টাঙ্গুয়ার হাওর হাউজবোট (ভাড়া ও বিস্তারিত সব তথ্য)
টাঙ্গুয়ার হাওরের ৩৮টি হাউসবোটের বিস্তারিত তথ্য এই পোস্ট থেকে জেনে নিবো। চলুন শুরু করা যাক।
হাউজবোট কি ও জলযানের ধরণ
- খোলামেলা হাউজবোট: এসব হাউজবোট মূলত ফ্রেন্ড সার্কেল ও গ্রুপ ট্যুর টার্গেট করে বানানো। পর্দা, কার্টেইন ও পার্টিশন দিয়ে প্রয়োজনীয় প্রাইভেসি দেয়া হলেও বদ্ধ রুম বা ডোর লক সিষ্টেম নাই। স্বাভাবিকভাবেই এ বোটগুলোর ভেন্টিলেশন সিষ্টেম ভালো।
- প্রাইভেসিসহ হাউজবোট: কাপল ও প্রাইভেসি চাওয়া ফ্যামিলীদের টার্গেট করে বানানো এই হাউজবোটগুলোতে ডোর লক সুবিধা আছে। এই হাউজবোটগুলোর খরচ তুলনামূলক বেশি হলেও যারা প্রাইভেসি চান তাদের জন্য এটাই বেষ্ট অপশন। তবে সমস্যা হলো বদ্ধ হওয়ায় গরম বেশি লাগে।
- ট্রাডিশনাল হাউজবোট: পুরোনো অনেক ট্যুরিষ্ট নৌকাকে ইম্প্রোভাইজ করে এই টাইপের হাউজবোটগুলো বানানো। এগুলোতে এখনো ঢালা বিছানা ও হাইট কম। তাহিরপুরে এগুলো বেশি পাবেন। খরচও একটু কম।
- ট্রাডিশনাল হামগুড়ি বোট: এগুলো বাজেট ফ্রেন্ডলি বোট। তাহিরপুর, জামালগঞ্জ, মোহনগঞ্জ ও মধ্যনগরে বেশ এভেইলেবল। এসব বোটে ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ বলে পরিবার নিয়ে না যাওয়াই উত্তম।
- ছই ওয়ালা টেম্পু নৌকা: যারা ডে ট্রিপ করবেন তাদের জন্য এগুলো বেষ্ট অপশন। ৩-৫ হাজারেই সারাদিনের জন্য এই বোটগুলো পেয়ে যাবেন। ৪-৬ জন আরামে ঘুরতে পারবেন। তাহিরপুরে এভেইলেবল।
ম্যাটারিয়ালের হিসাবে আবার বডি দুই ধরণের হয়। কাঠবডি আর স্টিলবডি। যেহেতু গরম কম লাগে তাই কাঠবডিই বেশি ভালো।
হাউজবোটের মধ্যেও সবুজ কার্পেট, চেয়ার টেবিল, বাগান, ছাতা ও নানা ডেকোরেশনে সুসজ্জিত ছাদওয়ালা বোট ও ট্রাডিশনাল ভিউয়ের ছাদওয়ালা বোট আছে। যে যার বাজেট ও রুচি অনুযায়ী বেছে নিবেন।
বি.দ্র. সরাসরি অপু নজরুল ভাইয়ের অনুমতিক্রমে ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।
হাউজবোটগুলোর ২ দিন ১ রাতের প্যাকেজ ট্যুরে যেসকল স্পট ঘুরিয়ে দেখানো হয়
- ওয়াচ টাওয়ার
- টেকেরঘাট
- লকমাছড়া
- শহীদ সিরাজ লেক (নীলাদ্রি লেক)
- শিমুল বাগান
- বারিক্কা টিলা
- জাদুকাটা নদী
- খরচার হাওর
- টাঙ্গুয়ার হাওর
১/ জগতজ্যোতি – Jagatjoti: An Eco Houseboat of Tangua

যোগাযোগ
ফেসবুক পেজ: https://www.facebook.com/profile.php?id=100084054766647
মোবাইল নাম্বার: 01819-384744
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- কাঠের নৌকা।
- ৪ টি কেবিনে ১২ জন ও ১ টি লাউঞ্জে ৫ জন মোট ১৭ জনের থাকার ব্যবস্থা।
- লাউঞ্জে ‘বাতাসঘর’ এর মত বড় লাউঞ্চ। ফ্রেন্ড সার্কেল বা পরিবার নিয়ে আড্ডা দেয়ার জন্য আদর্শ কমন স্পেস।
- ছেলে ও মেয়েদের জন্য ২ টি আলাদা ওয়াশ রুম (হাই কমোড)
- জেনারেটর, সোলার
- সোলারের সাহায্যে প্রতিটি কেবিনে লাইট, ফ্যানের সুব্যবস্থা (সার্বক্ষণিক)
- জেনারেটরের সাহায্যে ৮ ঘন্টা+ মোবাইল/ল্যাপটপ চার্জ দেওয়ার সুব্যবস্থা
- নৌকাতে আছে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়াসহ আরও অনেক সুযোগ সুবিধা।
প্যাকেজ প্রাইস
- পলিসি ১
- ১৪-১৭ জনঃ জনপ্রতি ৬০০০ টাকা
- ১৪ জনের কম হলেও ১৪ জনের চার্জ দিতে হবে
- পলিসি ২ঃ যাদের গ্রুপ নাই বা দলছুট তাদের জন্য প্রতিমাসে দুটি ইভেন্ট করা হয়। ইভেন্ট হলে বাতাস ঘরে চারজন বা এক কেবিনে তিনজন থাকলে পার হেড ৬০০০ টাকা। কাপল হলে পার কেবিন ১৪০০০ টাকা।
এত বোট থাকতে জগতজ্যোতিতে কেন যাবেন
- আমরা আমাদের খাবার দাবার ও মেন্যুর ব্যাপারে অনেক যত্নশীল কারণ আমরা খেয়াল করেছি আমরা সকল হাউজবোটের ফ্যাসিলিটি ও ঘুরানোর স্পট প্রায় একই। ভ্যালু এডের সুযোগ রয়েছে শুধু খাবার দাবারেই৷ তাই আমরা ভাতের চালটা থেকে পানি পর্যন্ত সকল খাদ্যে খুঁতখুঁতে ও সতর্ক!
- অন্য অনেক বোটে যেখানে জারের পানি খাওয়ায় আমাদের বোটে আমরা মিনারেল ওয়াটার ছাড়া খাওয়াই নাই। একটা ২০ লিটারের জার ৪০ টাকা আর ২০ লিটার মিনারেল ওয়াটারের দাম ৪০০ টাকা। পার্থক্যটা বুঝা যাচ্ছে?
- পাইজাম মিনিকেট আর তথাকথিত নাজির তো শহরে সবাই খান বাসাবাড়িতে৷ আমরা আমাদের অতিথিদের খাওয়াই হাওরের লোকাল ভ্যারিয়েন্ট টেপি বোরো, রাতা বোরো বা বেগুনবিচির মত বিলুপ্তপ্রায় চালের ভাত। রান্নার সময় ও গরম ভাতে যে সুঘ্রাণ হয় তাতেই দ্বিগুন ভাত খাওয়া যায়। আমরাও চাই আমাদের বোটে অতিথিরা ডাবল খাক!
