পেহেলগাম ভ্রমণ গাইড (সব প্রশ্নের উত্তর)

কাশ্মীরের অন্যতম জনপ্রিয় স্থান পেহেলগাম। এই আর্টিকেলে পেহেলগাম ভ্রমণের বিস্তারিত সব তথ্য জেনে নিবো। চলুন শুরু করা যাক।

পেহেলগাম দর্শনীয় স্থান

  • আপেল বাগান
  • মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারান ভ্যালি
  • আরু ভ্যালি (এন্টি ফি ৩০ রুপি)
  • বেতাব ভ্যালি (এন্টি ফি ১২০ রুপি)
  • পেহেলগাম ভ্যালি
  • লিডার নদী
  • চন্দনওয়ারি
  • ধাবিয়ান ভ্যালি
  • কাশ্মীর ভ্যালি পয়েন্ট
  • পেহেলগাম ভিউ পয়েন্ট
  • কানিমার্গ
  • তুলিয়ান ভ্যালি
  • কোলাহাই হিমবাহ
  • ওয়াটারফল

একটিভিটিস

  • লিডার নদীতে র‍্যাফটিং
  • ঘোড়ায় চড়া
  • স্লেজিং
  • জবিং (বলের ভিতর ঢুকিয়ে বল উঁচু ঢাল থেকে ছেড়ে দেওয়া হয়)
  • জিপ লাইনিং
পেহেলগাম ভ্রমণ গাইড

পেহেলগাম ভ্রমণের উপযুক্ত সময়

পেহেলগাম ভ্রমণের উপযুক্ত সময় মূলত এপ্রিল থেকে মে মাস। তবে মার্চ-নভেম্বর মাস এই সময়টাতে পেহেলগামের আসল সৌন্দর্য উপভোগ করা যায়।

অবস্থান

কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মু থেকে পেহেলগামের দূরত্ব প্রায় ২৪০ কিলোমিটার এবং গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। পেহেলগাম লিডার নদীর তীরে অবস্থিত। এর গড় উচ্চতা প্রায় ৭২০০ ফুট।

পেহেলগাম ভ্রমণ বা কাশ্মীর ভ্রমণের যেকোন প্রয়োজনে ফোন করুনঃ 01878-900900

পেহেলগাম যাওয়ার উপায় ও খরচ

  • শ্রীনগর থেকে রিজার্ভ গাড়িতে পেহেলগাম যাওয়ার ভাড়া নিবে ২২০০-২৫০০ রুপি।
  • জম্মু থেকে রিজার্ভ গাড়ি নিয়ে পেহেলগাম যেতে ভাড়া নিবে ৭০০০-৮০০০ রুপি। সময় লাগবে ৮-১০ ঘন্টা।
  • শ্রীনগর থেকে রিজার্ভ গাড়ি না নিয়ে লোকালভাবেও পেহেলগাম যাওয়া যায়। সেক্ষেত্রে প্রথমে অনন্তনাগ এরপর সেখান থেকে পেহেলগাম। শ্রীনগরের জাহাঙ্গীর চক থেকে লোকাল/শেয়ারিং ট্রান্সপোর্টে অনন্তনাগ পর্যন্ত ভাড়া নিবে ১২০ রুপি। সেখান থেকে পুনরায় লোকাল/শেয়ারিং ট্রান্সপোর্টে পেহেলগাম পর্যন্ত যেতে ভাড়া নিবে ১২০ রুপি।
  • লোকালি গেলে মনে রাখবেন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেয়ার গাড়ি চলাচল করে।
  • যারা ট্রেনে করে প্রথমে জম্মু নামবেন তারা সরাসরি শ্রীনগর না গিয়ে প্রথমে পেহেলগাম ঘুরে এরপর শ্রীনগর যেতে পারেন। ভ্রমণ প্ল্যান করার সময় রুট প্ল্যান দেখে নিবেন।
  • পেহেলগাম পৌঁছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি সহ বিভিন্ন স্পটে ঘুরতে ইউনিয়ন কার ভাড়া করতে হবে। ভাড়া নিবে আনুমানিক ২৫০০ থেকে ৩০০০ রুপি।
  • পেহেলগাম থেকে মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারান  হাতে সময় থাকলে ট্রেকিং করে অথবা রুপি খরচ করে ঘোড়ায় চড়ে যেতে পারবেন।

