কাশ্মীর ভ্রমণ গাইড (যাতায়াত, থাকা, খাওয়া সব প্রশ্নের উত্তর)

ভূ-স্বর্গ কাশ্মীর! এই কাশ্মীর ভ্রমণ করতে যা যা জানা দরকার তার সবকিছু এই আর্টিকেল থেকে আমরা জেনে নিবো। আশা করছি এই আর্টিকেল পড়ার পর কাশ্মীর ভ্রমণ সম্পর্কে প্রায় ৯০% তথ্য জেনে নিতে পারবেন। চলুন শুরু করা যাক।

নির্দিষ্ট কোন বিষয় নিয়ে জানতে সেই লেখায় ক্লিক করলে ওই সেকশনে নিয়ে যাবে।

কাশ্মীরে কি কি দেখার আছে

  • শ্রীনগর (কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী)
    • টিউলিপ গার্ডেন
    • ডাল লেক
    • নাগিন লেক
    • নিশাত বাগ (বাগান) (এন্ট্রি ফি ২৪ রুপি)
    • সালিমার বাগ (বাগান) (এন্ট্রি ফি ২৪ রুপি)
    • চশমা শাহী বাগান (এন্ট্রি ফি ২৫-৩০ রুপি)
    • পরী মহল (২৫ রুপি)
    • ঊলার হ্রদ

শ্রীনগর নিয়ে বিস্তারিত জানতে শ্রীনগর ভ্রমণ গাইড আর্টিকেলটি পড়ুন।

  • সোনমার্গ (সাধারনত মে থেকে নভেম্বর মাস খোলা থাকে)
    • থাজিয়ান হিমবাহ/থাজিওয়াস গ্লাসিয়াস
    • জোজিল পাস (সোনমার্গ থেকে গাড়ি ভাড়া প্রায় ৪০০০ রুপি)
    • বালতাল ভ্যালি
    • অমরনাথ গুহা
    • গঙ্গাবাল লেক
    • গাদসার লেক
    • ভিসান্তার লেক
    • সাসতার লেক
    • সিন্ধু নদী

সোনমার্গ নিয়ে বিস্তারিত জানতে সোনমার্গ ভ্রমণ গাইড আর্টিকেলটি পড়ুন।

  • গুলমার্গ
    • আফারওয়াত পিক
    • খিলানমার্গ
    • গলফ কোর্স
    • বায়সফিয়ার রিজার্ভ
    • এলপাথর লেক
    • ড্রাং ঝর্ণা (Drung Waterfall)

গুলমার্গ নিয়ে বিস্তারিত জানতে গুলমার্গ ভ্রমণ গাইড আর্টিকেলটি পড়ুন।

  • পেহেলগাম/পাহেলগাঁওন
    • আপেল বাগান
    • মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারান ভ্যালি
    • আরু ভ্যালি (এন্টি ফি ৩০ রুপি)
    • বেতাব ভ্যালি (এন্টি ফি ১২০ রুপি)
    • পেহেলগাম ভ্যালি
    • লিডার নদী
    • চন্দনওয়ারি
    • ধাবিয়ান ভ্যালি
    • কাশ্মীর ভ্যালি পয়েন্ট
    • পেহেলগাম ভিউ পয়েন্ট
    • কানিমার্গ
    • তুলিয়ান ভ্যালি
    • কোলাহাই হিমবাহ
    • ওয়াটারফল

পেহেলগাম নিয়ে বিস্তারিত জানতে পেহেলগাম ভ্রমণ গাইড আর্টিকেলটি পড়ুন।

  • দুধপাথরি
    • পরিহাজ/পারেজ
    • সুখনাগ নালা
    • শালিগঙ্গা নদী
    • বরফে মোড়া আলিটা (শালিগঙ্গা নদীর উৎপত্তিস্থল)
  • ইউসমার্গ/ইয়ুসমার্গ
    • নীলনাগ লেক
    • দুধগঙ্গা ভিউ পয়েন্ট
  • পাটনিটপ
    • চিনার গার্ডেন
    • স্কেটিং গার্ডেন
    • নাথাটপ
    • মাধাটপ
    • সানসার
  • কাশ্মীর গ্রেট লেকস

এত লোকেশন দেখে কোনটা ছেড়ে কোনটা দেখবেন সিদ্ধান্ত নিতে পারছেন না? আমাদের দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা দিয়ে আমরা আপনাকে সাহায্য করবো। ফোন করুন: 01878-900900

কাশ্মীর ভ্রমণ প্যাকেজ সম্পর্কে জানতে এই পোস্টটি পড়ুন।

কাশ্মীর ভ্রমণ গাইড
শ্রীনগরের ডাল লেকে শিকারা রাইড

একটিভিটিস

কাশ্মীরে প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি করার আছে অনেক কিছু। তবে মনে রাখবেন, সব সিজনে সব একটিভিটি করতে পারবেন না।

  • পাহেলগাম
    • লিডার নদীতে র‍্যাফটিং
    • ঘোড়ায় চড়া
    • স্লেজিং
  • সোনমার্গ
    • স্নেজিং (২০০-৫০০ রুপি)
    • স্নো বাইক (১৫০০-২০০০ রুপি)
    • ঘোড়া রাইড
  • গুলমার্গ
    • গন্ডোলা রাইড। প্রথম ফেজ ৮০০ রুপি, দ্বিতীয় ফেজ ১০০০ রুপি।
      • আমাদের কাছ থেকে দেশে বসেই গন্ডোলার টিকেট কেটে নিতে পারেন। এতে করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। তাছাড়া অনেক সময় বেশি ভীড় থাকলে তৎক্ষনাৎ টিকেট নাও পেতে পারেন।
      • দেশ বা বিদেশ থেকে টিকেট কাটতে ফোন বা ওয়াটসএপ করুন 01878-900900
    • প্যারাগ্লাইডিং
    • স্কিয়িং (শীতকালে করা যায়। আধা ঘন্টা ১১০০-১৫০০ রুপি)
    • স্নো স্কেটিং
    • স্কুটার
  • শ্রীনগর
    • ডাল লেকে শিকারা রাইড (১ ঘন্টা ১০০০ রুপি, ৪ জন)
    • আ্যসটোন মার্গে প্যারাগ্লাইডিং
    • আ্যলপাইন লেকের উদ্দেশ্যে ট্রেকিং
  • দুধপাথরি
    • ট্রেকিং
    • ঘোড়া রাইড
  • ইউসমার্গ/ইয়ুসমার্গ
    • ঘোড়া রাইড
  • পাটনিটপ
    • নাথাটপে প্যারাগ্লাইডিং
    • ট্রেকিং করে নাথাটপ
    • শীতকালে নাথাটপে স্কিং
    • সানসারে পোনি রাইড
  • কাশ্মীর গ্রেট লেকস ট্রেক (ট্রেকিং করে করে বিভিন্ন লেকে যাওয়া)