- আমরা হাওরের মাছ ছাড়া খাওয়াই না। যত কষ্টই হোক আমরা হাওরের বড় ছোট মাছ যোগাড় করি৷ কোনভাবেই আমাদের নৌকায় চাষের মাছ তুলতে আমরা আগ্রহী না।
- দেশী মুরগী ছাড়া আমরা খাওয়াই না। অথচ চাইলে অন্যদের মত ব্রয়লার বা কক খাইয়ে আমরা দায় সারতে পারতাম।
- প্রতি ট্রিপে থাকে পর্যাপ্ত হাঁস। প্রতি তিন/চারজনের জন্য একটি হাঁস কেনা হয়। মেন্যুতে বৈচিত্র্য আনতে থাকে কোয়েল পাখি, ছোট মাছ, মাছের ডিম, শুটকি ভর্তা, লাউ চিংড়ি, মুড়োঘন্ট সহ নানা আইটেম। (যখন যেটা পাওয়া যায়) প্রতিবেলায় থাকে ডাবল, ট্রিপল ও ক্ষেত্রবিশেষে কোয়াড্রপল (৪) টি মেন্যু।
- রান্নায় আমরা বাটা মশলা ব্যবহার করি। কোন টেষ্টিং সল্ট, কেচাপ, সস ব্যবহার করা হয়না৷
- আমরা টেকেরঘাটের মত কেওজ ও দূষণযুক্ত জায়গায় না রেখে গেষ্টদের রাখি নীরব ও শান্ত কোন স্থানে যাতে গেষ্ট প্রকৃতি ও নীরবতা উপভোগ করতে পারেন।
- জগতজ্যোতিতে শিশুরা যদি বেড না নেয় (বাবা মায়ের সাথে থাকে) তাহলে আমরা কখনো শিশুদের ফুড প্রাইস রাখিনা। শিশুদের জন্য খাবার ফ্রি।
- আমরা নানারকম কৌশলে আপনাদের ভীড়ভাট্টা এড়িয়ে শান্তিপূর্ণ ট্যুর এশিউর করবোই। যেখানে একই দিনে অন্য বোটে ভ্রমণে গিয়ে আপনার বন্ধু হিজরার আক্রমণ, মাইকের অত্যাচার, পরিবেশ দুষণ দেখে আসবে সেই একই ট্যুরে এসব যাতে আপনার দৃষ্টিতে না পড়ে সে ব্যবস্থা করার দায়িত্ব আমাদের।
- যদি ইভেন্ট হয় তবে নানারকম গেষ্ট হয়। সেক্ষেত্রে আমরা মাদক, শব্দ ও পরিবেশ দূষণের ক্ষেত্রে কঠোর থাকি। অন্য গেষ্টের অসুবিধার কারণ হয়ে জগতজ্যোতিতে ধূমপানেরও সুযোগ নাই।
- সত্যিকারের নৌ ভ্রমণের অভিজ্ঞতা চাইলে জগতজ্যোতির বিকল্প নাই। তবে ছাদে ঘাস কার্পেট লাগলে আমাদের তা নাই। প্লাষ্টিকের ফুল, জবরজং ডেকোরেশন, ডোরলক কেবিন বা দোলনাও নাই। এর মধ্যে ভবিষ্যতে দোলনা আসার চান্স থাকলেও বাকিগুলো কখনোই ইমপ্লিমেন্ট হবেনা। যেহেতু পর্দা ছাড়া আর কোন প্রাইভেসি নাই আমাদের কেবিনে তাই যাদের আসলেই প্রাইভেসি প্রয়োজন (যেমন কাপল বা প্রপার পর্দা করা ভদ্রমহিলা) তাদের জন্য জগতজ্যোতি গুড চয়েস না। তাছাড়া আমাদের কিছু ড্র ব্যাকও আছে। আমাদের ফুড এন্ড সার্ভিস লাক্সারী ক্যাটাগরীর হলেও আমাদের হাউজবোট ও চার্জ ইকোনমি ক্যাটাগরীর।
২/ আরণ্যক – Aronnok: The Luxury House Boat of Tangua
ফেসবুক পেজ: https://www.facebook.com/aronnokhouseboat
মোবাইল নাম্বার: 01905-497238, 01882-974763, 09639-170071
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ৬ টি ডোর লকড কেবিন।
- ২ টি এটাচ্ড ওয়াশরুম এবং ২ টি কমন ওয়াশরুম।
- ৫ বেলা খাবার এবং ৪ টি হালকা নাস্তা।
- পর্যাপ্ত লাইফ জ্যাকেট এবং বয়া।
- বোটের ফ্রিজ ব্যবহারের সুবিধা।
- ফ্রুটস, বিস্কুট এবং আনলিমিটেড চা।
- লাইট, ফ্যান, ড্রেসিং মিরর, প্রতিটি কেবিনে চার্জিং পয়েন্ট।
- জেনারেটর মাধ্যমে মোট ১৮ ঘন্টা বিদ্যুং সার্ভিস।
- নির্দিষ্ট স্মোকিং জোন।
প্যাকেজ প্রাইস
- ভাড়ার তালিকা : (সুনামগঞ্জ টু সুনামগঞ্জ)
- জনপ্রতি – ৬০০০/- (এক কেবিনে ৩ জন)।
- জনপ্রতি – ৭০০০/- (এক কেবিনে ২ জন / কাপল)।
- জনপ্রতি – ৮০০০/- (এটাচ্ড ওয়াশরুম কেবিন || ২ জন)
- জনপ্রতি – ৭০০০/- (এটাচ্ড ওয়াশরুম || ৩ জন)
- জনপ্রতি – ৫৫০০/- (২/৩ জনের শেয়ার স্পেস / এক্সট্রা কেবিন)
- এসি পলিসিঃ ১০ ঘন্টা এসি সার্ভিসের জন্য কেবিন প্রতি ২০০০ টাকা অতিরিক্ত দিতে হবে।
- শিশু পলিসিঃ শুন্য থেকে ২.৫ বছর বাচ্চার জন্য সম্পুর্ণ ফ্রী। ৩ থেকে ৭ বছর বাচ্চার জন্য ৪০% ডিসকাউন্ট (বাবা মায়ের সাথেই রুম শেয়ার সাপেক্ষে) এবং ৭ বছর থেকে এডাল্ট হিসেবে গন্য হবে।
সম্পূর্ণ বোট ভাড়ার তালিকা
- ১৯-২০ জনের জন্য জনপ্রতি খরচ- ৫৫০০ টাকা
- ১৭-১৮ জনের জন্য জনপ্রতি খরচ- ৬০০০ টাকা
- ১৫-১৬ জনের জন্য জনপ্রতি খরচ- ৬৫০০ টাকা
- ১৩-১৪ জনের জন্য জনপ্রতি খরচ- ৭০০০ টাকা
- ১১-১২ জনের জন্য জনপ্রতি খরচ- ৭৫০০ টাকা
- ১০ জনের জন্য জনপ্রতি খরচ- ৮০০০ টাকা
৩/ হাওরযাত্রিক – Haorjatrik
ফেসবুক পেজ: https://www.facebook.com/haorjatrik.houseboat
মোবাইল নাম্বার: 01788-556555
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- পর্যটক ধারন ক্ষমতা ১৫ জন
- ৫ টি কেবিন
- প্রতিটি কেবিনেই রয়েছে এট্যাচড ওয়াশরুম ব্যবস্থা
- ইনডোর লাউঞ্জ
প্যাকেজ প্রাইস
ট্যুরিস্ট সংখ্যা | সপ্তাহিক/সরকারি ছুটির দিন (শুক্রবার-শনিবার) (টাকা) | সপ্তাহের দিন (রবিবার-বৃহস্পতিবার) (টাকা) |
---|---|---|
১৫ জন | ৬৭০০ জনপ্রতি | ৪৮০০ জনপ্রতি |
১৪ জন | ৭১০০ জনপ্রতি | ৫০০০ জনপ্রতি |
১৩ জন | ৭৫০০ জনপ্রতি | ৫৩০০ জনপ্রতি |
১২ জন | ৮০০০ জনপ্রতি | ৫৬০০ জনপ্রতি |
১১ জন | ৮৬০০ জনপ্রতি | ৬০০০ জনপ্রতি |
১০ জন | ৯৩০০ জনপ্রতি | ৬৫০০ জনপ্রতি |
৪/ পাইরেটস অফ টাঙ্গুয়া – Pirates of the Tangua
ফেসবুক পেজ: https://www.facebook.com/piratesofthetangua
মোবাইল নাম্বার: 01783444030
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ৮ টি কেবিন
- সুবিশাল ওপেন লাউঞ্জ। যেখানে শুয়ে বসে আড্ডা দিতে দিতে হাওর উপভোগ করতে পারবেন।
- রুফটপ ডাইনিং।
- বোটের পিছনের দিকে রয়েছে ফ্লোটিং হাওর ভিউ স্ট্যান্ড।
- লাইফ জ্যাকেটম লাইফ বয়া
- ফিল্টার পানির ব্যবস্থা
- সার্বক্ষণিক চা/কফি
- কিং সাইজ হাইকমোড/লোকমোড মিলিয়ে ৩ টি ওয়াশরুম।
