গুলমার্গ ভ্রমণ গাইড ও গন্ডোলা রাইড বিস্তারিত

কাশ্মীরের অন্যতম জনপ্রিয় স্থান গুলমার্গ। মূলত গন্ডোলা রাইড এর জন্য এটি বেশি পরিচিত। এই আর্টিকেলে গুলমার্গ ভ্রমণ ও গন্ডোলা রাইডের বিস্তারিত সব তথ্য জেনে নিবো। চলুন শুরু করা যাক।

গুলমার্গে কি কি দেখার আছে

  • আফারওয়াত চূড়া
  • খিলানমার্গ
  • গলফ কোর্স
  • বায়সফিয়ার রিজার্ভ
  • এলপাথর লেক

একটিভিটিস

  • গন্ডোলা রাইড
  • প্যারাগ্লাইডিং
  • স্কিয়িং (শীতকালে করা যায়। আধা ঘন্টা ১১০০-১৫০০ রুপি)
  • স্নো স্কেটিং
  • স্কুটার
  • পনি/ঘোড়া রাইড

গুলমার্গ এবং কাশ্মীর ভ্রমণের যেকোন প্রয়োজনে ফোন করুনঃ 01878-900900

গুলমার্গ ভ্রমণ গাইড ও গন্ডোলা রাইড

গুলমার্গ ভ্রমণের উপযুক্ত সময়

গুলমার্গ ভ্রমণের উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারী মাস। এসময় প্রচুর বরফের দেখা মিলবে।

অবস্থান

কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মু থেকে গুলমার্গের দূরত্ব প্রায় ৩০২ কিলোমিটার এবং গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে দূরত্ব প্রায় ৫৫ কিলোমিটার। এর উচ্চতা প্রায় ৮৮২৫ ফুট। পাকিস্তান সীমান্ত থেকে এর দূরত্ব মাত্র ৮ কিলোমিটার।

গুলমার্গ যাওয়ার উপায় ও খরচ

  • শ্রীনগর থেকে রিজার্ভ গাড়িতে গুলমার্গ যাওয়ার ভাড়া নিবে প্রায় ২৫০০-৩০০০ রুপি। সময় লাগবে ২-২.৫ ঘন্টা।
  • জম্মু থেকে রিজার্ভ গাড়ি নিয়ে গুলমার্গ যেতে ভাড়া নিবে ৮৫০০-৯৫০০ রুপি।
  • শ্রীনগর থেকে রিজার্ভ গাড়ি না নিয়ে লোকালভাবেও গুলমার্গ যাওয়া যায়। সেক্ষেত্রে প্রথমে ট্যানমার্গ এরপর সেখান থেকে গুলমার্গ। শ্রীনগরের বাট্মলু বাসস্টপ কিংবা লালচক থেকে লোকাল/শেয়ারিং ট্রান্সপোর্টে ট্যানমার্গ পর্যন্ত ভাড়া নিবে ১২০ রুপি। সেখান থেকে পুনরায় লোকাল/শেয়ারিং ট্রান্সপোর্টে গুলমার্গ পর্যন্ত যেতে ভাড়া নিবে ৫০ রুপি। আসা-যাওয়া ৪০০ রুপির মত খরচ হবে।
  • লোকালি গেলে মনে রাখবেন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা/৬.৩০টা পর্যন্ত শেয়ার গাড়ি চলাচল করে। গন্ডোলা রাইডে চড়ার ক্ষেত্রে লোকালি গেলে সময়ের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। গন্ডোলা রাইডে বেশি দেরি হয়ে গেলে আসার সময় সমস্যা হয়ে যেতে পারে।

কাশ্মীর যাওয়ার বিস্তারিত তথ্য এবং খরচ সম্পর্কে জানতে কাশ্মীর ভ্রমণ গাইড আর্টিকেলটি পড়ুন।

থাকার ব্যবস্থা

গুলমার্গে লাক্সারি তারকা মানের হোটেল থেকে শুরু করে সাধারন মানের হোটেল সবই আছে। আপনার বাজেট অনুযায়ী যেকোন হোটেল পছন্দ করে নিতে পারেন। উল্লেখ করার মত বেশি কিছু হোটেল হচ্ছে খাইবার হিমালয়ান রিসোর্ট এন্ড স্পা, শো ইন হোটেল, হোটেল খালিল প্যালেস, হোটেল মামা প্যালেস ইত্যাদি।

কাশ্মীরের সেরা হোটেল, রিসোর্ট, হাউজবোটের তালিকা আর্টিকেলে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন।

গুলমার্গে হোটেল বুকিং করতে ফোন করুনঃ 01878-900900

গুলমার্গ ভ্রমণ প্ল্যান

গুলমার্গ ভ্রমণের ক্ষেত্রে এক রাত গুলমার্গে থাকলে ভালো। এতে করে আরামে বরফের রানী গুলমার্গের সৌন্দর্য উপভোগ করা যায়।

এছাড়াও গুলমার্গে রাতে না থেকে দিনে দিনে ঘুরে আবার শ্রীনগর ফেরত যাওয়া যায়।

স্বস্তিপূর্ণ এবং আনন্দদায়ক কাশ্মীর ভ্রমণ করতে আমাদের ভ্রমণ প্যাকেজটি দেখুন।

গন্ডোলা রাইড

গন্ডোলা রাইড মূলত ক্যাবল কার রাইড। গুলমার্গ পর্যটন শহরের উচ্চতা ৮৭০০ ফুট। এবং গন্ডোলা রাইডের দুইটি ফেজের মাধ্যমে ১৪হাজার ফুট উচ্চতায় আফারওয়াত পর্বত পর্যন্ত উঠা যায়।

  • ফেজ-১ বা কাংডুরি স্টেশন। উচ্চতা ১০হাজার ফুট। খরচ ৮০০ রুপি।
  • ফেজ-২ বা আফারওয়াত পর্বত। উচ্চতা ১৩হাজার ফুট। খরচ ১০০০ রুপি।

গন্ডোলা টাইমিং

ফেজ-১

  • স্লট-১ঃ সকাল ৯টা থেকে ১১টা
  • স্লট-২ঃ সকাল ১১.১৫ থেকে দুপুর ১.১৫
  • স্লট-৩ঃ দুপুর ১.৩০ থেকে বিকাল ৩.৩০
  • রিজার্ভ স্লটঃ সকাল ৮টা থেকে ৯টা (প্রথম ৩টা স্লট ফিলাপ হলে এই স্লট খোলে)

ফেজ-২

  • সকাল ৯টা থেকে বিকাল ৩.৩০টা

সতর্কতা

  • পিক সিজনে গন্ডোলা রাইডে অনেক সিরিয়াল থাকে তাই আগে থেকে টিকেট করে যাওয়া ভালো।
  • ফেজ-২ এর টিকেট কাটার আগে অবশ্যই ফেজ-১ টিকেট কাটতে হবে।

দেশ বা বিদেশ যেকোন জায়গা থেকে গন্ডোলা রাইডের টিকেট কাটতে ফোন করুনঃ 01878-900900

Feature Image by confused_me from pixabay Post Image by Anan from pexels

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

Similar Posts