কাশ্মীর যাওয়ার বিস্তারিত তথ্য এবং খরচ সম্পর্কে জানতে কাশ্মীর ভ্রমণ গাইড আর্টিকেলটি পড়ুন।

পেহেলগাম ভ্রমণ প্ল্যান

পেহেলগাম ভ্রমণের ক্ষেত্রে এক রাত পেহেলগামে থাকলে ভালো। এতে করে আরামে সব জায়গা ঘুরে দেখা যায়। শ্রীনগর থেকে পেহেলগাম গেলে প্রথমদিন আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারী সহ কয়েকটি জায়গা ঘুরে দেখতে পারেন। গাড়ি রিজার্ভ করার সময় কথা বলেন নিবেন কোন কোন স্পটে যাবেন।

রাতে পেহেলগাম থেকে পরদিন ট্রেকিং করে বা ঘোড়ায় চড়ে মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারান, পেহেলগাম ভিউ পয়েন্ট, কাশ্মীর ভিউ পয়েন্ট, ধাবিয়ান ভ্যালি, কানিমার্গ, ওয়াটারফল ঘুরে আসতে পারেন।

এছাড়াও পেহেলগামে রাতে না থেকে দিনে দিনে ঘুরে আবার শ্রীনগর ফেরত যাওয়া যায়। সেক্ষেত্রে সব জায়গা ঘুরে দেখতে পারবেন না এবং অবশ্যই গাড়ি রিজার্ভ নিতে হবে।

স্বস্তিপূর্ণ এবং আনন্দদায়ক কাশ্মীর ভ্রমণ করতে কাশ্মীর ভ্রমণ প্যাকেজটি দেখুন।

থাকার ব্যবস্থা

পেহেলগামে লাক্সারি তারকা মানের হোটেল থেকে শুরু করে সাধারন মানের হোটেল সবই আছে। আপনার বাজেট অনুযায়ী যেকোন হোটেল পছন্দ করে নিতে পারেন। উল্লেখ করার মত বেশি কিছু হোটেল হচ্ছে হ্যাভান হোটেল, হোটেল রেডিসন, পাইন এন পিক হোটেল, ভ্যালি ভিউ রিসোর্ট, কুইনস পার্ক, রয়্যালটন হোটেল, সান এন শেড হোটেল ইত্যাদি।

কাশ্মীরের সেরা হোটেল, রিসোর্ট, হাউজবোটের তালিকা আর্টিকেলে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন।

পেহেলগামে হোটেল বুকিং করতে ফোন করুনঃ 01878-900900

ভ্রমণ টিপস

  • গাড়ি, ঘোড়া, একটিভিটি যাই করেন না কেনো ভালোভাবে দরদাম করে নিবেন। ট্যুরিস্টদের কাছে সাধারনত আকাশচুম্বি দাম চাওয়া হয়।

আপেল বাগান

কাশ্মীরের অন্যতম অর্থকারী ফসল আপেল। পেহেলগাম যাওয়ার পথে অনন্তনাগ নামক স্থানে প্রচুর আপেল বাগানের দেখা মিলবে। গাছে গাছে থোকায় থোকায় ঝুলে থাকা আপেলের সৌন্দর্য আপনাকে আনন্দিত করবে। চাইলে গাছ থেকে আপেল পেড়ে খেতে পারবেন, সাথে কিনতেও পারবেন। জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত গাছে আপেলের দেখা মিলবে।

Feature Image by tayyab khan from pexel. Post Image by Mankiran from imgur.

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

Similar Posts