- দিনে রাতে নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ অর্থাৎ জেনেরেটর সার্ভিস
- সাবান, শ্যাম্পু,হ্যান্ডওয়াশ, টিস্যু।
- নামাজের স্থান।
- প্রতিটি রুমেই রয়েছে ফোন ল্যাপটপ চ্যার্জিং সিস্টেম।
- ইনডোর গেমসের বেশ কিছু উপকরণ।
- রুম ঠান্ডা রাখার জন্য ছাদ তৈরি করা হয়েছে ৮ টি লেয়ারের মাধ্যমে। এছাড়াও বৈদ্যুতিক ফ্যান রয়েছে।
প্যাকেজ প্রাইস
ট্যুরিস্ট সংখ্যা | সপ্তাহিক/সরকারি ছুটির দিন (শুক্রবার-শনিবার) (টাকা) | সপ্তাহের দিন (রবিবার-বৃহস্পতিবার) (টাকা) |
---|---|---|
একরুমে ২ জন | ৬৫০০ জনপ্রতি | ৬০০০ জনপ্রতি |
একরুমে ৩ জন | ৬০০০ জনপ্রতি | ৫৫০০ জনপ্রতি |
৫/ সাম্পান – Shampan
ফেসবুক পেজ: https://www.facebook.com/Shampanboat/
মোবাইল নাম্বার: 01741-283677, 01707-975964
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- স্টিল বডির বোট
- সুবিশাল প্রশস্ত বিছানা
- মাঝখানে সোজা হয়ে হাঁটাচলার রাস্তা
- জেনারেটর সার্ভিস
- ফ্যান সার্ভিস
- হাইকমোড, লোকমোড ওয়াশরুম
- পর্যাপ্ত লাইফ জ্যাকেট
- দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ আলম মাঝি
প্যাকেজ প্রাইস
- ১০-১৫ জন হলে- ৩৩৯৯ টাকা জনপ্রতি
- ১৭-২১ জন হলে- ৩০০০ টাকা জনপ্রতি
- ২২-৩০ জন হলে- ২৭০০ টাকা জনপ্রতি
৬/ সিন্দাবাদ তরী – Sindabad Tori
ফেসবুক পেজ: https://www.facebook.com/sindabadtori/
মোবাইল নাম্বার: 01877722850-51
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ক্লোজ ডোর কেবিন।
- ৮ টি কাপল রুমে ১৬ জন বেড টু বেড ক্যাপাসিটি। এছাড়া লবিতেও ৪ জন আরামে ঘুমাতে পারবে।
- ৬ টি রুমেই এটাচ/সংযুক্ত ওয়াশরুম, এছাড়াও একটি কমন হাই কমোড ওয়াশরুম এবং একটি লো কমোড ওয়াশরুম সহ মোট ৮ টি ওয়াশরুম।
- সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন সার্ভিস(হাওরে ২০১৫ সাল থেকে ট্রিপ করার অভিজ্ঞতা)
- প্রতি রুমে ফ্যান, লাইট এবং চার্জিং পোর্ট
- ছাদে রোদ থেকে বাঁচার জন্য সামিয়ানা
- গরম কম লাগার জন্য আছে তাপ রোধক ব্যবস্থা এবং আরামে হাটার জন্য ছাদেও রয়েছে বাশের চাটাই
- দক্ষ এবং অভিজ্ঞ বাবুর্চি
- অভিজ্ঞ মাঝি এবং স্টাফ
প্যাকেজ প্রাইস
- ২০ জন বা তার অধিক হলে ৮০০০ টাকা জনপ্রতি
- ১৬ জন বা তার বেশি হলে ৯০০০ টাকা জনপ্রতি
- ১২ জন বা তার বেশি হলে ১১০০০ টাকা জনপ্রতি
- ১০ জন বা তার বেশি হলে ১২৫০০ টাকা জনপ্রতি
সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ প্রায়ই তাদের নিজস্ব প্যাকেজ থাকে। যেখানে ১ থেকে যে কোন সংখ্যক পর্যটক যুক্ত হতে পারবে।
- কাপল রুম, এটাচ টয়লেট সহ জনপ্রতি ৯৫০০ টাকা (৩ জন থাকলে ৮০০০ টাকা জনপ্রতি)
- কাপল রুম, এটাচ টয়লেট ছাড়া জনপ্রতি ৮০০০ টাকা (৩ জন থাকলে ৭০০০ টাকা জনপ্রতি)
- লবিতে থাকতে চাইলে জনপ্রতি ৪৫০০ টাকা
- ৪ বছর পর্যন্ত কোন চার্জ প্রযোজ্য হবে না।
- এর উপরে হলে বাবা মায়ের সাথে বেড শেয়ার করলে ৫০% চার্জ করা হবে, আর আলাদা বেড নিলে সেক্ষেত্রে ফুল চার্জ করা হবে।
৭/ রঙ্গের খেয়া
ফেসবুক পেজ: https://www.facebook.com/Rongger.kheya/
মোবাইল নাম্বার: 01797979399, 01889994440
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ৮-১০ জনের প্রিমিয়াম হাউজবোট।
- ৪টি ডোর লক কেবিন
- ২টি ওয়াসরুম (গেস্ট ওয়াসরুম ২ টি, অন্যটি স্টাফ)
- ২৪ ঘন্টা ফ্যান লাইট
প্যাকেজ প্রাইস
ট্যুরিস্ট সংখ্যা | সরকারি ছুটি, পূর্ণিমা (শুক্রবার-শনিবার) (টাকা) | সপ্তাহের দিন (রবিবার-বৃহস্পতিবার) (টাকা) |
---|---|---|
৫ জন | ৬৫০০ জনপ্রতি | ৫৫০০ জনপ্রতি |
৮ জন | ৬০০০ জনপ্রতি | ৫০০০ জনপ্রতি |
১০ জন | ৫৫০০ জনপ্রতি | ৪৫০০ জনপ্রতি |
৮/ জলতরঙ্গ – Joltarongo
ফেসবুক পেজ: https://www.facebook.com/premiumhouseboat/
মোবাইল নাম্বার: 01825697117
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ৪টি কাপল কেবিন
- ২টি ফ্যামিলি কেবিন
- ২টি শেয়ার্ড স্পেস
- সোলার জেনারেট
- হাই কমোড, লো কমোড
প্যাকেজ প্রাইস
- কাপল কেবিন প্যাকেজ (২ জন)- ৫৫০০/- পার পারসন
- ফ্যামিলি কেবিন প্যাকেজ (৩ জন)- ৫০০০/- পার পারসন
- শেয়ার স্পেস প্যাকেজ (দরবার হল)- ৪৫০০/- পার পারসন
৯/ গলুই – GALUI
ফেসবুক পেজ: https://www.facebook.com/TanguaGalui/
মোবাইল নাম্বার: 01886-520090, 01842032426
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- দুই কেবিনের মাঝে রয়েছে ডাবল কাঠের লেয়ার। যাতে করে এক কেবিন থেকে অন্য কেবিনের পরিপূর্ণ প্রাইভেসি সংরক্ষিত থাকে
- প্রতিটি রুমে পর্যাপ্ত লাইট, ফ্যান ও চার্জিং সুবিধা
- সারারাত ও দিনের নির্দিষ্ট সময়ে জেনারেটরের মধ্যেমে বিদ্যুৎ সরবরাহ
- অল্প শব্দের জেনারেটর
- ৫টি ওয়াশরুম (৩টি হাই কমোড ও ২টি লো কমোড)
- ফিল্টার্ড খাবার পানি
- সুবিশাল লবি এবং ডাইনিং জোন
- সবার জন্য আলাদা লাইফ জ্যাকেট ও সাথে থাকবে লাইফ বয়া
- লবির ঠিক সামনেই রয়েছে দোল খেতে খেতে হাওর দেখার জন্য দৃষ্টি নন্দন দোলনা
- বোটের পিছনের দিকে রয়েছে ফ্লোটিং হাওর ভিউ স্ট্যান্ড
- অগ্নি নির্বাপক যন্ত্র।
- অন টাইম রুম সার্ভিস।
প্যাকেজ প্রাইস
ট্যুরিস্ট সংখ্যা | সপ্তাহিক/সরকারি ছুটির দিন (শুক্রবার-শনিবার) (টাকা) | সপ্তাহের দিন (রবিবার-বৃহস্পতিবার) (টাকা) |
---|---|---|
এটাচ ওয়াশরুম কেবিন (২জন) | ৮৫০০ জনপ্রতি | ৮০০০ জনপ্রতি |
