সোনমার্গ ভ্রমণ গাইড

কাশ্মীরের অন্যতম জনপ্রিয় স্থান সোনমার্গ। এই আর্টিকেলে সোনমার্গ ভ্রমণের বিস্তারিত সব তথ্য জেনে নিবো। চলুন শুরু করা যাক।

সোনমার্গের দর্শনীয় স্থান

  • থাজিয়ান হিমবাহ/থাজিওয়াস গ্লাসিয়াস
  • জোজিল পাস (সোনমার্গ থেকে গাড়ি ভাড়া প্রায় ৪০০০ রুপি)
  • বালতাল ভ্যালি
  • অমরনাথ গুহা
  • গঙ্গাবাল লেক
  • গাদসার লেক
  • ভিসান্তার লেক
  • সাসতার লেক
  • সিন্ধু নদী
সোনমার্গ ভ্রমণ গাইড - Travellerhimel.com
বরফে ঢাকা সোনমার্গ

একটিভিটিস

  • স্নেজিং (২০০-৫০০ রুপি)
  • স্নো বাইক (১৫০০-২০০০ রুপি)
  • ঘোড়া রাইড

কাশ্মীর ভ্রমণে প্লেন টিকেট, হোটেল রিসোর্ট বুকিং, গন্ডোলা রাইডের টিকেট যেকোন প্রয়োজনে ফোন করুনঃ 01878-900900

সোনমার্গ ভ্রমণের উপযুক্ত সময়

সোনমার্গ ভ্রমণের উপযুক্ত সময় অক্টোবর-নভেম্বর ও ফেব্রুয়ারি-মে মাস। ডিসেম্বর-জানুয়ারীতে রিসোর্টগুলো বন্ধ থাকে তবে অতিরিক্ত তুষারপাত না হলে ডেলং ট্যুর করা যাবে।

সোনমার্গ ভ্রমণ গাইড - সবুজ সোনমার্গ Travellerhimel.com
সবুজের চাদরে মোড়ানো সোনমার্গ

অবস্থান

কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মু থেকে সোনমার্গের দূরত্ব প্রায় ৩৩০ কিলোমিটার এবং গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। সোনমার্গের উচ্চতা প্রায় ৮৯৫০ ফুট।

সোনমার্গ যাওয়ার উপায় ও খরচ

  • শ্রীনগর থেকে রিজার্ভ গাড়িতে সোনমার্গ যাওয়ার ভাড়া নিবে ২২০০-২৫০০ রুপি।
  • শ্রীনগর থেকে রিজার্ভ গাড়ি না নিয়ে লোকালভাবেও সোনমার্গ যাওয়া যায়। সেক্ষেত্রে প্রথমে কাঙ্গান এরপর সেখান থেকে সোনমার্গ। শ্রীনগরের জাহাঙ্গীর চক/বাটমালু/লালচক/ডালগেট থেকে লোকাল/শেয়ারিং ট্রান্সপোর্টে কাঙ্গান। সেখান থেকে পুনরায় লোকাল/শেয়ারিং ট্রান্সপোর্টে সোনমার্গ পর্যন্ত যেতে খরচ হবে মোট ৩২০ রুপি।
  • লোকালি গেলে মনে রাখবেন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেয়ার গাড়ি চলাচল করে।
  • সোনমার্গ জিরো পয়েন্ট যেতে ইউনিয়ন কার ভাড়া করতে খরচ পড়বে ৪-৬ হাজার রুপি। অবশ্যই দরদাম করে নিবেন।
  • সোনমার্গ থেকে তাজিওয়াস পর্যন্ত ঘোড়া ভাড়া পড়বে ১২০০-১৫০০ রুপি।
  • গাড়ি বা ঘোড়া ভাড়া না করে আপনি এমনিতে হেঁটেও ঘুরে দেখতে পারেন। পাহাড়ি রাস্তায় চলার মত শরীর ফিট থাকলে খারাপ লাগবে না।

কাশ্মীর ভ্রমণের বিস্তারিত সব তথ্য জানতে কাশ্মীর ভ্রমণ গাইড আর্টিকেলটি পড়ুন।

সোনমার্গ ভ্রমণ প্ল্যান

সোনমার্গ ভ্রমণের ক্ষেত্রে এক রাত থাকতে পারেন। সাধারনত সবাই শ্রীনগর থেকে এসে সোনমার্গ দিনে দিনে ঘুরে চলে যায়। তবে এক রাত থাকলে অবশ্যই ভালো লাগবে।

স্বস্তিপূর্ণ এবং আনন্দদায়ক কাশ্মীর ভ্রমণ করতে আমাদের ভ্রমণ প্যাকেজটি দেখুন।

থাকার ব্যবস্থা

সোনমার্গে লাক্সারি তারকা মানের হোটেল থেকে শুরু করে সাধারন মানের হোটেল সবই আছে। আপনার বাজেট অনুযায়ী যেকোন হোটেল পছন্দ করে নিতে পারেন। উল্লেখ করার মত বেশি কিছু হোটেল হচ্ছে কান্ট্রি ইন এন্ড সুইটস বাই রেডিসন, স্নোল্যান্ড হোটেল এন্ড রিসোর্ট, ইমপেরিয়াল রিসোর্ট, হোটেল ডিভাইন ইন, হোটেল সোনমার্গ ইন ইত্যাদি।

কাশ্মীরের সেরা হোটেল, রিসোর্ট, হাউজবোটের তালিকা আর্টিকেলে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন।

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

Similar Posts