এত একটিভিটি দেখে কোনটা করবেন তার জন্য সিদ্ধান্তহীনতায় ভুগছেন? আমাদের দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা দিয়ে আমরা আপনাকে সাহায্য করবো। ফোন করুন: 01878-900900

কাশ্মীর ভ্রমণ গাইড
প্লেন থেকে শুভ্র সাদা পর্বতমালা

কাশ্মীর ভ্রমণের উপযুক্ত সময়

কাশ্মীরে ৪টি সিজন

  • শীত (ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি) – স্নোফল, বরফ
  • বসন্ত (মার্চ, এপ্রিল, মে) – ফ্লাওয়ার ভ্যালি
  • গ্রীষ্ম (জুন, জুলাই, আগস্ট)
  • শরৎ (সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর) – গ্রিন ভ্যালি

এপ্রিল থেকে মে মাস

ফুলে ভরা কাশ্মীর, বিশেষ করে টিউলিপ দেখতে যেতে হবে মার্চ থেকে মে মাসে। টিউলিপ ফেস্টিভাল দেখতে চাইলে এপ্রিলে যাবেন। পুরো মাস জুড়ে উৎসব হয়। এছাড়া শীতের পরপর হওয়ায় তুষারপাতও দেখা যায়।

সেপ্টেম্বর থেকে অক্টোবর

গাছে গাছে ঝুলে থাকা আপেল, চিনা বাদাম গাছের রঙ্গিন রুপের দেখা মিলবে এই সময়ে। স্নোফল বেশ কম পাবেন। তবে গন্ডোলা ২য় ফেজ, সোনামার্গের থাজিওয়াস হিমবাহে স্নোফল থাকবে।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি

স্নোফল আর বরফ দেখার সেরা সময়। তবে অসুবিধাও রয়েছে। শীতের জন্য বেশ ভালো রকমের প্রস্তুতি নিতে হয়। অনেক জায়গায় রাস্তা বন্ধ থাকে তাই সব স্পটে যেতে পারবেন না। এছাড়া বরফের কারনে আটকা পড়ার সম্ভাবনাও রয়েছে।

মোদ্দা কথা হচ্ছে

  • যদি একবার কাশ্মীর যেতে চান, তাহলে এপ্রিল-মে মাস হচ্ছে উপযুক্ত সময়। তবে এটি পিক সিজন হওয়ায় আগে থেকে সবকিছু বুকিং করে যাওয়া নিরাপদ।
  • যদি কাশ্মীরের সব সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে ৪ সিজনে ৪ বার যেতে হবে।

কাশ্মীর ভ্রমণ প্যাকেজ সম্পর্কে জানতে এই পোস্টটি পড়ুন।

কাশ্মীর ভ্রমণ গাইড
বরফে আচ্ছাদিত গুলমার্গ

কাশ্মীরের বিভিন্ন স্থানের দূরত্ব

কাশ্মীরে কি দেখার আছে, কি করার আছে, কখন ঘুরতে গেলে কি দেখতে পাবেন এগুলো তো জানা হলো। এখন যাওয়ার উপায় জানার আগে কাশ্মীরের বিভিন্ন স্থানের দূরত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক। এতে করে ভ্রমণ প্ল্যান করতে সুবিধা হবে।

  • জম্মু তাওয়াই থেকে শ্রীনগরের দূরত্ব ২৪৮ কিলোমিটার। পাহাড়ি রাস্তায় ট্যাক্সিতে যেতে ১০ থেকে ১২ ঘন্টা লাগে।
  • শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব ৯৬ কিলোমিটার। জীপে যেতে সাড়ে তিন ঘন্টার মত সময় লাগে।
  • শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব ৮২ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা।
  • শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব ৫২ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা।
কাশ্মীর ভ্রমণ গাইড
সবুজের চাদরে মোড়ানো পেহেলগাম

কাশ্মীর যাওয়ার উপায়

বাংলাদেশ থেকে কাশ্মীর ভ্রমণ

বাংলাদেশ থেকে কাশ্মীর বাস, ট্রেন এবং প্লেনে যেতে পারবেন।

বিমানে গেলে

শ্রীনগর পর্যন্ত সরাসরি কোন ফ্লাইট নেই। ভেঙ্গে যেতে হবে।

  • বাংলাদেশ থেকে ফ্লাইটে দিল্লি বা কলকাতা।
  • কলকাতা বা দিল্লি থেকে কাশ্মীর মানে শ্রীনগর ফ্লাইটে যেতে পারবেন।
  • শ্রীনগর থেকে এরপর গাড়িতে কাশ্মীরের বিভিন্ন স্থানে যেতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ বাংলাদেশ থেকে শ্রীনগর পর্যন্ত যদি দুইটি ভিন্ন এয়ারলাইন্সের টিকেট করেন তাহলে অবশ্যই ট্রানজিট সময় ৪-৫ ঘন্টার বেশি রাখবেন। কারন আপনাকে ব্যাগ কালেক্ট করে আবার নতুন করে চেকইন করতে হবে।

চেষ্টা করবেন, শ্রীনগরে যেন দিনের আলো থাকতে থাকতে ল্যান্ড করতে পারেন। তাহলে আবহাওয়া ভালো থাকলে প্লেন থেকে পর্বতমালা দেখতে পারবেন যা আপনাকে অবশ্যই আনন্দিত করবে।