কমন ওয়াশরুম কেবিন (২জন) | ৭৫০০ জনপ্রতি | ৭০০০ জনপ্রতি |
কমন ওয়াশরুম কেবিন (৩জন) | ৭০০০ জনপ্রতি | ৬৫০০ জনপ্রতি |
লবিতে কমন স্পেস | ৪৫০০ জনপ্রতি | ৪০০০ জনপ্রতি |
- শিশু পলিসি
- ০-২ বছরের বাচ্চাদের ফ্রি
- ২-৫ বছরের বাচ্চাদের আলাদা খাবার প্রয়োজন হলে ২৫০০ টাকা পড়বে।
- ৫-৮ বছরের বাচ্চাদের ট্যুর খরচের এর ৫০%
- গ্রুপ বুকিং এর ক্ষেত্রে ভাড়ার তালিকা
- ১০ জনের গ্রুপঃ জনপ্রতি ৮৫০০
- ১২ জনের গ্রুপঃ জনপ্রতি ৭৫০০
- ১৫ জনের গ্রুপঃ জনপ্রতি ৭০০০
- ১৮ জনের গ্রুপঃ জনপ্রতি ৬৫০০
- ২০ জনের গ্রুপঃ জনপ্রতি ৬০০০
১০/ আরশিনগর – The House Boat Of Tangua
ফেসবুক পেজ: https://www.facebook.com/arshinagartangua/
মোবাইল নাম্বার: 01886-501282
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ১৮ জনের ধারন ক্ষমতা।
- ছয়টি অত্যাধুনিক কেবিন ।
- ২টি টয়লেট। একটি হাই কোমড, একটি লো কোমড।
- মেয়েদের জন্য আলাদা চেন্জ রুম এবং মেকাপ রুম।
- সামনে দোলনায় বসে হাওরের সৌন্দর্য দেখার দৃশ্য।
- ঘাস কার্পেট দিয়ে পুরো ছাদ ঢেকে দেওয়া
- চারপাশে টব দিয়ে সবুজায়ন করা।
- জেনারেটর সার্ভিস ।।
- মোবাইল ,ল্যাপটপ সহ সব ধরনের চার্জিং ব্যবস্থা ।
- আলোকসজ্জায় সজ্জিত পুরো বোট ।
- লাইফ জ্যাকেট ও লাইফ বয়া রয়েছে পর্যাপ্ত ।
- লকার রয়েছে ব্যক্তিগত মোবাইল, টাকা পয়সা রাখার জন্য।
১১/ গল্প তরী – Golpo Tori
ফেসবুক পেজ: https://www.facebook.com/tanguarhouseboat/
মোবাইল নাম্বার: 01644294337, 01894-885666, 01675-362010
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ৫ টি কেবিন। সবগুলোই ডোর লক।
- প্রতিটি রুমে পাবেন আয়না, হাতে আঁকা পেইন্টিং এবং জামাকাপড় রাখার জন্য শৈল্পিক হ্যাঙ্গার।
- চারটি এটাচড বাথরুম(হাইকমোড) এবং দুইটি কমন বাথরুম(একটি হাই একটি লো)
- নৌকার লাউঞ্জ আর ছাদে বিভিন্ন রকম গাছ।
- লাউঞ্জে বসার জন্য পুরোটা জায়গা, কিছু চমৎকার টুল আর একটা ডিভাইন।
- ওপেন লাউঞ্জে কয়েকরকম আলোর ব্যবস্থা। আলো ভালো না লাগলে সব লাইট বন্ধ করে একটা ল্যাম্প জ্বালিয়ে রাখুন।লাউঞ্জে বড় একটা বাঁশের ল্যাম্প আছে।লাউঞ্জের সুন্দর লাইটিং আপনাকে মুগ্ধ করবেই।
- ছাদে সবুজ কার্পেট বিছানো এবং বসার ব্যবস্থা।
- রুমে ফ্যান,লাইট এবং চার্জিং পয়েন্ট।
- জানালায় পর্দা দেয়া। চাইলেই আরেকটা পর্দা টেনে প্রাইভেসি নিশ্চিত করতে পারবেন কিংবা পর্দা সরিয়ে নিতে পারবেন হাওরের পানির ঘ্রাণ।
- ছাদে ডায়নিং স্পেস।
- প্রতিটা কেবিনই ডোর লক। ভেতর এবং বাইরে থেকে লক করা যায়।
- সার্বক্ষণিক ইলেকট্রনিক সাপোর্ট দেয়ার জন্য জেনারেটর আছে।
- সার্বক্ষনিক চা-কফি আর সুস্বাদু নাস্তা।
- লাইফ জ্যাকেট এবং লাইফ বয়া।
- সাবান, শ্যাম্পু, হাইজেনিক উপকরণ।
- রুম ঠান্ডা রাখার জন্য ছাদ তৈরি করা হয়েছে বেশ কয়েকটি লেয়ারের মাধ্যমে।
- ফিল্টার পানির ব্যবস্থা।
প্যাকেজ প্রাইস
- ৩জনের জন্য কেবিন অ্যাটাচ ওয়াশরুম সংযুক্ত জনপ্রতি ৭০০০
- ২ জনের জন্য কেবিন অ্যাটাচ ওয়াশরুম সংযুক্ত জনপ্রতি ৭৫০০
- ২/৩ জনের ১টি কেবিন। জনপ্রতি ৫৫০০/- (ব্যাচেলর কেবিন/ পর্দা বিশিষ্ট)
এছাড়া গ্রুপ ট্যুর করতে পারবেন নিজেরা। ২ দিন ১ রাতের ফুল বোটের প্যাকেজ মূল্য,
- ৭-৮ জন প্যাকেজ: জনপ্রতি ৮৫০০
- ৯-১০ জন প্যাকেজ: জনপ্রতি ৮০০০
- ১১-১২ জন প্যাকেজ জনপ্রতি ৭৫০০
- ১৩-১৪ জন প্যাকেজ: জনপ্রতি ৬৫০০
১২/ বজরা – The House Boat
ফেসবুক পেজ: https://www.facebook.com/bojra21/
মোবাইল নাম্বার: 01610-563902, 01610563904, 01610563906
হাউজবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
বজরার প্রিমিয়াম এই হাউজবোট টিতে রয়েছে ০৬ টি ওপেন কেবিন, ০১ টি হাইকমোড ওয়াশরুম সহ মোট ০২ টি ওয়াশরুম, স্পেসিয়াস লাউঞ্জ, ছাদ বাগান সহ আধুনিক হাউজবোট ফ্যাসিলিটি।
প্যাকেজ প্রাইস
- সিঙ্গেল প্যাকেজ রেট
- ওপেন কেবিন (১ঃ২) = ৬,৫০০/- জনপ্রতি
- ওপেন কেবিন (১ঃ৩) = ৫,৫০০/- জনপ্রতি
- ফুল বোট প্যাকেজ রেট
- ১২-১৪ জনের জন্য ৬,৫০০/- জনপ্রতি
- ১৫+ জনের জন্য ৬,০০০/- জনপ্রতি
১৩/ চণ্ডীমঙ্গল বজরা – A Tangua House Boat
ফেসবুক পেজ: https://www.facebook.com/chondimangalbojra/
মোবাইল নাম্বার: 01610-563902, 01610-563904, 01610-563906
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ৪টি ওপেন কেবিন, ১টি এটাচ বাথ কাপল কেবিন, ১টি ননএটাচ বাথ কাপল কেবিন
- লাইট, ফ্যান, লকার সিস্টেম এবং চার্জিং পয়েন্ট
- ভিউ সহ প্রিমিয়াম ওয়াশরুম (হাই কমোড, বাথটাব), লো কমোড ওয়াশরুম
- পর্যাপ্ত লাইফ জ্যাকেট এবং লাইফ বয়া
- চা/ স্ন্যাক্স/পানি
প্যাকেজ প্রাইস
- এট্যাচ বাথ কেবিন= ৮৫০০/- জনপ্রতি (১:২)
- ননএট্যাচ কেবিন= ৭৫০০/- জনপ্রতি (১:২)
- ননএট্যাচ কেবিন= ৬০০০/- জনপ্রতি (১:৩)
- ওপেন কেবিন= ৬৫০০/- জনপ্রতি (১:২)
- ওপেন কেবিন= ৫৫০০/- জনপ্রতি (১:৩)
১৪/ মনসামঙ্গল বজরা – A Tangua House Boat
ফেসবুক পেজ: https://www.facebook.com/Monshamongolbojra/
মোবাইল নাম্বার: 01610563902, 01610563904
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- বজরার প্রিমিয়াম এই হাউজবোট টিতে রয়েছে ০৮ টি লকডোর কেবিন, ০১ টি এটাসড ওয়াশরুম সহ মোট ০৪ টি ওয়াশরুম, স্পেসিয়াস লাউঞ্জ, ছাদ বাগান সহ আধুনিক হাউজবোট ফ্যাসিলিটি।
প্যাকেজ প্রাইস
- সিঙ্গেল প্যাকেজ রেট
- ক্লোজ ডোর এট্যাচ বাথ কেবিন (১ঃ২) = ৮,৫০০/- জনপ্রতি
