলছে… মাঝে মাঝে প্রচণ্ড জ্যাম হয় সকালের পরে… আপাতত এই রুট টা দিয়ে না আসাই ভাল…
রুট ৩
কুড়িল ফ্লাইওভার এর ৩০০ ফিট ক্রসিং থেকে লোকাল ট্যাক্সি তে গাউসিয়া। ভাড়া ৮০ টাকা। গাউসিয়া নেমে একটু সামনে এসে লোকাল সি এন জি তে আড়াইহাজার বাজার । ভাড়া ৩০ টাকা।
যেভাবেই আসুন, আড়াইহাজার থানার মোড় থেকে সি এন জি তে খাগকান্দা ঘাট ৪০ টাকা। ঘাটের সাথেই চৌদ্দার চর দেখা যায়। লোকাল ট্রলার এ ২০ টাকা নিবে। তাছাড়া ট্রলার রিসার্ভ নিয়ে মন মত ঘুরতে পারেন। আকার, ধরন ভেদে ২০০-৪০০ টাকা ঘণ্টা নিবে।