ট্রেনে গেলে

  • বাংলাদেশ থেকে প্রথমে মৈত্রী এক্সপ্রেস বা বন্ধন এক্সপ্রেস ট্রেনে কলকাতা।
  • কলকাতা থেকে কাশ্মীর ট্রেনে গেলে জম্মু পর্যন্ত যেতে পারবেন। ৩টি ট্রেন কলকাতা থেকে জম্মুর জন্য ছেড়ে যায়।

কলকাতা থেকে জম্মু ট্রেনের সময়সূচি

মোবাইল থেকে দেখলে ডানে স্ক্রল করে ট্রেন ছাড়ার সময় ও পৌঁছার সময় দেখা যাবে।

ট্রেনের নামছাড়ার স্টেশনযেসব দিন চলেজার্নি সময়ছাড়ার সময়পৌছার সময়
হামসাফারশিয়ালদহসোমবার৩৪ ঘন্টাদুপুর ১.১০রাত ১১.০৫
হিমগিরিহাওড়ামঙ্গল, শুক্র, শনি৩৭ ঘন্টারাত ১১.৫৫দুপুর ১
কোয়া জাতকলকাতা/চিৎপুরপ্রতিদিন৪৫ ঘন্টাসকাল ১১.৪৫সকাল ৮.৫০

জম্মু থেকে কলকাতা ট্রেনের সময়সূচি

মোবাইল থেকে দেখলে ডানে স্ক্রল করে ট্রেন ছাড়ার সময় ও পৌঁছার সময় দেখা যাবে।

ট্রেনের নামপৌঁছার স্টেশনযেসব দিন চলেজার্নি সময়ছাড়ার সময়পৌছার সময়
হামসাফারশিয়ালদহবুধবার৩৪ ঘন্টাসকাল ৭.২০বিকাল ৫.৩০
হিমগিরিহাওড়ারবি, সোম, বৃহঃ৩৭ ঘন্টারাত ১১.৪৫সকাল ১১.৩০
কোয়া জাতকলকাতা/চিৎপুরপ্রতিদিন৪৫ ঘন্টারাত ৮.৩০দুপুর ৩.৪০
  • জম্মু থেকে লোকাল বাস বা গাড়িতে শ্রীনগর। সময় লাগবে বাসে ৮-১০ ঘন্টা, গাড়িতে ৬-৭ ঘন্টা।
  • জম্মু থেকে প্লেনেও শ্রীনগর যাওয়া যায়। সময় লাগবে প্রায় ১ ঘন্টা।

বাসে গেলে

  • বাংলাদেশ থেকে প্রথমে বাসে করে কলকাতা।
  • কলকাতা থেকে শ্রীনগর পর্যন্ত প্লেনে অথবা জম্মু পর্যন্ত ট্রেনে।
  • জম্মু গেলে, লোকাল বাস বা গাড়িতে শ্রীনগর। সময় লাগবে বাসে ৮-১০ ঘন্টা, গাড়িতে ৬-৭ ঘন্টা।
  • শ্রীনগর গেলে, সেখান গাড়িতে থেকে কাশ্মীরের বিভিন্ন স্থানে যেতে পারবেন।

বিমানে গেলে সময় কম লাগবে কিন্তু খরচ কিছুটা বেশি হবে। বাস বা ট্রেনে খরচ কম হবে তবে সময় লাগবে বেশি।

কোন উপায়ে গেলে আপনার এবং আপনার পরিবারের জন্য ভালো হবে বুঝতে পারছেন না? আমাদের দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা দিয়ে আমরা আপনাকে সাহায্য করবো। ফোন করুনঃ 01878-900900

কাশ্মীর ভ্রমণ গাইড
বরফে ঢাকা সোনমার্গ

কাশ্মীর ভ্রমণ খরচ

ভ্রমণে খরচ মূলত নির্ভর করে আপনি কিভাবে যাবেন, কি কি দেখবেন, কি কি করবেন, কোথায় থাকবেন, কি খাবেন এসব অনেক কিছুর উপর। এখানে প্রতিটি অংশের খরচের একটা দেওয়া হলো। আপনার পছন্দ অনুযায়ী হিসাব করে নিতে পারবেন। (এর চেয়ে কম খরচে বা বেশি খরচেও আপনি যেতে পারবেন!)

এখানে কাশ্মীরকে মূল গন্তব্য ধরে হিসাব দেওয়া হয়েছে। কাশ্মীরের চারটি জনপ্রিয় স্থান শ্রীনগর, পেহেলগাম, সোনমার্গ, গুলমার্গ ঘুরে দেখা হবে বলে ধরে নেওয়া হয়েছে। এখানে দেওয়া রুট ছাড়াও আরো অনেকভাবেই ভ্রমণ প্ল্যান করা যায়। সেক্ষেত্রেও খরচ কমবে বা বাড়বে।

যদি এত হিসাব-নিকাশ না করতে চান তাহলে ফোন করুনঃ 01878-900900 নাম্বারে। আমাদের দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা থেকে আপনার পছন্দ অনুযায়ী সেরা প্যাকেজ ডিজাইন করে দেওয়া হবে।

বাস+ট্রেন (আস-যাওয়া)

  • ভিসা খরচ ৮২৪ টাকা
  • ট্রাভেল ট্যাক্স ১০০০ টাকা
  • এসি বাসে কলকাতা আসা-যাওয়ার ভাড়া ৪০০০ টাকা
  • কলকাতা যদি থাকতে হয় তাহলে হোটেল, ট্রান্সপোর্ট এবং খাবার খরচ যুক্ত হবে
  • ট্রেনে কলকাতা-জম্মু আসা-যাওয়া ৭০০০ টাকা (এসি সিট এবং রুপি*১.৪ ধরে)
  • রিজার্ভ বা শেয়ারিং গাড়িতে জম্মু-শ্রীনগর আসা-যাওয়া ৫২০০ টাকা (রিজার্ভ গাড়িতে ৪ জন ধরে)
  • সিমকার্ড সহ অন্যান্য খরচ ১৫০০ টাকা
  • তাহলে, শ্রীনগর পৌঁছানো পর্যন্ত মোট খরচঃ ১৯,৫২৪ টাকা (খাবার খরচ এবং কলকাতা থাকা খরচ বাদে)

ট্রেন+ট্রেন (আস-যাওয়া)

