ঢাকা বিভাগের কোন জেলায় কি খাবো

ভ্রমণের সাথে খাবার অতপ্রেতভাবে জড়িত। নতুন কোন জেলায় ঘুরতে গেলে সবারই চেষ্টা থাকে সেই জেলার বিখ্যাত কিংবা ঐতিহাসিক খাবার পরখ করে দেখতে।

বাংলাদেশের ৬৪ জেলায় ঘোরার সময় আমিও সেই চেষ্টা করতাম। কখনো কখনো শুধু খাবার খাওয়ার জন্য ভিন্নভাবে রুট প্ল্যান সাজাতাম।

তবে দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের কোন জেলায় কি খাবেন তার ভালো কোন লিস্ট আমি কোথাও পায় নাই। ফেসবুক, গুগল কিংবা ইউটিউবে সার্চ করলে কিছু সাজেশন পাওয়া যায় যার কোনটাই পরিপূর্ণ না।

আমার মত অন্য কারো যেন এই কষ্ট পেতে না হয় সেজন্য এই ফিচার, কি খাবো।

এই আর্টিকেলে আমরা ঢাকা বিভাগের ১২টি জেলার কোথায় কি খাবো সে তথ্য জেনে নিবো। ঢাকার খাবার সম্পর্কে জানতে পারবেন এই পোস্ট থেকে।

বিশেষ দ্রষ্টব্যঃ এখানে ফেসবুক, ইউটিউব, গুগল থেকে সংগৃহিত তথ্য যেমন থাকবে, তেমনি আমি নিজে খেয়ে দেখেছি সেই তথ্যও থাকবে।

পেজটি ব্রাউজারে বুকমার্ক করে রাখুন

গাজীপুর জেলা

নামলোকেশন/গুগল ম্যাপ
বিসমিল্লাহ হোটেলের কালাভুনামৈরন বিশ্ব রোড, গাজীপুর
কাঠের বাড়ি রেস্টুরেন্টের চালের রুটি দিয়ে গরুর কালা ভুনাকাঠের বাড়ি রেস্টুরেন্টের চালের রুটি দিয়ে গরুর কালা ভুনা

নারায়নগঞ্জ জেলা

নামলোকেশন/গুগল ম্যাপ
মাউরা হোটেলের গরুর লালভুনাকালির বাজার, নারায়নগঞ্জ

নরসিংদী জেলা

নামলোকেশন/গুগল ম্যাপ
নিরালা হোটেলের গরুর হাড্ডি ভুনাঢাকা-সিলেট হাইওয়ে, নরসিংদী

কিশোরগঞ্জ জেলা

কিশোরগঞ্জ জেলার বিখ্যাত খাবার (famous food of kishoreganj) এর মধ্যে রয়েছে পনির, মিষ্টি, গরুর কালো ভুনা, লাল ভুনা, রসমালাই ইত্যাদি। প্রতিটি 

নামলোকেশন/গুগল ম্যাপ
অষ্টগ্রামের পনিরশাহরাজআলীর বাসা, বর্ধমান পাড়া, অষ্টগ্রাম
ভাই ভাই হোটেলের গরুর মাংসনতুন জেলখানা মোড় (হোসেনপুর রোড), কিশোরগঞ্জ সদর
নানীর হোটেলের কালাভুনানতুন জেলখানা মোড় (হোসেনপুর রোড), কিশোরগঞ্জ সদর
১৫০ বছরের পুরনো মদন গোপাল মিষ্টিমদন গোপাল সুইটস কেবিন, গৌরাঙ্গ বাজার, কিশোরগঞ্জ সদর
কার্তিক মিষ্টান্ন ভান্ডারের রসমালাইদিলালপুর বাজার, বাজিতপুর উপজেলা

পেজটি ব্রাউজারে বুকমার্ক করে রাখুন

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন

Similar Posts