- ক্লোজ ডোর ননএট্যাচ বাথ কেবিন (১ঃ২) = ৭,৫০০/- জনপ্রতি
- ক্লোজ ডোর ননএট্যাচ বাথ কেবিন (১ঃ৩) = ৬,০০০/- জনপ্রতি
- ফুল বোট প্যাকেজ রেট
- ১৬-২০ জনের জন্য ৭,৫০০/- জনপ্রতি
- ২০+ জনের জন্য ৭,০০০/- জনপ্রতি
১৫/ BLACK PEARL – A Premium House Boat Of Tangua
ফেসবুক পেজ: https://www.facebook.com/BlackPearlHouseBoat
মোবাইল নাম্বার: 01758-086295, 01975086295, 01622421392
প্যাকেজ প্রাইস
- সুনামগঞ্জ টু সুনামগঞ্জ প্যাকেজ প্রাইজ (২দিন ও ১রাত) (ফুল বোট রিজার্ভ)
- ১২ – ১৫ জনের জন্যঃ ৭৫০০/- (জনপ্রতি)
- ১৬+ জনের জন্যঃ ৬৫০০/- (জনপ্রতি)
- সরকারি ছুটির দিন গুলোতে রুম হিসেবে ভাড়া,
- প্রতি রুমে ২জন হলে জনপ্রতি ৭৫০০/-
- প্রতি রুমে ৩জন হলে জনপ্রতি ৬৫০০/-
- সুনামগঞ্জ টু সুনামগঞ্জ প্যাকেজ প্রাইজ (১দিনের জন্য / ডে ট্রিপ ) (ফুল বোট রিজার্ভ)
- মূল প্যাকেজ রেট থেকে ৩০% অফ
১৬/ জলছবি – A Premium House Boat
ফেসবুক পেজ: https://www.facebook.com/profile.php?id=100077352908427
মোবাইল নাম্বার: 01713388492, 01713388493
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ৬ টি কেবিন এটাচ ওয়াশরুম (হাই কমোড)
- ১ টি ডিলাক্স কেবিন ( কমন ওয়াশরুম, লো-কমোড)
- রুফটপ ডাইনিং
- বোটের পিছনের দিকে রয়েছে ফ্লোটিং হাওর ভিউ স্ট্যান্ড।
- লাইফ জ্যাকেট, লাইফ বয়া
- ফিল্টার পানির ব্যবস্থা
- সার্বক্ষণিক চা/কফি
- প্রতিটি রুমে ও ওয়াশরুমে ফ্যানের ব্যাবস্থা
- দিনে রাতে নির্দিষ্ট সময়ে জেনেরেটর সার্ভিস
- সাবান, শ্যাম্পু, হাইজেনিক উপকরণ, জায়নামাজ, বই
- ফোন ল্যাপটপ চার্জিং সিস্টেম
- ইনডোর গেমসের বেশ কিছু উপকরণ
- রুম ঠান্ডা রাখার জন্য ছাদ তৈরি করা হয়েছে ৬ টি লেয়ারের মাধ্যমে।
- সার্বক্ষণিক রুম সার্ভিস
- অভিজ্ঞ গাইড
- অভিজ্ঞ বাবুর্চির মাধ্যমে হাওরের বড়,ছোট মাছ,হাসের মাংস সহ বাহারি স্বাদের লোকাল খাবার যা আপনাকে তৃপ্তির ঢেকুর তুলতে বাধ্য করবে।
প্যাকেজ প্রাইস
- কেবিনের ক্যাটাগরি (এটাচ হাই কমোড)
- জনপ্রতিঃ ৮৫০০ টাকা (১ কেবিনে ২ জন)
- জনপ্রতিঃ ৭০০০ টাকা (১ কেবিনে ৩ জন)
- শুক্রবার, শনিবার ছাড়া
- কাপল ১৫০০০ টাকা
- ৩ জন ১৮০০০ টাকা
- পুরো বোট বুকিং এর ক্ষেত্রে ভাড়ার তালিকা
- ১৮ জনের জন্য জনপ্রতিঃ ৭০০০ টাকা।
- ১৪ জনের জন্য জনপ্রতিঃ ৮০০০ টাকা।
- ১২ জনের জন্য জনপ্রতিঃ ৮৫০০ টাকা।
- ১০ জনের জন্য জনপ্রতিঃ ১০০০০ টাকা।
- ০৮ জনের জন্য জনপ্রতিঃ ১২০০০ টাকা।
- ০৬ জনের জন্য জনপ্রতিঃ১৫০০০ টাকা।
- রবিবার -বুধবার বুকিং নিলে অতিরিক্ত ১০% ছাড় দেওয়া হবে (সরকারি ছুটি ও পূর্ণিমার দিন ব্যতিত)
১৭/ Floating House of Tangua
ফেসবুক পেজ: https://www.facebook.com/floatinghouseoftangua/
মোবাইল নাম্বার: 01780-200388, 01888-001280
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- কেবিনের বিবরনঃ
- পর্যাপ্ত স্পেস সহ বেড
- কেবিনের ভেতর ২ ফিট হাটার রাস্তা
- ড্রেসিং টেবিল
- বোটের সার্ভিস সমূহ
- লক ডোর সুবিধা সম্বলিত ৬টি কেবিন (২টি কাপল কেবিন ও ৪টি ৩ জনের কেবিন)।
- প্রতিটি কেবিনে ফ্যান, লাইট ও মোবাইল চার্জিং ব্যবস্থা।
- গেস্টদের জন্যে ১টি হাই কমোড, ১টি লো কমোড ও স্টাফদের আলাদা ১টি টয়লেট।
- ফাস্টএইড কিট
- ফায়ার এক্সটিংগুইশার
- বই, ব্লুটুথ স্পিকার, লুডু, দাবা, উনোর ব্যবস্থা।
প্যাকেজ প্রাইস
ট্যুরিস্ট সংখ্যা | সপ্তাহিক/সরকারি ছুটির দিন (শুক্রবার-শনিবার) (টাকা) | সপ্তাহের দিন (রবিবার-বৃহস্পতিবার) (টাকা) |
---|---|---|
১৬ জন | ৫৫২৫ জনপ্রতি | ৫১০০ জনপ্রতি |
১৪ জন | ৫৯০০ জনপ্রতি | ৫৫২৫ জনপ্রতি |
১২ জন | ৬৩৭৫ জনপ্রতি | ৫৯৫০ জনপ্রতি |
১০ জন | ৭২২৫ জনপ্রতি | ৬৮০০ জনপ্রতি |
৮ জন | ৮৫৭৫ জনপ্রতি | ৭৬৫০ জনপ্রতি |
- কাপল ফি (কেবিন ১:২)
- ছুটির দিনঃ ৬৫০০ টাকা জনপ্রতি
- ছুটির দিন ছাড়াঃ ৬০০০ টাকা জনপ্রতি
- কাপল ফি (কেবিন ১:৩)
- ছুটির দিনঃ ৬০০০ টাকা জনপ্রতি
- ছুটির দিন ছাড়াঃ ৫৫০০ টাকা জনপ্রতি
১৮/ হাওরের সুলতান – A Premium House Boat
ফেসবুক পেজ: https://www.facebook.com/tanguarhaorhouseboatsultan
মোবাইল নাম্বার: 01644-294337
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ৬টি কেবিন। ৩ জনের ৪টি কেবিন, ২ জন/কাপলদের জন্য ২টি কেবিন (তাদের মধ্যে ২ টি কেবিনে হাই কমোড যুক্ত টয়লেট আছে), ২টি সাধারণ টয়লেট
- দরজা লক করার সুবিধা
- আড্ডা ও বিনোদনের জন্য দুটি লবি। একটি সামনে (১৬x১৩’) এবং আরেকটি পিছনে (১৭’x৪’)
- রুম এবং লবির সবখানে লাইট, ফ্যান এবং চার্জিং সুবিধা
- লাইফজ্যাকেট
- জেনারেটর
- ফার্স্ট এইড বক্স এবং জেনারেল মেডিসিন
- ১জন দক্ষ ও অভিজ্ঞ বোট চালক। ৩-৪ জন কর্মী এবং ১জন বাবুর্চি
প্যাকেজ প্রাইস
- ৭-৮ জন প্যাকেজ: জনপ্রতি ১০০০০/-৳
- ৯-১০ জন প্যাকেজ: জনপ্রতি ৯০০০/-৳
- ১১-১২ জন প্যাকেজ জনপ্রতি ৮০০০/-৳
- ১৩-১৪ জন প্যাকেজ: জনপ্রতি ৭৫০০/-৳
- ১৫-১৭জন প্যাকেজ জনপ্রতি ৭০০০/-৳
- ১৮-২০ ব্যক্তির প্যাকেজ জনপ্রতি ৬৫০০/-৳
১৯/ নায়রী – Nayori
ফেসবুক পেজ: https://www.facebook.com/NayoriBoat/
মোবাইল নাম্বার: 01701-048928
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- সম্পুর্ন উডেন বোট।
- ৬ টি কেবিন । প্রতিটি কেবিনে কিং সাইজ বেড থাকার পরে ও ব্যাগ রেখে হাটার পর্যাপ্ত যায়গা।