  • ভিসা খরচ ৮২৪ টাকা
  • ট্রাভেল ট্যাক্স ১০০০ টাকা
  • ঢাকা-কলকাতা আসা-যাওয়া ৭৮০০ টাকা (এসি সিট ধরে)
  • কলকাতা যদি থাকতে হয় তাহলে হোটেল, ট্রান্সপোর্ট এবং খাবার খরচ যুক্ত হবে
  • ট্রেনে কলকাতা-জম্মু আসা-যাওয়া ৭০০০ টাকা (এসি সিট এবং রুপি*১.৪ ধরে)
  • রিজার্ভ বা শেয়ারিং গাড়িতে জম্মু-শ্রীনগর আসা-যাওয়া ৫২০০ টাকা (রিজার্ভ গাড়িতে ৪ জন ধরে)
  • সিমকার্ড সহ অন্যান্য খরচ ১৫০০ টাকা
  • তাহলে, শ্রীনগর পৌঁছানো পর্যন্ত মোট খরচঃ ২৩,৩০০ টাকা (খাবার খরচ এবং কলকাতা থাকা খরচ বাদে)

বিমান (আসা-যাওয়া)

  • ভিসা খরচ ৮২৪ টাকা
  • ঢাকা থেকে শ্রীনগর পর্যন্ত প্রায় ৩৫-৪০ হাজার টাকা (সময়ভেদে কমতে/বাড়তে পারে)
  • সিমকার্ড সহ অন্যান্য খরচ ১৫০০ টাকা
  • এয়ারপোর্ট থেকে শ্রীনগর ট্যাক্সি ভাড়া প্রায় ২০০০ টাকা (আসা-যাওয়া)
  • তাহলে, শ্রীনগর পৌঁছানো পর্যন্ত মোট খরচঃ ৩৯ – ৪৪ হাজার টাকা (খাবার খরচ বাদে)

কাশ্মীরে খরচ (৪ জনের গ্রুপ ধরে)

  • ৬ রাত কাশ্মীরে হোটেল খরচ ৪৫০০ রুপি (প্রতিদিন রুম ভাড়া ৩০০০ রুপি, ১ রুমে ৪ জন)
  • ৭ দিন খাওয়ার খরচ ৩৫০০ রুপি (প্রতিদিন ৫০০ রুপি ধরে)
  • ৬ দিন রিজার্ভ গাড়ি ভাড়া ৪৫০০ রুপি (শ্রীনগর, সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাম)
  • শ্রীনগরে ৩টা বাগানের এন্ট্রি ফি ৯০ রুপি (৩০ রুপি করে) (চাইলে আরো বেশি বাগানে যেতে পারেন)
  • পাহালগাম ইউনিয়ন কার ৭৫০ রুপি (৩০০০ রুপি। ৬ জন বসতে পারে, এখানে ৪ জন ধরে হিসাব করা হয়েছে)। প্রত্যেক পয়েন্টে এক ঘন্টা টাইম (আরু, বেতাব, চন্দনওয়ারি)।
  • পেহেলগামে আরু ভ্যালি, বেতাব ভ্যালি এন্ট্রি টিকেট ১৫০ রুপি
  • পেহেলগামে বাইসারান ভ্যালি পর্যন্ত ঘোড়া ভাড়া ১২০০ রুপি
  • সোনমার্গ জিরো পয়েন্ট ইউনিয়ন কার ১০০০ রুপি (দামাদামি করতে হয়) (৪-৬ হাজার রুপি। ৬ জন বসতে পারে, এখানে ৪ জন ধরে হিসাব করা হয়েছে)
  • সোনমার্গে তাজিওয়াস পর্যন্ত ঘোড়া ভাড়া ১২০০-১৫০০ রুপি
  • অন্যান্য খরচ ৩৬০ রুপি
  • তাহলে, কাশ্মীরে মোট খরচঃ ১৭,১০০ রুপি (একটিভিটি খরচ বাদে)
  • বাংলাদেশী টাকায় ২৩,৯৪০ টাকা। ১.৪ দিয়ে গুন করে।
  • একটিভিটিতে প্রায় ২৫০০-৮০০০ রুপি খরচ হতে পারে। উপরের একটিভিটি সেকশন থেকে খরচ দেখে যোগ করে নিবেন।
  • সোনমার্গে গাড়ি না নিয়ে হেঁটেও ঘুরতে পারেন।

তাহলে মোট খরচ হচ্ছে (৬ রাত,৭দিনের কাশ্মীর ভ্রমণে একটিভিটি বাদে)

  • বাস+ট্রেনে, আসা-যাওয়া ২০ + কাশ্মীর ২৪ = ৪৪ হাজার টাকা
  • পুরোটাই ট্রেনে, আসা-যাওয়া ২৩ + কাশ্মীর ২৪ = ৪৭ হাজার টাকা
  • বিমানে ৬৩-৬৮ হাজার টাকা (বিমানে গেলে ১ রাত কম থেকেও সব স্পট ঘুরে দেখতে পারবেন সেক্ষেত্রে খরচ কিছুটা কমবে। ভ্রমণ প্ল্যান সেকশনে প্ল্যান দেখে ধারনা পাবেন)

বিশেষ দ্রষ্টব্য

হাউজবোট অগ্রীম বুকিং করার ক্ষেত্রে অবশ্যই জেনে নিবেন তাদের নৌকায় পিক এন্ড ড্রপ সার্ভিস রয়েছে কিনা। নাহলে হাউজবোটে যেতে-আসতে অতিরিক্ত ৩০০-৭০০ রুপি খরচ হতে পারে।

পেহেলগামে প্রতিটি স্পট (আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি) ঘুরার জন্য ১ ঘন্টা করে সময় দিবে। অতিরিক্ত সময় থাকলে ঘন্টা প্রতি ১৫০-৩০০ রুপি করে যোগ হবে।

আবারো বলছি, এখানে খরচের একটি ধারনা দেওয়া হয়েছে শুধু। বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে খরচ কমতে বা বাড়তে পারে।

