গতমাসে ফেসবুকে একটা দুর্ধর্ষ নোট হঠাৎ চোখে পড়লো নাম, “হেল দ্য হাইওয়ে।” ঢাকা থেকে একা পায়ে হেঁটে চট্টগ্রাম(২৫০ কি.মি.), বাংলাবান্ধা(৫০০ কি.মি.), সিলেট(২৪০ কি.মি.), খুলনা (৩০০ কি.মি.) যান এনামুল হাসান ভাই। হন্টন প্রোজেক্টের অনুপ্রেরণা তার কাছ থেকেই পাওয়া।
গতকাল(১৩ নভেম্বর,২০১৫) ধানমন্ডি ২৮(পুরাতন) নজরুল ইন্সটিটিউটে কাজ শেষ করার পর নিজেকে বললাম, “আজ চল পায়ে হেঁটে বাড়ি যাই । এতটুকু রাস্তা যদি পায়ে হেঁটে যেতে না পারি তাহলে মাইলের পর মাইল হাঁটবো কিভাবে!”
ধানমন্ডি ২৭ থেকে কল্যানপুর পর্যন্ত মিরপুর রোড ধরে হাঁটলাম। কল্যানপুর বাস স্ট্যান্ড এসে মেইন রোড ছেড়ে কল্যানপুর গার্লস স্কুলের গলিতে ঢুকলাম। (এই রাস্তা দিয়ে আমার বাসায় তাড়াতাড়ি পৌঁছানো যায়)।
পাক্কা ১ ঘন্টা হাঁটার পর বাসায় এসে পৌছালাম। গুগল ম্যাপে চেক করে দেখলাম প্রায় ৬ কিলোমিটারের মত হাঁটা হইছে। মজার ব্যাপার হলো এত হাঁটার পরও কোন ক্লান্তি ভাব ছিলো না।
আম্মুকে যখন বললাম ধানমন্ডি থেকে হেঁটে আসছি আম্মু তো পুরাই থ। যেই ছেলে ৫ মিনিটের রাস্তা রিকশা দিয়ে যায় সেই ছেলে ধানমন্ডি থেকে হেঁটে আসলো কিভাবে!
আজকের হাঁটার রুট,
নজরুল ইন্সটিটিউট -> ধানমন্ডি ২৭ -> আসাদ গেট -> কলেজ গেট -> শ্যামলী -> কল্যানপুর -> কল্যানপুর স্কুল -> নতুন বাজার -> মধ্য পাইকপাড়া -> হাবুলের পুকুর পাড় -> বাসা
রোজ শুক্রবার
১৩ নভেম্বর, ২০১৫
- হন্টন প্রজেক্ট
Feature Image: TMZ Photography