- বোটের সামনে নজর কাড়া দোলনা। সাথে থাকছে বসার ব্যাঞ্চ, বেশ কিছু গাছ।
- ৩ টি ওয়াশরুম (গেস্ট ও স্টাফদের জন্য আলাদা ওয়াশরুম)। ২ টি টাইলস করা সাথে ইংলিশ কমোড ও বেসিন যুক্ত (ডেডিকেটেড ফর গেস্ট অনলি)।
- সু-প্রশস্ত, নান্দনিক ইন্টেরিওর করা লবি। লবির এক পাশে আছে ম্যাট্রেস অন্য পাসে টেবিল আর বসার টুল। একসাথে ১০-১৫ জন বসে আরাম করে আড্ডা,গান গাইতে পারবেন।
- ছাদে রয়েছে দুইটি বিচ ব্যাঞ্চ, যখন খুশি বসে, সুয়ে হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
- প্রতিটি কেবিনে আছে ট্রান্সপারেন্ট উইন্ডো, কেবিনে বসে ও হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারছেন।
- পাওয়ার সকেট, ফ্যান লাইট, কমফোর্টার,মশারি পাচ্ছেন প্রতিটি কেবিনে।
- সার্বোক্ষনিক সোলার (DC কারেন্ট, লাইট এর জন্য) আর নির্দিষ্ট সময়ে জেনারেটোর ( লাইট, ফ্যান, চার্জিং সব কিছুর জন্য।
- পর্যাপ্ত লাইফ জ্যাকেট, ও বয়া।
প্যাকেজ প্রাইস
ট্যুরিস্ট সংখ্যা | সপ্তাহিক/সরকারি ছুটির দিন (শুক্রবার-শনিবার) (টাকা) | সপ্তাহের দিন (রবিবার-বৃহস্পতিবার) (টাকা) |
---|---|---|
১৮ জন | ৪৮০০ জনপ্রতি | ৩৮০০ জনপ্রতি |
১৬ জন | ৫৩০০ জনপ্রতি | ৪১০০ জনপ্রতি |
১৪ জন | ৫৭০০ জনপ্রতি | ৪৫০০ জনপ্রতি |
১২ জন | ৬৪০০ জনপ্রতি | ৪৯৯০ জনপ্রতি |
১০ জন | ৭৪০০ জনপ্রতি | ৫৮০০ জনপ্রতি |
৮ জন | ৮৯৯০ জনপ্রতি | ৭০০০ জনপ্রতি |
ছোট গ্রুপ বা যায়া শেয়ারিং এ যেতে চান তারা নির্দিষ্ট ডেটে বুকিং করতে পারেন। প্রতি মাসে নির্দিষ্ট ডেটে আমাদের শেয়ার ট্রিপ হয়ে থাকে। ডেট জানতে পেইজে নক দিতে পারেন।
- এ ক্ষেত্রে (উইক ডেজ)
- ১ কেবিনে ৩ জন হলে জনপ্রতি ৩,৮০০৳
- ১ কেবিনে ২ জন হলে জনপ্রতি ৪,৯৯০৳
- উইকেন্ড
- ১ কেবিনে ৩ জন হলে জনপ্রতি ৪,৮০০৳
- ১ কেবিনে ২ জন হলে জনপ্রতি ৬,৪০০৳
২০/ জল নীড় – Jol Nir
ফেসবুক পেজ: https://www.facebook.com/JolNirBD/
মোবাইল নাম্বার: 01676801401, 01515241273
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ফ্যামিলি লাউঞ্জ
- প্রতিটি কেবিনে লাইট, ফ্যানের ব্যবস্থা
- জেনারেটর ব্যবস্থা
- লাইফ জ্যাকেট
প্যাকেজ প্রাইস
- শুক্রবার এবং শনিবার ( যে কোনো সরকারি ছুটির দিন/ পূনিমা রাত সহ)
- ৮-১০ জনের গ্রুপের জন্য ৫৫,০০০ টাকা
- বোট ভাড়া ৩৫,০০০ টাকা (খাবার বাদে)
- রবিবার থেকে বৃহস্পতিবার (সরকারি ছুটি ও পূনিমা রাত ব্যতীত)
- ৮-১০ জনের জন্য ৪৫,০০০ টাকা
- শুধু মাত্র বোট ভাড়া ৩০,০০০ টাকা (খাবার বাদে)
২১/ পালকি – Palki A Premium Houseboat
ফেসবুক পেজ: https://www.facebook.com/palkiboat
মোবাইল নাম্বার: 01820-032975
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ৬ টি ডোর লক কেবিন
- তিনটি ওয়াশরুম
- লাইফ জ্যাকেট, বয়া
- ফিল্টার পানির ব্যবস্থা
- সার্বক্ষণিক চা/কফি
- জেনেরেটর সার্ভিস
- সাবান, শ্যাম্পু
- ফোন, ল্যাপটপ চ্যার্জিং সিস্টেম
প্যাকেজ প্রাইস
- ১ রাত ২ দিনের প্যাকেজ
- জন প্রতি ৬০০০ টাকা ( ১ কেবিনে ৩ জন)
- জন প্রতি ৬৫০০ টাকা ( ১ কেবিনে ২ জন)
- মিনিমাম ৮-১০ জন/৪-৫টা কেবিন বুকিং হলেই নৌকা ছাড়া হবে।
২২/ বনেদি – The House Boat
ফেসবুক পেজ: https://www.facebook.com/BonediTanguar
মোবাইল নাম্বার: 01705-128877, 01620-203261
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ৫ টি সু প্রশস্ত লকড কেবিন। প্রতি কেবিনে লাইট, ফ্যান, চার্জিং পয়েন্ট।
- সুবিশাল লাউঞ্জ যেখানে ১২-১৫ জন বসে আড্ডা দিতে পারবেন।
- ২ টি হাইকমড ও ১ টি লো কমড ওয়াশরুম।
- মোট ৫ বেলা খাবার।
- চা/স্ন্যাক্স, মিনারেল/ফিল্টার পানির ব্যবস্থা
- লাইফ জ্যাকেট
- সারা রাত জেনারেটর সার্ভিস
- ইনডোর গেমস (লুডু, কার্ড, দাবা), ফুটবল, হ্যামক ইত্যাদি।
- জায়নামাজ
প্যাকেজ প্রাইস
- ফ্যামিলি কেবিন প্যাকেজ (৩ জন)- ৪৫০০/- জনপ্রতি
- কাপল কেবিন প্যাকেজ (২ জন)- ৫৫০০/- জনপ্রতি
২৩/ জাহাজী – The KING of Tangua
ফেসবুক পেজ: https://www.facebook.com/JahajiTheKINGofTangua/
মোবাইল নাম্বার: 01880-088900
প্যাকেজ প্রাইস
- ১৬-১৮ জন ৫,৫০০/- জন প্রতি
- ১৩-১৫ জন ৬,৫০০/- জন প্রতি
- ১০-১২ জন ৭,৫০০/- জন প্রতি
- ৮-০৯ জন ৯,৫০০/- জন প্রতি
- ৬-০৭ জন ১২,৫০০/- জন প্রতি
- মোট ক্যাপাসিটি – ১৮ জন
- শুক্র শনিবার ছাড়া অন্যান্য দিন থাকছে ১৫% ছাড়।
২৪/ মেঘমল্লার – Majestic Stay at Tangua
ফেসবুক পেজ: https://www.facebook.com/meghmollar.tangua/
মোবাইল নাম্বার: 01828-626472, 01681-161900
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ,
- বেড টু বেড ২০ জন ক্যাপাসিটি
- ৭টি কেবিন।
- ২টি স্পেশাল ডোর লক কাপল কেবিন
- ৫টি ৩ জনের বড় স্লাইড কেবিন
- ১টি ১/১ বেড কাম ডিভান
- ২টি ওয়াশরুম (হাই কমোড) (চেঞ্জিং রুম ফ্যাসিলিটি)
- ১ টি লো-কমোড ওয়াশরুম
- বেসিন, মিররের আলাদ সেটাপ
- সু-প্রশস্ত ছাদ
- ছাদে বসার জন্য ফোল্ডিং ম্যাট
- লাইফ জ্যাকেট ও লাইফ বয়া
- ফায়ার এক্সটিংগুইশার
প্যাকেজ প্রাইস
ট্যুরিস্ট সংখ্যা | সপ্তাহিক/সরকারি ছুটির দিন (শুক্রবার-শনিবার) (টাকা) | সপ্তাহের দিন (রবিবার-বৃহস্পতিবার) (টাকা) |
---|---|---|
১০-১২ জন | ৭৫০০ জনপ্রতি | ৭০০০ জনপ্রতি |
১৩-১৫ জন | ৬৫০০ জনপ্রতি | ৬০০০ জনপ্রতি |
১৬-১৮ জন | ৫৫০০ জনপ্রতি | ৫০০০ জনপ্রতি |
১৮-২০+ জন | ৫০০০ জনপ্রতি | ৪৫০০ জনপ্রতি |
২৫/ তরী ময়ূরাক্ষী – Your harmonic boat