কাশ্মীর ভ্রমণ প্যাকেজ সম্পর্কে জানতে এই পোস্টটি পড়ুন।

খরচ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য নিচে দিয়ে দেওয়া হলো

ভিসার খরচ

বাংলাদেশ থেকে ভারতের ভিসা খরচ ৮২৪ টাকা যদি আপনি নিজে এপ্লাই করেন। এছাড়া কোন এজেন্সির মাধ্যমে করলে তাদের সার্ভিস চার্জ যোগ হবে।

যাতায়াত খরচ (সময়ভেদে ভাড়ার পরিবর্তন হতে পারে, যাওয়ার সময় জেনে নিবেন)

বিমানে

এখানে একটা ধারনা দেওয়া হয়েছে। বিমান ভাড়া অনেক কিছুর উপর নির্ভর করে কমতে বা বাড়তে পারে।

রুট (আপ-ডাউন)টিকেট মূল্য (টাকা)
ঢাকা-দিল্লি
দিল্লি-শ্রীনগর
২৪-২৬ হাজার
১০-১২ হাজার
টোটালঃ ৩৪-৩৮ হাজার
ঢাকা-কলকাতা
কলকাতা-শ্রীনগর
১০-১২ হাজার
২০-২২ হাজার
টোটালঃ ৩০-৩৪ হাজার

ট্রেনে

বাংলাদেশ থেকে কলকাতা

ট্রেনের নামএসি চেয়ারএসি সিট (কেবিন)
মৈত্রী এক্সপ্রেস (ঢাকা-কলকাতা)২৬০০ টাকা৩৯০০ টাকা
বন্ধন এক্সপ্রেস (খুলনা-কলকাতা)১৩০০ টাকা১৯৫০ টাকা

বিশেষ দ্রষ্টব্যঃ এই ভাড়ার সাথে ট্রাভেল ট্যাক্স ১০০০ টাকা যুক্ত করা হয় নাই।

কলকাতা থেকে শ্রীনগর (ওয়ান ওয়ে খরচ)

  • শিয়ালদহ রেলস্টেশন থেকে হামসাফার ট্রেনে জম্মু
    • এসি ৩ টায়ারঃ ২৩০৫ রুপি
  • হাওড়া রেলস্টেশন থেকে হিমগিরি ট্রেনে জম্মু
    • নন-এসি স্লিপারঃ ৭৯০ রুপি
    • এসি ৩ টায়ারঃ ২০৬৫ রুপি (কেবিনে ৬ জন)
    • এসি ২ টায়ারঃ ২৯৮০ রুপি (কেবিনে ৪ জন)
    • এসি ফাস্ট ক্লাসঃ ৫০৮০ রুপি
  • কলকাতা/চিৎপুর রেলস্টেশন থেকে কোয়া জাত ট্রেনে জম্মু
    • নন-এসি স্লিপারঃ ৭৫৫ রুপি
    • এসি ৩ ইকোনমিঃ ১৮৯০ রুপি
    • এসি ৩ টায়ারঃ ২০০৫ রুপি (কেবিনে ৬ জন)
    • এসি ২ টায়ারঃ ২৯১৫ রুপি (কেবিনে ৪ জন)

বাসে গেলে (ওয়ান ওয়ে খরচ)

  • ঢাকা থেকে এসি বাসে কলকাতা ১৪০০ থেকে ২২০০ টাকা (ভাড়া ইকোনমি, বিজনেস ক্লাসের উপর নির্ভর করে)
  • কলকাতা থেকে শ্রীনগর প্লেন অথবা ট্রেনের খরচ উপরে ইতিমধ্যে দেওয়া আছে।

জম্মু থেকে শ্রীনগর

  • বিমানে যেতে চাইলে। রেলস্টেশন থেকে বিমানবন্দর ২০০-২৫০ রুপি। ওয়ান ওয়ে প্লেন ভাড়া ২৫০০-৩৫০০ রুপি। সময় লাগবে ১ ঘন্টার মত।
  • শেয়ারিং গাড়িতে শ্রীনগর ১২০০-১৫০০ টাকা (ওয়ান-ওয়ে)
  • রিজার্ভ গাড়িতে শ্রীনগর ৭০০০-৮০০০ রুপি

শ্রীনগর থেকে

  • শ্রীনগর শহরের দেখার জায়গাগুলো গাড়ি নিয়ে ঘুরলে খরচ হবে ২-৩ হাজার রুপি। এক গাড়িতে ৬-৮ জন বসতে পারবেন। গাড়ি ভাড়া করার সময় কোন কোন জায়গায় যাবেন ঠিক করে নিবেন।
  • সোনমার্গ যেতে গাড়ী ভাড়া লাগবে ২২০০-২৫০০ রুপি।
  • গুলমার্গ যেতে গাড়ী ভাড়া নিবে ২২০০-২৫০০ রুপি।
  • পেহেলগাম যেতে গাড়ী ভাড়া নিবে ২২০০-২৫০০ রুপি।
  • টিপসঃ একটা গাড়িকেই পুরো ট্যুরের জন্য রিজার্ভ নিলে ভাড়া কম পড়বে।
  • পেহেলগাম পৌঁছে স্থানীয় ইউনিয়ন কারে বিভিন্ন স্পট ঘুরতে খরচ হবে প্রায় ২৫০০ রুপি।

থাকার খরচ

  • শ্রীনগরে থাকার অনেক হোটেল আছে। ভাড়া ৫০০ থেকে ৫০০০ রুপি পর্যন্ত। ডাল লেকের কাছের হোটেলগুলোতে ভাড়া বেশি পড়বে।
  • হাউজবোটের ভাড়া মানভেদে ১৫০০ থেকে ২৫ হাজার রুপি
  • পেহেলগাম/সোনমার্গ/গুলমার্গে হোটেল ভাড়া মান এবং সিজনভেদে ২০০০-৭০০০ রুপি

খাওয়ার খরচ

  • শ্রীনগরে সকালের নাস্তা ১০০ রুপি, দুপুর/রাতের খাবার ১৫০ রুপিতে হয়ে যাবে।দিন প্রতি বাজেট ৪০০-৬০০ রুপি রাখলে আরামে খেতে পারবেন। চাইলে একই খাবার কয়েকগুন বেশি দামেও খেতে পারেন। আপনার উপর নির্ভর করছে।

