শ্রীনগর ভ্রমণ গাইড
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর অন্যতম জনপ্রিয় স্থান। এই আর্টিকেলে শ্রীনগর ভ্রমণের বিস্তারিত সব তথ্য জেনে নিবো। চলুন শুরু করা যাক।
শ্রীনগরে দর্শনীয় স্থান
- টিউলিপ গার্ডেন
- ডাল লেক
- নাগিন লেক
- নিশাত বাগ (বাগান) (এন্ট্রি ফি ২৫-৩০ রুপি)
- সালিমার বাগ (বাগান) (এন্ট্রি ফি ২৫-৩০ রুপি)
- চশমা শাহী বাগান (এন্ট্রি ফি ২৫-৩০ রুপি)
- পরী মহল
- ঊলার হ্রদ
- জামা মসজিদ
- হযরতবাল মসজিদ
- দচিগ্রাম বন্যপ্রাণী অভায়ারন্য
একটিভিটিস
- ডাল লেকে শিকারা রাইড (১ ঘন্টা ১০০০ রুপি, ৪ জন)
- আ্যসটোন মার্গে প্যারাগ্লাইডিং
- আ্যলপাইন লেকের উদ্দেশ্যে ট্রেকিং
শ্রীনগর ভ্রমণের উপযুক্ত সময়
সারা বছরই শ্রীনগর ঘুরে দেখা যায়। বছরের একেক সময় এর সৌন্দর্য একেক রকম। টিউলিপ ফুল দেখার জন্য আদর্শ সময় হচ্ছে বসন্তকাল, মানে এপ্রিল থেকে মে মাস। শীতের পর পর হওয়ার এসময় বরফেরও দেখা মিলবে।
কাশ্মীর ভ্রমণের হোটেল বুকিং, হাউজবোটে বুকিং, ট্যুর প্যাকেজের জন্য ফোন করুন: 01878-900900
অবস্থান
কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মু থেকে গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের দূরত্ব প্রায় ২৫৫ কিলোমিটার। পেহেলগাম লিডার নদীর তীরে অবস্থিত। এর গড় উচ্চতা প্রায় ৫২০০ ফুট।
শ্রীনগর যাওয়ার উপায় ও খরচ
বাংলাদেশ বা ভারত দুই জায়গা থেকেই বাস, ট্রেন, প্লেন তিনভাবে শ্রীনগর যাওয়া যায়। এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে কাশ্মীর ভ্রমণ গাইডের কাশ্মীর যাওয়ার উপায় সেকশনটি পড়ুন।
শ্রীনগর ভ্রমণ প্ল্যান
স্বস্তিপূর্ণ এবং আনন্দদায়ক কাশ্মীর ভ্রমণ করতে আমাদের কাশ্মীর ভ্রমণ প্যাকেজটি দেখুন।
থাকার ব্যবস্থা
শ্রীনগরে লাক্সারি তারকা মানের হোটেল থেকে শুরু করে সাধারন মানের হোটেল সবই আছে। আপনার বাজেট অনুযায়ী যেকোন হোটেল পছন্দ করে নিতে পারেন। উল্লেখ করার মত বেশি কিছু হোটেল হচ্ছে ভিভানতা ডাল ডিউ হোটেল, লেমন ট্রি হোটেল, রেডিসন হোটেল, ফোর পয়েন্টস বাই শেরাটন, হোটেল মিরাজ, ইমপেক্স হিল রিসোর্ট, হোটেল রয়্যাল আরাবিয়া ইত্যাদি।
হোটেল ছাড়াও শ্রীনগরের ডাল লেকে হাউজবোটে রাত্রিযাপন করা যায়। হাউজবোটে থাকা নিঃসন্দেহে আপনার ভ্রমণে দারুন এক মাত্রা যোগ করবে। এক রাত হাউজবোটে থাকার ভাড়া ১৫০০ থেকে ২৫হাজার টাকা পর্যন্ত হতে পারে। উল্লেখ করার মত বেশ কিছু হাউজবোটে গ্রুপ হচ্ছে আনারকলি হাউজবোট, ইয়াং বোম্বে হাউজবোট, মে কুইন হাউজবোট ইত্যাদি। এই প্রতিটি গ্রুপেরই বেশ কয়েকটি করে হাউজবোট রয়েছে।
কাশ্মীরের সেরা সব হোটেল রিসোর্ট, হাউজবোটের তালিকা জানতে এই পোস্টটি পড়ুন।
শ্রীনগরে খাবার
- ওজওয়ান
- রোগ্যান জোস
- বিভিন্ন কাবাব
- হারিশ্যা
কাশ্মীর ভ্রমণের হোটেল বুকিং, হাউজবোটে বুকিং, ট্যুর প্যাকেজের জন্য ফোন করুন: 01878-900900
Post image by Soubhagya Maharana from pexels
Feature image by Gandhar Thakur from pexels