ফেসবুক পেজ: https://www.facebook.com/JahajiTheKINGofTangua/
মোবাইল নাম্বার: 01790894948, 01952537002, 01793183508
প্যাকেজ প্রাইস
- এটাচ ওয়াশরুম সহ রুম
- কাপল – ৮৫০০/- পার পারসন
- ৩ জন শেয়ার – ৮০০০/- পার পারসন
- ৪ জন শেয়ার – ৭৫০০/- পার পারসন
- নন এটাচ ওয়াশরুম
- কাপল – ৭৫০০/- পার পারসন
- ৩ জন শেয়ার – ৭০০০/- পার পারসন
- ৪ জন শেয়ার – ৬৫০০/- পার পারসন
- ওপেন কেবিন
- ৬৫০০/- পার পারসন
- প্যানারোমিক ভিউ রুম
- কাপল – ১০০০০/- পার পারসন
- ৩ জন শেয়ার – ৯০০০/- পার পারসন
- ৪ জন শেয়ার – ৮০০০/- পার পারসন
- ডুপ্লেক্স রুম
- কাপল – ৮৫০০/- টাকা পার পারসন
- ৩জন শেয়ার – ৮০০০/- টাকা পার পারসন
- ৪জন শেয়ার – ৭০০০/- টাকা পার পারসন
- ৫ জন শেয়ার – ৬০০০/- টাকা পার পারসন
২৬/ জলপ্রাসাদ – The Water Castle
ফেসবুক পেজ: https://www.facebook.com/jolprasad/
মোবাইল নাম্বার: 01873111888, 01873111999, 01635999000, 01632555333
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- কাঠের তৈরি বোট
- ৮টি প্রশস্ত রুম (বেড, লাইট, ফ্যান, লকার এবং চার্জিং পয়েন্ট)
- ছাদ বাগান
- জেনারেটর আইপিএস দিয়ে বিদ্যুৎ সরবরাহ।
- ৩টি প্রিমিয়াম ওয়াশরুম ( ২টি হাই কমোড এবং ১টি লো-কমোড)
- পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
- স্পোর্টস আইটেম: লুডু, ফুটবল, দাবা,কার্ড
- ফার্স্ট এইড বক্স এবং অগ্নি নির্বাপক ব্যাবস্থা
প্যাকেজ প্রাইস
ট্যুরিস্ট সংখ্যা | সপ্তাহিক/সরকারি ছুটির দিন (শুক্রবার-শনিবার) (টাকা) | সপ্তাহের দিন (রবিবার-বৃহস্পতিবার) (টাকা) |
---|---|---|
৩০ জন | ৪৫০০ জনপ্রতি | ৪০০০ জনপ্রতি |
২৪ জন | ৫০০০ জনপ্রতি | ৪৫০০ জনপ্রতি |
২০ জন | ৫৫০০ জনপ্রতি | ৫০০০ জনপ্রতি |
১৬ জন | ৬৫০০ জনপ্রতি | ৬০০০ জনপ্রতি |
১২ জন | ৭৫০০ জনপ্রতি | ৭০০০ জনপ্রতি |
১০ জন | ৮৫০০ জনপ্রতি | ৮০০০ জনপ্রতি |
২৭/ জলযাত্রা – Joljatra
ফেসবুক পেজ: https://www.facebook.com/joljatra
মোবাইল নাম্বার: 01886633781
২৮/ জলপদ্ম – Jolpoddo
ফেসবুক পেজ: https://www.facebook.com/Jolpoddo980
মোবাইল নাম্বার: 01301959397
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- পর্যটক ধারন ক্ষমতা ১২-২৮ জন
- ৬ টি কাপল রুম এবং একটি লিভিং রুম রয়েছে
- একদিনের ট্যুরে পর্যটক ধারন ক্ষমতা ১০০-২০০ জন
২৯/ টাঙ্গুয়ার অভিযাত্রিক ১-৪ – Tanguar Avijatrik 1-4
ফেসবুক পেজ: https://www.facebook.com/tanguar.avijatrik.houseboat/
মোবাইল নাম্বার: 01788556555
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- উডেন বোট
- ২৪/৭ জেনারেটর সুবিধা।
- Tanguar Avijatrik – টাঙ্গুয়ার অভিযাত্রিক বোট -১: ৬ টি কেবিন, ২ টি কমন মডার্ন ওয়াশরুম
- Tanguar Avijatrik – টাঙ্গুয়ার অভিযাত্রিক বোট – ২,৩,৪ (৮ টি কেবিন, ২ টি এট্যাচড ওয়াশরুম সহ কেবিন, ২ টি কমন মডার্ন ওয়াশরুম
- প্রিমিয়াম সোফা লাউঞ্জ
- প্রতি কেবিনে লাইট, ফ্যান এবং চার্জিং পয়েন্ট
- মডার্ন ওয়াশরুম
- জরুরী অগ্নি নির্বাপণ ব্যবস্থা
- পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া, এবং ওয়াটার ফ্লোটিং বেড
- আনলিমিটেড চা
- রুম সার্ভিস
৩০/ রাজার তরী – Tangua House Boat
ফেসবুক পেজ: https://www.facebook.com/RajarTori.Tangua
মোবাইল নাম্বার: 01821-659003
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- রাজার তরী ট্রেডিশনালঃ ১৮ জন ক্যাপাসিটি এবং বাজেট ফ্রেন্ডলি বোট। বিশেষ করে স্টুডেন্ট এবং বন্ধুবান্ধব নিয়ে ঘুরার জন্য এই বোট। লিমিটেড টাইম জেনারেটর সুবিধা, আছে পর্যাপ্ত চার্জিং পয়েন্ট। আমাদের ট্রেডিশনাল বোটে সোজা হয়ে হাটা যায়। ট্রেডিশনাল বোট টি তাহিরপুর থেকে চলাচল করে৷
- রাজার তরী ফ্যামিলি প্রিমিয়ামঃ ১২ থেকে ১৪ জনের ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধবদের জন্য এই বোট৷ ৪ টি আলাদা কেবিন, প্রশস্ত লবি, সবার জন্য লাইফ জ্যাকেট ও সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে এই বোট। প্রতিটি রুমেই আছে চার্জিং পয়েন্ট। ফ্যামিলি প্রিমিয়াম বোট টি তাহিরপুর থেকে চলাচল করে।
- রাজার তরী এলিটঃ ১৮-২০ জনের বড় গ্রুপের জন্য এই বোট৷ ৬টি লক ডোর কেবিন, প্রশস্ত লবি, সবার জন্য লাইফ জ্যাকেট ও সার্বক্ষণিক বিদ্যুৎ নিয়ে আমাদের এই বোট। প্রতিটি রুমেই আছে চার্জিং পয়েন্ট। এলিট বোট টি সুনামগঞ্জ থেকে চলাচল করে।
৩১/ Harmony of Tangua
ফেসবুক পেজ: https://www.facebook.com/houseboatoftanguar/
মোবাইল নাম্বার: 01731- 470111,01601153898
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ৪ কেবিন, ১ লবিতে ০৮-১১ জন ক্যাপাসিটি। প্রতি ক্যাবিনের ‘ডোরলক’ প্রাইভিসি সিস্টেম।
- ২ টি ওয়াশরুম। একটি সুপ্রশস্ত ৫ ফুট বাই ৫ ফুট বড় ওয়াশরুম, যাতে রয়েছে- হাই কমড। ১ টি সাওয়ার ও চেঞ্জিং রুম সাথে ইউরিনাল। ১ টি লো কমোড ওয়াশরুম। বেসিন, মিরর এর আলাদ সেটাপ।
- সু-প্রশস্ত ছাদে আছে ‘ঘাস কার্পেট’, রোদ-বৃষ্টির জন্য বড় ছাতা, হরেক রকমের ৩০+ ফুল ও পাতাবাহার গাছের টবে সাজানো ও পরিপাটি ছাদ। হাই বেঞ্চ-লো বেঞ্চ টেবিল, রঙিন ছাতা। ছাদে সবাই একসাথে বসে আড্ডা দিতে দিতে উপভোগ করতে পারবেন হাওরের মনোরোম পরিবেশ। চাইলে টেবিলে বসে হাওরের দারুন আবহাওয়ায় উপভোগ করতে পারেন দুপুরের খাবার!