এত হিসাব দেখে গড়মিল লেগে যাচ্ছে? আমাদের দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার বাজেটে সেরা জার্নির নিশ্চয়তা দিচ্ছি। ফোন করুন 01878-900900 নাম্বারে।

কম খরচে কাশ্মীর ভ্রমণ

  • ভিসা খরচ ৮২৪ টাকা
  • ট্রাভেল ট্যাক্স ১০০০ টাকা
  • এসি বাসে কলকাতা আসা-যাওয়ার ভাড়া ২৮০০ টাকা (নন-এসি বাসে ভেঙ্গে গেলে আরো কমবে)
  • কোয়া জাত ট্রেনে কলকাতা-জম্মু যাওয়া-আসা প্রায় ২৫০০ টাকা
  • শেয়ারিং গাড়িতে জম্মু-শ্রীনগর আসা-যাওয়া প্রায় ৩০০০ টাকা
  • খাওয়ার খরচ প্রতিদিন ৫০০ করে ৬ দিনে ৩০০০ টাকা (যেতে ৩ দিন, আসতে ৩দিন হিসাবে)
  • সিম কার্ড সহ অন্যান্য খরচ ১৫০০ টাকা
  • তাহলে, শ্রীনগর পৌঁছানো পর্যন্ত মোট খরচঃ ১৪,৬২৪ টাকা
  • ৫ রাত হোটেল খরচ ৩০০০ রুপি (প্রতিদিন ১২০০-১৩০০ রুপি রুম ভাড়া ধরে)
  • ৬ দিন কাশ্মীরে খাবার খরচ ৩০০০ রুপি (প্রতিদিন ৫০০ রুপি)
  • শ্রীনগর ঘোরার খরচ ৪০০ রুপি
  • পেহেলগাম শেয়ারিং গাড়িতে আসা-যাওয়া খরচ ৫৫০ রুপি। পেহেলগাম থেকে প্রথমে অন্ততনাগ, এরপর পেহেলগাম। দুইবার গাড়ি পরিবর্তন করতে হবে। 
  • গুলমার্গ শেয়ারিং গাড়িতে আসা-যাওয়া খরচ ৪০০ রুপি। শ্রীনগর থেকে প্রথমে ট্যানমার্গ, এরপর গুলমার্গ। দুইবার গাড়ি পরিবর্তন করতে হবে।
  • সোনমার্গ শেয়ারিং গাড়িতে আসা-যাওয়া খরচ ৩৫০ রুপি। সোনমার্গ থেকে প্রথমে কানগান, এরপর সোনমার্গ। দুইবার গাড়ি পরিবর্তন করতে হবে।
  • পেহেলগাম ঘুরতে গাড়ি শেয়ার করলে খরচ আসবে ৫০০ রুপি
  • পেহেলগামে বাইসারান ভ্যালি ট্রেকিং করে যেতে পারেন, ৬ কিলো দূরত্ব।
  • সোনমার্গে তাজিওয়াস পর্যন্ত ট্রেকিং করে যেতে পারেন, ৩ কিলো দূরত্ব।
  • শ্রীনগরে ৩টা বাগানের এন্ট্রি ফি ৯০ রুপি (৩০ রুপি করে) (চাইলে আরো বেশি বাগানে যেতে পারেন)
  • পেহেলগামে আরু ভ্যালি, বেতাব ভ্যালি এন্ট্রি টিকেট ১৫০ রুপি
  • অন্যান্য খরচ ২০০
  • তাহলে, কাশ্মীরে মোট খরচঃ ৮৯০০ রুপি (একটিভিটি খরচ বাদে)
  • বাংলাদেশী টাকায়ঃ ১২,৫০০ টাকা
  • তাহলে মোট খরচ হচ্ছেঃ ২৭-২৮ হাজার টাকা
  • একটিভিটিতে প্রায় ২৫০০-৮০০০ রুপি খরচ হতে পারে। উপরের একটিভিটি সেকশন থেকে খরচ দেখে যোগ করে নিবেন।

বিশেষ দ্রষ্টব্য

  • যাতায়াত, থাকা এবং খাবারে আরো ছাড় দিয়ে এই খরচ আরো কমিয়ে নিয়ে আসা সম্ভব। সেক্ষেত্রে বাংলাদেশী টাকায় ২৫হাজার টাকায় ঘুরে আসতে পারবেন স্বপ্নের কাশ্মীর। (একটিভিটি ছাড়া)
  • পেহেলগাম, সোনমার্গ, গুলমার্গ এসব জায়গায় ট্রেকিং না করে ঘোড়া নিলে ১২০০-১৫০০ রুপি খরচ হবে।
  • জম্মু থেকে এসি বাসে শ্রীনগর যাওয়া যায়। রেলস্টেশন থেকে বাসস্ট্যান্ড যেতে প্রায় ২০০-২৫০ রুপি খরচ হবে। শ্রীনগর পর্যন্ত ওয়ান ওয়ে বাস ভাড়া ১০০০-১২০০ রুপি। আরো কম খরচের বাসে যেতে চাইলে সরকারি প্রতিষ্ঠান JKSRT তে করে এসি/নন-এসি বাসে ৪০০-৭৫০ রুপিতে শ্রীনগর পর্যন্ত যাওয়া যায়।
  • জম্মু থেকে আরো কম খরচে যেতে চাইলে, প্রথমে বাসে করে বানিহাল। ভাড়া নিবে ২৫০-৩০০ রুপি। বানিহাল থেকে লোকাল ট্রেনে শ্রীনগর। ভাড়া ৪৫ রুপি। তবে এভাবে যেতে অনেক ভাঙ্গতে হবে এবং বাস, ট্রেনের সময় আপনার যাত্রার সাথে সঠিকভাবে মিলতে হবে। লোকাল ট্রেনে শ্রীনগর যাওয়ার ক্ষেত্রে আপনি চাইলে অন্ততনাগ নেমে সেখান থেকে প্রথমে পেহেলগাম যেতে পারেন। পেহেলগাম ঘুরে এরপর শ্রীনগর যেতে পারবেন। এভাবে ভেঙ্গে যাওয়ার ক্ষেত্রে প্রথমে পেহেলপগাম ঘুরে এরপর শ্রীনগর যাওয়াই ভালো হবে।
  • শেয়ারিং জীপে গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম ঘোরার ক্ষেত্রে সময় নিয়ে সাবধান থাকতে হবে। শেয়ারিং গাড়ি হওয়ার গাড়ি ছাড়তে দেরি হতে পারে যা আপনার ভ্রমণ সময়কে কমিয়ে দিবে। এজন্য সবচেয়ে ভালো হয় রিজার্ভ জীপে যেতে পারলে। খরচ কিছুটা বাড়বে কিন্তু আরামে ঘুরতে পারবেন।