- পর্যাপ্ত লাইফ জ্যাকেট।
প্যাকেজ প্রাইস
- জনপ্রতি ৬,৫০০ (শেয়ার্ড কেবিন/লবি) | ১৩,৫০০ (কাপল)
- গ্রুপ বুকিং-
- ৬ জন জনপ্রতি ৭,৫০০ টাকা (মোট ৪৫,০০০)
- ৮ জন জনপ্রতি ৭,০০০ (মোট ৫৬,০০০ টাকা)
- ১০ জন জনপ্রতি ৬,৫০০ টাকা (মোট ৬৫,০০০ টাকা)
- শুক্র-শনি, ছুটির দিন ও পূর্ণিমা ব্যাতিত অন্য ওয়ার্কিং ডে’তে এই প্যাকেজ প্রাইসের উপর থাকছে ১০% ডিসকাউন্ট৷
৩২/ La Casa-Barco
ফেসবুক পেজ: https://www.facebook.com/lacasabarco22/
মোবাইল নাম্বার: 01610-563906
৩৩/ নোঙর – The Premium House Boat
ফেসবুক পেজ: https://www.facebook.com/nongorboat/
মোবাইল নাম্বার: 01886200458
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ৮টি কেবিন
- ৩টি ওয়াশরুম (হাই ও লো-কমোড)
- পর্যাপ্ত লাইফ জ্যাকেট এবং বয়া
- ফার্স্ট এইড বক্স এবং অগ্নি নির্বাপক ব্যাবস্থা
- সার্বক্ষণিক মিনারেল ওয়াটার, চা ও কফির ব্যবস্থা
- সার্বক্ষণিক রুম সার্ভিস ও নিজস্ব জেনারেটর এর মাধ্যমে বিদ্যুৎ সার্ভিস
প্যাকেজ প্রাইস
- প্রিমিয়াম কেবিন(৪টি)
- জনপ্রতি ৭০০০/টাকা (২জন)
- জনপ্রতি ৬০০০/টাকা (৩জন)
- ইকোনমি কেবিন(১টি)
- জনপ্রতি ৫০০০/টাকা (২ জন)
- জনপ্রতি ৮০০০/টাকা (১জন)
- গ্রুপ কেবিন (২টি)
- জনপ্রতি ৬০০০/টাকা (০৪ জন)
- জনপ্রতি ৫০০০/টাকা(০৩জন)
৩৪/ Behula The Houseboat- বেহুলা
ফেসবুক পেজ: https://www.facebook.com/behulathehouseboat/
মোবাইল নাম্বার: 01886765643, 01850322139
প্যাকেজ প্রাইস
- সিংগেল প্যাকেজঃ ডিস্কাউন্টের পর ৪৮০০ টাকা জনপ্রতি ( ৩ জন একটা কেবিন শেয়ারিং)
- কাপল প্যাকেজঃ ডিস্কাউন্টের পর ৫২০০ টাকা জনপ্রতি ( ২ জন একটা কেবিন শেয়ারিং)
৩৫/ জলকন্যা
ফেসবুক পেজ: https://www.facebook.com/JalKannya/
মোবাইল নাম্বার: 01871-466089, 01924508297
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ,
- ৪ টি কেবিনে ৬ টি বেড, সর্বোচ্চ ১৬ জন ঘুমাতে পারবেন
- সাউন্ডলেস জেনারেটর ও আই পি এস এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা
- প্রতি রুমে ফ্যান, লাইট এবং চার্জিং পোর্ট
- হাই কমোড ও লো কমোড ওয়াশ রুম
- চেঞ্জিং রুম ও ড্রেসিং টেবিল
- নৌকার ওপেন ডেকে ও ছাদে বসে আড্ডা/গল্প করার সুযোগ
- ঘাসকার্পেটে ঢাকা এবং ফুলগাছে সাজানো ছাদ
- রোদ থেকে বাঁচার জন্য ছাদের উপর সামিয়ানা
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- ফাস্ট এইড বক্স ও ঔষধ
- বারবিকিউ করার বক্স চুলা, শিক ইত্যাদি
প্যাকেজ প্রাইস
- জনপ্রতি ৪,০০০/- টাকা
- শুক্র-শনি ও সরকারি ছুটির দিন ৪,৫০০/- টাকা! (মূল খাবার ৫ বেলা হবে)
৩৬/ MAJESTIC TANGUA
ফেসবুক পেজ: https://www.facebook.com/profile.php?id=100094122526854
মোবাইল নাম্বার: 01839-396895
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- সম্পূ্র্ণ কাঠের তৈরি বোট
- রুফটপ প্রিমিয়াম ডাইনিং
- ছাদ বাগান
- জেনারেটর আইপিএস দিয়ে দিনে ১৮ঘণ্টা+বিদ্যুৎ সরবরাহ।
- ৪টি প্রশস্ত রুম (প্রতিটিতে থাকছে আলাদা ডোর-লক সুবিধা, প্রতি কেবিনে রয়েছে প্রশস্ত বেড , লাইট, ফ্যান, ওয়াল মিরর, এবং চার্জিং পয়েন্ট।
- ২টি প্রিমিয়াম ওয়াশরুম ( হাই কমোড)
- পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
- সার্বক্ষণিক চা/ কফি/ স্ন্যাক্স/পানি / কোল্ড ড্রিংকস/জুস
- সার্বক্ষণিক রুম সার্ভিস।
- লাকমা ছড়া, শিমুল বাগান , বারিক্কা টিলা ঘুরার অটো / বাইক ভাড়া।
প্যাকেজ প্রাইস
- সুনামগঞ্জ টু সুনামগঞ্জ প্যাকেজ প্রাইজ (২দিন ও ১রাত) (ফুল বোট রিজার্ভ)। রিজার্ভ এর জন্য মিনিমাম ১০ জন হতে হবে। ১০ জন হলে জনপ্রতি ৭৫০০ টাকা।
- আপনি চাইলে সরকারি ছুটির দিন কিংবা যেকোনো দিন মিনিমাম দুইজন হলেও বুকিং করতে পারবেন। ২ জনের রুম : জনপ্রতি ৮,০০০ টাকা।
৩৭/ নবাব – The Haor Villa
ফেসবুক পেজ: https://www.facebook.com/nababhouseboat/
মোবাইল নাম্বার: 01674-948668, 01701050001
হাউসবোটের বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা সমূহ
- ৬টি ডোর লকড কেবিন আছে। প্রতি কেবিনে ২/৩জন থাকতে পারবে।
৩৮/ মনাই- Monai
ফেসবুক পেজ: https://www.facebook.com/profile.php?id=100089733948538
মোবাইল নাম্বার: 01622518467, 01521206903
আরো পড়ুন