কাশ্মীর ভ্রমণ রুট প্ল্যান

বাস+ট্রেন অথবা পুরো পথ ট্রেনে গেলে,

  • বাংলাদেশ থেকে প্রথমে জম্মু। জম্মু থেকে শ্রীনগর এসে রাতে থাকা।
  • প্রথমদিন গুলমার্গ ঘুরে দেখা। রাতে শ্রীনগর থাকা।
  • পরের দিন পেহেলগাম ঘুরতে যাওয়া। রাতে পেহেলগাম থাকা।
  • পরদিন পেহেলগাম ঘুরে রাতে শ্রীনগরে হাউজবোটে থাকা।
  • পরের দিন সোনমার্গ ঘুরা। রাতে শ্রীনগর থাকা।
  • পরের দিন শ্রীনগর ঘুরে রাতে শ্রীনগর থাকা।
  • এরপর দিন শ্রীনগর থেকে জম্মু গিয়ে ট্রেন ধরা।
  • বি.দ্রঃ চাইলে সোনমার্গ বা গুলমার্গ থেকে শ্রীনগর না এসে রাতে থাকতে পারেন। যা আপনার ভ্রমণের স্মরনীয় অংশ হয়ে থাকবে।

প্লেনে গেলে,

  • বাংলাদেশ প্লেনে শ্রীনগর। সারাদিন ঘুরে রাতে শ্রীনগর থাকা।
  • পরের দিন পেহেলগাম ঘুরতে যাওয়া। রাতে পেহেলগাম থাকা।
  • পরদিন পেহেলগাম ঘুরে রাতে শ্রীনগরে হাউজবোটে থাকা।
  • পরেরদিন গুলমার্গ ঘুরে দেখা। রাতে গুলমার্গ থাকা।
  • পরের দিন সোনমার্গ ঘুরা। রাতে সোনমার্গ থাকা।
  • পরের দিন প্লেনে ব্যাক করা।

আরো অনেকভাবে রুট প্ল্যান করা সম্ভব। আপনি কত খরচ করতে চাচ্ছেন, কতটা আয়েশীভাবে ভ্রমণ করতে চাচ্ছেন, কতদিন থাকবেন তার উপর নির্ভর করছে।

থাকার ব্যবস্থা

শ্রীনগর, পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ সব জায়গাতেই বিভিন্ন মানের হোটেল রয়েছে থাকার জন্য। হোটেল মান এবং লোকেশন ভেদে ভাড়া ১২০০ থেকে ২০,০০০ রুপি পর্যন্ত।

এছাড়া চেষ্টা করবেন, শ্রীনগরের ডাল লেকে একরাত হাউজবোটে থাকতে। হাউসবোটের মান ভেদে ভাড়া ১৫০০ থেকে ২৫,০০০ রুপি পর্যন্ত।

পেহেলগাম বা সোনমার্গে হোটেল ভাড়া মানভেদে ২০০০-১০,০০০ রুপি।

হোটেল নিয়ে আরো বিস্তারিত জানার জন্য কাশ্মীরের সেরা হোটেল ও হাউজবোট পোস্টটি পড়ুন।

কাশ্মীরে খাবার

  • ওজওয়ান
  • তাজা ফল
  • ড্রাই ফ্রুটস
  • রোগ্যান জোস
  • বিভিন্ন কাবাব
  • হারিশ্যা (শ্রীনগরে নভেম্বর থেকে মার্চ মাসে পাওয়া যায়)

কতদিন সময় লাগে

  • ৪ রাত শ্রীনগর
  • ১ রাত পাহেলগাম
  • ১ রাত গুলমার্গ
  • ১ দিন সোনমার্গ (ডে ট্রিপ)
  • অন্তত ৭ দিন, ৬ রাত কাশ্মীর থাকা
  • বিমানে গেলে ৬ দিন, ৫ রাতেও সব ঘুরে দেখা সম্ভব
  • বিমান/ট্রেন/প্লেনে যাওয়ার উপর নির্ভর করে যাতায়াতের দিন যোগ হবে

কি কি কেনাকাটা করতে পারেন

  • জাফরান
  • পাশমিনা শাল (তবে নকল থেকে সাবধান)
    • সেমি পাশমিনা শাল সর্বনিম্ন ৩০০০-৩৫০০ টাকা
    • আসলগুলো ১০হাজার টাকার উপরে
    • এর চেয়ে কম দামে কোন শাল পেলে বুঝবেন আসল পাশমিনা নয়!
  • ড্রাই ফ্রুটস, নাটস
  • মহিলাদের বিভিন্ন গয়না
  • শো-পিস ইত্যাদি

কাশ্মীরে কি ধরনের পোশাক পরা উচিত (কোন সিজনে কি পোষাক নিবেন)

  • বসন্তকাল (মার্চ, এপ্রিল, মে): হালকা পোষাক। যেটাতে গরম লাগবে না। তবে রাতে বা ভোরে ঠান্ডা পড়তে পারে তাই সেভাবে প্রস্তুতি রাখবেন।
  • গ্রীষ্ম (জুন, জুলাই, আগস্ট): হালকা পোষাক। যেটাতে গরম লাগবে না।
  • শরৎ (সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর): হালকা এবং শীত দুই ধরনের পোষাকই নিবেন। পাতলা জ্যাকেট নিলে ভালো। তাপমাত্রা কমে গেলে কাজে লাগবে।
  • শীত (ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি): শীতের জন্য ভালো প্রস্তুতি নিবেন। উলের/লেদার জ্যাকেট, বুট জুতা, গ্লোভস, মাফলার অবশ্যই নিবেন।
  • বর্ষা (জুলাই-সেপ্টেম্বর): যেকোন সময় বৃষ্টি হতে পারে তাই ছাতা এবং সেরকম প্রস্তুতি রাখবেন।

কাশ্মীর ভ্রমণ প্যাকেজ সম্পর্কে জানতে এই পোস্টটি পড়ুন।

ভ্রমণ টিপস

  • বাসের ওয়েবসাইটঃ https://www.jksrtc.co.in/
  • ট্রেনের তথ্য পাবেন এই সাইটেঃ https://www.irctc.co.in/nget/train-search
  • বিমানে গেলে ১/২ মাস আগে টিকেট করে রাখলে খরচ কিছুটা কম হবে।
  • কাশ্মীরে হকার, দালালের সংখ্যা হবে। তাই আগে থেকেই সর্তক থাকবেন।
  • যেকোন কিছু কেনার ক্ষেত্রে ভালোভাবে দরদাম করে নিবেন। ট্যুরিস্টদের কাছে অস্বাভাবিক দাম চাইতে পারে।
  • ঘোড়ায় চড়া বা বিভিন্ন একটিভিটি করার ক্ষেত্রেও দরদাম করে নিবেন। এখানেও অস্বাভাবিক দাম চাইতে পারে।
  • দলে সদস্য সংখ্যা ৪-৭ জন হলে খরচ অনেক কমে আসবে। বিভিন্ন স্থানে গাড়ি শেয়ারিং-এ খরচ বাঁচবে।
  • অবশ্যই আবহাওয়া সম্পর্কে ধারনা নিয়ে যাবেন। এতে ভ্রমণ খরচ ও সময় বাঁচবে। আগে থেকে মানসিক প্রস্তুতি থাকলে ভ্রমণ হবে আনন্দময়।
  • শীতকালে; পেহেলগামে খরচ কম হবে, গুলমার্গে বেশি হবে।
  • গ্রীষ্মকালে; পেহেলগামে খরচ বেশি হবে, গুলমার্গে কম হবে।

কাশ্মীরে আনন্দময় ভ্রমণের জন্য ফোন করুনঃ 01878-900900

সিম কার্ড

কাশ্মীরে পৌঁছে প্রথম কাজ হচ্ছে সিমকার্ড নিয়ে নেওয়া। সিমকার্ড পাবেন শ্রীনগর এয়ারপোর্ট অথবা জম্মু রেলস্টেশনের আশেপাশে।

কাশ্মীরে শুধু পোস্ট-পেইড সিম কার্যকরী। খরচ হবে ৩০০-৫০০ রুপি। এর মধ্যে প্রতিদিন ইন্টারনেট প্যাকেজের সুবিধাও থাকবে।

কলকাতা বা দিল্লি থেকেও নিতে পারেন। কিন্তু সব জায়গায় পোস্ট-পেইড সিম পাওয়া যায় না।

মানি এক্সচেঞ্জ

অবশ্যই কলকাতা বা দিল্লি থেকে ডলার/বাংলা টাকা রুপিতে এক্সচেঞ্জ করে নিবেন। কারণ কাশ্মীরে এক্সচেঞ্জ রেট অনেক কম থাকে। ডুয়েল কারেন্সি কার্ডও সব এটিএম বুথে কাজ করে না।

বড় দোকান ছাড়া কার্ডে পেমেন্ট করতে পারবেন না। যারা ট্র‍্যাভেল এজেন্টের মাধ্যমে না গিয়ে নিজেরা হোটেল ঠিক করেন তাদের বেশি সতর্ক থাকতে হবে কারণ অনেক হোটেলে কার্ডে পেমেন্ট অপশন থাকে না।

কাশ্মীর সম্পর্কিত কমন প্রশ্ন

কাশ্মীর যেতে ভিসায় কোন পোর্ট দিলে সুবিধা?

By Air, ICP Haridaspur, Rail Gede এই তিনটা অবশ্যই ভিসায় উল্লেখ থাকতে হবে। তাহলে বিমান, ট্রেন বা বেনাপোল দিয়ে কলকতা যেকোন ভাবেই যেতে পারবে।

কাশ্মীরে বরফ কখন দেখা যাবে?

গুলমার্গের গন্ডোলা রাইডের ফেজ-২ তে সারা বছরই বরফের দেখা মিলবে। এছাড়া ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি স্নোফল এবং বরফ দেখার সেরা সময়।

অক্টোবর মাসে কাশ্মীর যাওয়া যাবে কি বা উপযুক্ত সময়?

সারাবছরই কাশ্মীর যাওয়া যায়। একেক ঋতুতে কাশ্মীরের সৌন্দর্য একেক রকম। এসময় গাছে গাছে ঝুলে থাকা আপেল, চিনা বাদাম গাছের রঙ্গিন রুপ দেখতে পারবেন।

অক্টোবর মাসে কাশ্মীরের কোথায় বরফ পড়বে?

গুলমার্গের গন্ডোলা ফেইজ-২ তে গেলে বরফের দেখা পাওয়া যাবে।

এপ্রিল মাস কি কাশ্মীরের উপযুক্ত সময়?

টিউলিপ দেখার জন্য সেরা সময় হচ্ছে এপ্রিল মাস। তাই এসময় অবশ্যই কাশ্মীর ভ্রমণের জন্য উপযুক্ত।

এপ্রিল মাসে কাশ্মীরে বরফ পড়বে?

কাশ্মীরের সব জায়গায় বরফ পড়বে না। বরফের দেখা পেতে যেতে হবে গুলমার্গের গন্ডোলা ফেজ-২ তে।

কাশ্মীরের কোথায় হাউসবোট পাওয়া যায়?

শ্রীনগরের ডাল লেকে।

ডিসেম্বর মাসে কি কাশ্মীর যাওয়া যায়?

সারাবছরই কাশ্মীর ঘুরতে যাওয়া যায়।

জুলাই মাসে কাশ্মীরে বরফ পড়বে?

গুলমার্গের গন্ডোলা ফেইজ-২ তে বরফ পাওয়া যাবে।

কলকাতা থেকে জম্মু যাওয়ার দ্রুততম ট্রেন কোনটি?

হামসাফার এক্সপ্রেস। সময় লাগে প্রায় ৩৪ ঘন্টা।

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

Similar Posts